আসসালামুআলাইকুম, কি খবর আপনাদের সবার? আশা রাখি সবাই ভালোই রয়েছেন। আবারো নতুন একটি আর্টিকেল নিয়ে চলে আসলাম। আজকের আর্টিকেল এ আমরা প্রিয়তম প্রিয়তমার জন্য প্রশংসনীয় কয়েকটি ডায়লগ শুনবো। আমরা সবাই নিজেদের নিয়ে প্রশংসনীয় কথা শুনতে পছন্দ করে থাকি। এমনিতেও প্রশংসনীয় কোনো কথা শুনলে আমাদের উৎসাহ অনেকাংশে বেড়ে যায়। আর আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে সবসময় তার কাজের জন্য প্রশংসা করে থাকেন তাহলে সেও অনেক আনন্দ পাবে, উৎসাহ পাবে। তাহলে চলুন প্রিয়তম / প্রিয়তমার প্রশংসা সম্পর্কিত কয়েকটি কথা, ক্যাপশন, ডাইলগ, উক্তি, স্ট্যাটাস শুনে নেওয়া যাক।
প্রিয়তম / প্রিয়তমার প্রশংসা সম্পর্কিত কয়েকটি কথা, ক্যাপশন, ডাইলগ, উক্তি, স্ট্যাটাস:
১. তুমি আছো বলে আমি আজও বেঁচে আছি,
কারণ এই পৃথিবীতে তো তুমিই আমার একমাত্র অক্সিজেন। যেটি ছাড়া আমার বেচেঁ থাকা সম্ভব না।
২. প্রিয় তুমি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছো বলেই আমার জীবনটা আজ এত সুন্দর হয়ে উঠেছে। তোমায় ছাড়া তো আমার জীবন একদম অগোছালো হয়ে যায়।
৩. যদি তুমি পাশে থাকো
মনে জাগে আশা,
তোমার আমার মধ্যে আছে
সীমাহীন ভালোবাসা।
৪. আমার তেমন কিছুর প্রয়োজন নেই,
শুধু জীবন নামক এক যুদ্ধে আমি তোমাকে সাথে পেতে চাই, তাহলে আমার আর ভয় নেই। তুমি থাকলে সব যুদ্ধকে জয় করা সম্ভব।
৫. কখনো যদি জানতে চাও, তোমার উপর আমার ভরসা কতটা আছে, তবে উত্তর হবে, সীমাহীন।
৬. স্বার্থ ছাড়া ভালোবাসা,
খারাপ সময়ে সঙ্গ দেওয়া,
ভালো সময়ে উৎসাহ দেওয়া,
এক তুমিই ছিলে এমন আমার জীবনে
তাইতো বলি উপরওয়ালার দেওয়া সেরা উপহার তুমি।
৭. সত্যিকারর্থে তোমার যা প্রাপ্য সেটা কোনো প্রশংসা করে দেওয়া সম্ভব নয়। প্রশংসা তো শুধু কয়েকটা বাক্য আর নাম মাত্র। তোমার যা প্রাপ্য সেটা এটা থেকেও অনেক বেশি কিছু।
৮. প্রিয় নিজের মনকে এমনভাবে প্রস্তত করো যাতে অন্যের মুখে তোমার প্রশংসা থাকে, এবং তোমার মনেও অন্যের জন্য প্রশংসনীয় ভাব থাকে। তাহলেই তোমার প্রশংসা থাকবে সবার মুখে মুখে।
৯. তোমার প্রশংসা সারাজীবন করলেও আমার খারাপ লাগবে না, কারণ যে প্রশংসা পাওয়ার যোগ্য তার প্রশংসা করতে কারোর কখনো খারাপ কিছু অনুভূত হয়না। বরং এতে মনে প্রশান্তি আসে।
১০. প্রিয়তম/প্রিয়তমা কখনোই নিজের প্রশংসা পাওয়ার চেষ্টা কোরো না, নিজের কর্মের দিকে সবসময় নজর দাও। তাহলেই কর্মফল হিসেবে তুমি সোনার প্রশংসা পাওয়ার যোগ্য হয়ে উঠবে।
১১. নিজের প্রশংসা নিজে করিও না, এতে সবার কাছে গ্রহণযোগ্যতা হারাবে। নিজেকে প্রস্তুত করো অন্যের প্রশংসা পেতে।
১২. প্রশংসা নামক সুমধুর শব্দটি অর্জন করতে কর্ম এর উপরে নজর দাও প্রিয়, ভালো কর্মের ফল ভালোই হয়।
বন্ধুরা এই ছিল প্রিয়তম / প্রিয়তমার প্রশংসা সম্পর্কিত কয়েকটি কথা, ক্যাপশন, ডাইলগ, উক্তি, স্ট্যাটাস। আশা করছি ভালো লেগে থাকবে, আর্টিকেলটা শেষ করছি এইটুকুতেই। আল্লাহ হাফেজ।