প্রেম ও ভালোবাসা এক নয়, ভালোবাসা শব্দকে এক শব্দে কখনোই সংজ্ঞায়িত করা সম্ভব নয়। সৃষ্টির সূচনা এই ভালোবাসা থেকেই তাই ভালোবাসাকে উপেক্ষা করে কোনো সৃষ্টি কে কল্পনা করা অসম্ভব। ভালোবাসাকে বুঝতে হলে ধরা যাক কোনো বৃহৎ অট্টালিকার কথা যেটার মূলে রয়েছে ইট, বালি, সিমেন্ট। এরা একে অপরের সাথে যুক্ত হয় বন্ধনের মাধ্যমে। এই বন্ধন এলো কোথা থেকে? হ্যাঁ এই বন্ধন কেই ভালোবাসা রুপে যদি আমরা মনে করি তবে বলা যায় তা থেকেই সৃষ্টি হয় অট্টালিকা।
ভালোবাসার প্রকৃত অর্থ হতে পারে ভালো থাকা।আমরা যখন কারো প্রেমে পড়ি তখন আমরা ঐ মানুষটার বিশেষ ভালো কিছুর প্রেমে পড়ি।হতে পারে সেটা মায়াবী চাহুনি কিংবা কথা বলার ধরন কিংবা কোনো গুন।কিন্তু যখন আমরা কাউকে ভালোবাসি তখন সেটা হয় ভালো খারাপ মিলিয়ে। প্রেম যখন তখন যে কারো যাথে হতে পারে কিন্তু ভালোবাসা কোনো হঠাৎ ঘটা বিষয় নয়। লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাসী ব্যাক্তি আমার সাথে তর্কে জরাতে পারো, কিন্তু আমি বলবো সেটা নিছক তাদের নিজের ভাবনা।
যদি হঠাৎ ঘটা প্রমকে ভালোবাসা মনে করা হয় তবে আমি বলবো সেটার স্থায়িত্ব খুব বেশীদিন সম্ভব নয়। ভালোবাসা হচ্ছে দীর্ঘদিন দূরে থাকলেও ভুলতে না পারার অনুভুতি। যে অনুভুতি তুমি দূরে বা কাছে যেখানেই থাকুননা কেন অনুভব করতে পারো। ভালোবাসায় উত্থান থাকে, থাকে পতন আর থাকে ব্যার্থতা বরণ করে আগলে রাখা। যখন কাউকে সত্যি কারের ভালোবাসা হয় তখন তার শরীর না ছুয়েও ভালোবাসা যায়।
হৃদয়ে কম্পন তোলার জন্য ভালোবাসার মানুষটার উপস্থিতিই যথেষ্ট। হাজার ঘাত প্রতিঘাত সহ্য করে যে তোমার হাত ছাড়েনা সেই তোমায় সত্যিকার অর্থে ভালোবাসে। বিরহ বরণ করার ক্ষমতা যার নেই তার জন্য ভালোবাসা নয়। না পুড়লে সেটা কিসের ভালোবাসা?
প্রেম আসে বাহ্যিক প্রকাশনা থেকে আর ভালোবাসা আসে হৃদয়ের অন্তস্থল থেকে। তবে তুমি কি করে বুঝতে পারবে যে তুমি প্রেমে পড়েছো নাকি ভালোবেসেছো?
সেটা বোঝার জন্য কতগুলো উপায় রয়েছে যা তোমরা নিজেরাই বুঝতে পারবে। যখন আমরা কাউকে সত্তিকার ভালোবাসি তখন আমাদের তার থেকে কিছু পাবার আসা থাকেনা বরং তাকে স্বর্বস্ব উজার করে ভালো রাখার সুখে রাখার ইচ্ছা জাগে। তবে শুধু ভালোবাসলেই চলেনা সেই ভালোবাসাকে চিরস্থায়ী করতে উভয়কেই কিছুনা কিছু ত্যাগ শিকার করতে হয়। অনেকের কাছে ভালোবাসা মনে বদ্ধ শিকল আবার কারো কাছে মুক্ত পাখির মতো বিচরণ।
প্রকৃত অর্থে ভালোবাসাতে কোনো কষ্টই কষ্ট মনে হয়না কারন ভালোবাসার মানুষের জন্য কিছু করতে পারলে নিজেকে মনে হয় ধন্য।প্রেমিকার শরীরে হাত ছুইয়ে দিয়ে প্রেমের জানান দেয়া হয়তো সহজ কিন্তু সেই শরীরে ব্যাথা পেলে সেবা করে সুস্থ করাটাই ভালোবাসা।প্রেমিকের খালি পকেট দেখে তার থেকে দূরে সরে যাওয়াটা ভালোবাসা নয় বরং সেই পকেট ভর্তির যুদ্ধে পরস্পর সামিল হওয়াই ভালোবাসা।
তবে সব কিছুর পর একটা কথা সত্তি যে সীমাহীন ভালোবাসাও কখনো কখনো রঙ বদলায়। তবে সেই বদলে কি আদতে ভালো থাকা যায়? ভালোবাসা হারালে মানুষ হয় নীড়হারা পাখি। আপন আলয়ে সে হয় যাযাবর।এতোকিছু বরণ করার ক্ষমতা যার নেই আমি তাকে বলবো ভালোবেসোনা।প্রেমে পড়ো তাতে অন্তত কষ্ট কম পাবে। তবে সবকিছুর পরও ভালোবাসা সত্য, সুন্দর ও পবিত্র।