আমরা অনেকেই লেখালেখি করে আয় করার স্বপ্ন দেখছি। কিন্তু চাইলেই কি আমরা সবকিছু ঠিকঠাক করতে পারি। আমরা চাইলে সবকিছু হতে পারব না। কিছু হতে চাইলে, আপনার যোগ্যতা থাকাটা একদম কমন ব্যাপার। আপনি চাইলেই বিজ্ঞান নিয়ে লিখতে পারবেন না। চাইলেই আপনি কোন সাহিত্যিক হতে পারবেন না। এর জন্য থাকতে হবে আপনার প্রতিভা। আপনার মধ্যে যদি প্রতিভা থাকে তবে আপনি সেই প্রতিভাকে বিকশিত করার মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে পারবেন। তবে মন খারাপ করার কিছু নেই। আমরা একটু সচেতন হলেই অল্প মেধা দিয়ে অনেক কিছু করতে পারি। ঠিক তেমনি একটি টপিক হচ্ছে আজকের টপিক।
আপনি লিখতে চান কিন্তু আপনার লেখালেখি খুব ভালো জানেন না। তবে মজার ব্যাপার হচ্ছে আপনাকে আর লেখালেখি কিংবা সাহিত্যিক প্রতিভা থাকতে হবে না। আপনি চাইলেই এখন লেখক হতে পারবেন। একদম সোজা এবং সিম্পল একটা বিষয়। আপনাকে তেমন মেধা ও খাটাতে হবে না।তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনি তাহলে কিভাবে লেখালেখির জগতে আসবেন। নিচের স্টেপগুলো স্টেপ বাই স্টেপ পড়তে থাকুন।
কি বিষয় নিয়ে লিখবেন: বর্তমানে অনেক বিষয় নিয়ে অনলাইনে মোটামুটি অনেক মানুষই লিখছেন। তারা শুধু লিখছেন না মোটামুটি ভালই ইনকাম করছেন। এখন কথা হচ্ছে যারা লেখালেখি করতে জানেন না তারা কিভাবে এখানে লেখালেখির মাধ্যমে উপার্জন করতে পারবেন। আজকের এই টিপসটি আপনাকে নতুন এক ভুবনে নিয়ে যাবে। যেখানে আপনি ভালো বাংলা সাহিত্যিক কিংবা সাহিত্যে খুঁটিনাটি বিষয়ে বলি না জানলেও,, ইনকাম করতে পারবেন। তাও আবার লেখালেখি করে।
বিষয় নির্বাচন: আপনাকে সর্বপ্রথম নির্বাচন করতে হবে বিষয়। কারণ আপনি অন্য কোন বিষয়ের উপর লিখতে পারবেন না। কারণ আপনি হয়তো বাংলা কিংবা ইংরেজি কিংবা ইন্টারনেট কিংবা প্রযুক্তি সম্পর্কে ধারনা নাই। বিষয়গুলো একটু জটিল। এসব বিষয়গুলি নিয়ে লিখতে হলে প্রচুর জ্ঞানের দরকার। যা সব মানুষের অর্জন করা একটু কঠিন। তবে আপনি চাইলেই সহজ বিষয় বলে নিয়েও লিখছেন মোটামুটি ভালোই ইনকাম করতে পারবেন।আমি নিচে সেই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করলাম। আমার আপনার সকলের উপকারে আসবে।
আজকাল আমরা কমবেশি সবাই বিনোদন নিয়ে মাতামাতি করি। আর এই বিনোদনই হতে পারে আপনার একমাত্র পছন্দের বিষয়। বর্তমানে অনলাইনে বিনোদন নিউজ অনেক গুরুত্বপূর্ণ। আপনি চাইলেই বিনোদন নিয়ে হাজার হাজার আটিকেল লিখতে পারবেন। যারা ইন্টারনেটে খুবই জনপ্রিয়। বিনোদনের বিভিন্ন বিষয়ে বলি আমরা খুব সহজেই বিভিন্ন জায়গায় দেখতে পাই। কেউবা টিভি দেখি/কেউবা মুভি দেখতে পছন্দ করি/কেউবা নাটক/কিংবা জনপ্রিয় কোন সিরিয়াল।
এখন ভেবে দেখুন এই বিষয়গুলি সম্পর্কে আমরা অটোমেটিকভাবে জেনে যাচ্ছি।এখন মজার বিষয়টি হচ্ছে আপনি নিজের অজান্তেই এমন একটি বিষয় সম্পর্কে জেনে যাচ্ছেন যা আপনি নিজেই বুঝতে পারছেন না। এখন একটু খেয়াল করবেন।
আপনার এই ছোটো ছোটো বিনোদনভিত্তিক কিছু নলেজ কে আপনি আপনার অনলাইন ইনকামের সোর্স হিসেবে বেছে নিতে পারেন। ইনকামের দিক থেকে বিনোদনমূলক আর্টিকেলগুলো কোন অংশে কম নয়। বর্তমানে এক জরিপে দেখা গেছে বিনোদন ভিত্তিক আর্টিকেলের ভিউয়ার সবচেয়ে বেশি। আপনি এই অপার সম্ভাবনা ও সুযোগ কে কাজে লাগিয়ে যেকোন মানুষ ইচ্ছে করলে এখান থেকে খুব ভালো পরিমাণ ইনকাম করতে পারবে।
এবার আসা যাক বিনোদনের কি কি বিষয় নিয়ে লিখবেন:
খুব সহজ একটি বিষয়। যা আমরা সকলেই জানি। বিনোদন এর ভিতরে যতগুলো ফিচার আছে তা অন্য কোন বিভাগের ভিতর নেই। আপনি বিনোদনের যে সব ফিচার নিয়ে অথবা যে কোন সাবজেক্ট নিয়ে লিখবেন তা আমি লিস্ট করে বর্ণনা করেছি।
- বিনোদন ভিত্তিক বিভিন্ন খবর।
- তারকাদের জীবনী
- তারকাদের ব্যক্তিগত মতামত
- বিভিন্ন টিভি সিরিয়াল
- জনপ্রিয় সব মুভির স্ট্যাটাস
- রিভিউ
- হট নিউজ
- বিভিন্ন তারকা’র বিভিন্ন পছন্দ অপছন্দ
- তারকাদের লাইফস্টাইল
- তারকাদের অতীত জীবন
- বিভিন্ন মুভি থেকে জনপ্রিয় উক্তি
- বিভিন্ন নাটকের চরিত্র ও তার বর্ণনা
- ছবির পরিচালক সম্পর্কে কিছু অজানা তথ্য
- ছবিগুলো বা মুভি গুলো কি কি ওয়েব সাইটে পাওয়া যাবে
- বিভিন্ন জনপ্রিয় ওয়েব সিরিজের তথ্য
- ইন্টারনেট এবং অনলাইনে কি কি বিষয় গুলো ভাইরাল হয় তারকাদের
- কার ফলোয়ার কত বেশি এবং কম
- বিভিন্ন মুভি অথবা টিভি সিরিজে অজানা তথ্য
- ব্লকবাস্টার কিংবা হিট পরিসংখ্যান
এমন হাজার হাজার টপিক আপনি আপনার নিজেই মাঝে খুঁজে পাবেন। আর বর্তমানে অনলাইনে এসব বিষয়ের প্রতি মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। সুতরাং আপনি বিনোদনের এই সাবজেক্ট থেকে বেছে নিলে এর থেকে আপনি অনেক অনেক বেশি আর্টিকেল লিখতে পারবেন। এবং বিনোদন গুলো প্রতিনিয়ত ঐ আপডেট হয়। যখনই কোন নতুন বিনোদনের সৃষ্টি হয় তখনই সেখান থেকে নতুন নতুন আইডিয়া নিয়ে আর্টিকেল লিখে ফেলুন। দেখবেন খুব তাড়াতাড়িই আপনি একজন জনপ্রিয় বিনোদন কনটেন্ট রাইটার হয়ে গেছেন। খুব সহজেই এগুলো থেকে আপনি প্রচুর পরিমাণ অনলাইন ইনকাম করে নিতে পারবেন। একটা সময় দেখা যাবে বিনোদন নিয়ে একমাত্র হট নিউজ।
যা আপনাকে আপনার সাফল্যের পর্বতমালা য় নিয়ে যাবে। এখানে আপনাকে তেমন মেধা খাটাতে হবে না। থাকতে হবে না কোন যোগ্যতা। শুধু কিছু তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সেই তথ্যপত্র গুলো সঠিকভাবে উপস্থাপন করবেন। খুব সহজেই এখান থেকে আপনি ভালো পরিমাণ আয় করতে পারবেন। যাকে অনেকেই বলে থাকেন আয় আয় আয় ইনকামের সবচেয়ে সহজ রাস্তা যা পান্তা ভাতের মতো সহজ। সুতরাং আর দেরি না করে এখন থেকেই শুরু করে দিন আপনার লেখালেখির স্বপ্নপূরণের অপূর্ণ ইচ্ছাগুলোকে। তাহলে বোঝা গেল আপনি খুব ভালো সাহিত্যিক কিংবা কবি না হলেও আপনার জন্য বিনোদন রাইটিং রাইটার হওয়া খুব সহজ। যা একদম পান্তা ভাতের মত সোজা।
বিনোদন আর্টিকেল গুলো কোথায় সাবমিট করবেন:
বাংলাদেশের এখন প্রায় ওয়েবসাইটগুলোতে বিনোদন বিভাগ থাকে। আপনাকে আগে ওয়েবসাইট গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।আপনাকে খুঁজে দেখতে হবে কোন কোন ওয়েবসাইট গুলো বিনোদনের জন্য সেরা।সেইসব ওয়েবসাইটগুলোতে আপনি আপনার লেখা অতি সহজেই পোস্ট করতে পারবেন।কারণ বিনোদন নিয়ে লেখালেখি গুলো খুব তারাতারি একসেপ্ট করা হয়।
কোথায় লিখবেন:
- অনলাইন নিউজ পোর্টাল গুলোতে
- বিভিন্ন ওয়েবসাইটে
- বিভিন্ন অনলাইন ভিত্তিক পত্রপত্রিকায়
- বিভিন্ন ম্যাগাজিন
- সোশ্যাল মিডিয়ায়
এগুলো ছাড়াও আপনি আরো অনেক জায়গায় লিখতে পারবেন। আপনি চাইলে কিছু ব্লগ ওয়েবসাইটে লিখতে পারেন। কারণ বিনোদন বিভাগটি অনেক ভালো ভালো ব্লগ ওয়েবসাইটে দেওয়া আছে। এবং সেখানে অভিনন্দন বিভাগটি অনেক জনপ্রিয়।আপনি চাইলেও সেখানেও লেখালেখি করে মোটামুটি একটু ভালো পরিমাণ আয় করতে পারেন।
বিনোদন বিভাগ আছে এমন ওয়েবসাইট:
- বাংলাহাব
- টপ নিউজ অল
- জে আই টি
- আগাছা
- ডিজিটাল বাংলা
হয়তো আপনি চাইলেই প্রথমেই সব বিভাগে আর লিখতে একটু কষ্ট হবে। তবে আপনি খুব সহজেই যদি লেখালেখি করতে চান তবে আপনি বেছে নিতে পারেন খুব ভালো মানের একটি সাইট। নতুনদের জন্য এটি হতে পারে মাস্টার সাইট। এ সেটের ভিউয়ার এবং ফলোয়ার সংখ্যা সবচেয়ে বেশি। আর তাছাড়া খুব ভালো মানুষকে করে থাকেন। আর্টিকেল আর্টিকেলের জন্য যারা টাকার চিন্তা করেন তারা এই সাইটে লিখতে পারেন। প্রতিটি আর্টিকেলের জন্য আপনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেমেন্ট পাবেন।
ওয়েবসাইটটি আপনি গুগলে সার্চ দিলে খুব সহজে আপনার ইনবক্সে চলে আসবে।
Grathor.com. খুব ভালো মানের একটি ওয়েবসাইট।এখানে রয়েছে হাজার রকম বিভাগ সেখান থেকে আপনি বিনোদন বিভাগ টি বেছে নিতে পারেন। এখানে বিনোদন অথবা রিভিউতে আপনি ভাল আর্টিকেল লিখতে পারবেন। এবং সে আর্টিকেল এর বিনিময়ে আপনি কিছু টাকা উপার্জন করতে পারবেন।সুতরাং এখন একথা একদম পরিষ্কার যে বিনোদন লেখালেখির মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করা যায় এবং এটি একদম সহজ একটি প্রক্রিয়া। যাকে এক কথায় বলা যায় পান্তা ভাতের মতো সহজ। তাই আজ থেকেই শুরু করুন আপনার লেখালেখির নতুন দুনিয়া।