আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় পাঠক পাঠিকা ভাই ও বোনেরা ফিরে এলাম আবারো গ্রাথোর নিয়ে লেখা কবিতার চতুর্থ পর্বে। এই পর্বেও অনুরোধ থাকবে কবিতাটি যথাযথ অধ্যয়ন পূর্বক অনুধাবন করার। তাহলে শুরু করা যাক……
“গ্রাথোর তুমি আছো বলেই আজ লিখছি তোমার কথা
গ্রাথোর তুমি আছো বলেই আজ শিখছি বাস্তবতা”
“নিজের যত মনের কথা লিখছি আপন মনে
পড়ছে সবাই মনোযোগে পড়ছে জনে জনে”
“এইযে শোনো ভাই বোনেরা আসবে গ্রাথোরে?
লেখ না ভাই একটি কাব্য তব অন্তর জুড়ে “
“এমন সম্মান এমন দান পাবেনা কোথাও ভাই
শিখে যাও দেখে যাও গ্রাথোরের অবদান”
“পাবে শিক্ষা দেবে দীক্ষা গ্রাথোর ডট কম
লাগবে ভালো দেখবে তুমি ফ্রেশ একদম”
“কত কাব্য কত গল্প নব্য লেখকের
গ্রহণ করে নাও না তুমি সভ্য জগতের”
“কখনো দেশ কখনো বিদেশ আপডেট সব খবর
কোথায় পাবে? এমন তথ্য, তাইতো গ্রাথোর অমর”
“নবীন প্রবীণ দেখোরে ভাই লিখছে গ্রাথোরে
তুমিও তাই আসো না ভাই একটি বার ঘুরে”
“জ্ঞান সমুদ্রের উৎস আমি খুজে পাই এই খানে
অসাধারণ সব গল্প লেখনী গ্রাথোরের অবদানে”
“সত্য নিষ্ঠ ন্যায়ে বলিষ্ঠ নীতিমালা যে তার
তাইতো আমি বিমোহিত, হচ্ছি বারে বার”
“খেলার খবর মেলার খবর পাচ্ছি ক্ষনে ক্ষনে
বাস্তবতা পাচ্ছিও বটে সব লেখকের মনে”
“গ্রাথোর ছিলো এই সমাজের ভুলের সমাধান
গ্রাথোর ছিলো বলেই আজ ফিরে পাচ্ছি মান”
“গ্রাথোর আমার দিয়েছে মান দিয়েছে বহু অর্থ
গ্রাথোর বলেই দিচ্ছে সুযোগ পর করে সব স্বার্থ”
“ফুল বাগানের ফুলভ্রমর একটাই আছে ধরায়
সেই তো শুধু পরিচিত মোর গ্রাথোর আছে সহায়”
“মন দিয়ে ভাই কাজ করো তাই গ্রাথোর ডটকমে
বদল হয়ে যাবে রে জীবন অর্থ রবে জমে’
“আশার বাণী শুনাই তোমার জানাই তোমার সালাম
একবার যদি লেখ তুমি ভাই যোগ্যমানের কলাম”
“কপি নয়, লিখবে তুমি তোমার প্রজ্ঞার জোরে
পাবে সম্মান, পাবে অর্থ মেধা বিনিয়োগ করে “
“জীবন মোদের ধন্য হবে গ্রাথোরের অবদানে
নেই চিন্তা নেই কোন ভয় ভাসবে তুমি মানে”
“গ্রাথোর ছিলো সব মানবের, মনের সিংহাসনে
এখনো আছে, থাকবে সকল গুনীজনের মনে”
“লেখা দিয়ে রাঙিয়ে দাও ভরাও তোমার মন
দেখবে তুমি পাবে সম্মান, বন্দনা সর্বজন”
“সর্বশেষে একটি কথা আকুল আবেদন
একটি একাউন্ট করনা ভাই পাবে বিনোদন”
সুপ্রিয় পাঠক-পাঠিকা ভাই ও বোনেরা, গ্রাথোর কে নিয়ে লেখা কবিতার চতুর্থ পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে প্রকাশ করবেন।
পাশাপাশি পরবর্তী পর্ব অর্থাৎ শেষ পর্ব দেখা এবং পড়ার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি।।
আল্লাহ হাফেজ