আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে এমন একটা টিপস নিয়ে আসছি যেটা আমরা সচরাচর সবাই মনে মনে ভাবি। কিভাবে ক্লাসে ট্রপার হওয়া যায়। আপনি যদি ক্লাসে ট্রোপার হতে চান তাহলে আপনাকে শুধু মাত্র ৫টি উপায় মেনে পড়াশোনা করতে হবে। চলুন তাহলে দেখা যাক উপায় গুলো কি কি।
১.প্ল্যানিং: ভালো ছাত্র ছাত্রীরা সবসময় এই প্ল্যানিং ব্যাপার টা মেনে চলে। তারা সবসময় প্ল্যানিং মত পড়াশোনা করে। যেমন ধরুন আপনি মাসে সপ্তাহে বা দিনে কোন কোন বিষয় পড়বেন এবং কতক্ষণ ধরে পড়বেন এই প্ল্যান টা আপনাকে সবার আগে করে নিতে হবে। এতে আপনি সময় ও বেশি পাবেন। আমরা অনেকেই আছি যারা ভাবী যেভাবে চলছে সেভাবেই চলুক। প্ল্যান করে পড়ার দরকার নেই। কিন্তু না আমাদের সবাই কে সবার আগে পড়াশোনার নিয়ে প্ল্যানিং করে তারপর পড়তে বসা উচিত।
২.ভালো স্টুডেন্ট দের সাথে বন্ধুত্ব করা: একটা কথা আছে সৎ সর্গে সর্গবাস অসৎ সর্গ সর্বনাশ। আপনি যদি খারাপ স্টুডেন্ট দের সাথে মেশেন বা বন্ধুত্ব করেন তাহলে আপনি প্রতিযোগিতা করে পড়তে পারবেন না। তারাও পড়বে না আপনাকেও পড়ার জন্য উৎসাহ দিবে না। তাদের থেকে আপনি কিছু শিখতে পারবেন না। আপনি যদি ভালো স্টুডেন্ট দের সাথে বন্ধুত্ব করেন তাহলে দেখবেন তারা যখন প্রতিদিন কার পড়াশোনা প্রতিদিন করবে আর তাদের সাথে থেকে আপনি পড়াশোনা করছেন না এইটা আপনার ভালো লাগবে না তখন অটোমেটিক্যালি আপনার পড়ার প্রতি মনোযোগ আসবে এবং আপনি তাদের থেকে ভালো কিছু শিখতে পারবেন। তাদের থেকে পরামর্শ নিতে পারবেন।
৩.বুঝে পড়া: ট্রপার স্টুডেন্ট দের একটু বড় গুণ তারা কখনোই না বুঝে পড়েনা। না বুঝে পড়লে ওই পড়া কখনোই তাড়াতাড়ি মুখস্ত হবে না এবং অনেক ক্ষন পড়ার পর মুখস্ত হলেও কিছুদিন পর ওই পড়া আপনার আর মুখস্ত থাকবে না। আপনি যতটুকুই পড়েন না কেনো আপনি যদি বুঝে পড়েন তাহলে আপনি একজন ভালো স্টুডেন্ট তালিকায় নাম লিখাতে পারবেন। তাই সবসময় বুঝে পড়া দরকার।
৪.প্রশ্ন করতে হবে: আমরা এমন অনেকেই আছি যারা একটা বিষয় না বুঝলে সেইটা এড়িয়ে চলি। কিন্তু ভালো স্টুডেন্টরা কখনোই সেটা এড়িয়ে যায়না। তারা যতখন সেইটা বোঝে না ততক্ষণ স্যার দের কাছে প্রশ্ন করে। আপনি যদি না বুঝে হা হা করে তাহলে ওই বিষয় টা আপনি কখনোই বুঝতে পারবেন না। তাই স্যার যখন একটা বিষয় বোঝাবে এবং আপনি সেই বিষয় টা বুঝতে পারবেন না তখন অবশ্যই আপনাকে প্রশ্ন করতে হবে। তাহলে বিষয় টা ক্লিয়ার হইয়ে যাবে।
৫. নিজের পরীক্ষা নেওয়া: আপনি কতটুকু পড়লেন,কতটুকু পড়া মনে রাখতে পারছেন সেইটা জানা খুবই জরুরি। আর সেইটা জানার একমাত্র পথ হচ্ছে পরীক্ষা নেওয়া। আপনি মাসে কিন্তু সপ্তাহে একবার নিজের পরীক্ষা নিন। সেইটা হতে পরে আপনি যেখানে কোচিং করেন সেখানে বা নিজের বাড়িতে প্রশ্ন খুঁজে খুঁজে বের করে একটা প্রশ্ন তৈরি করে আপনি একটা পরীক্ষা নিতে পারলেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যা পড়বেন সেইটা কি আপনি মনে রাখতে পারছেন বা কতটুকু মনে রাখতে পারছেন।
বন্ধুরা এই ৫টি উপায় মাথায় রেখে যদি আপনি পড়াশোনা করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি ভালো স্টুডেন্ট দের মধ্যে একজন হইয়ে যাবেন। আপনরা সবাই চাই ভালো রেজাল্ট করতে আর তার জন্য আমাদের এই কয়টা উপায় মেনে চললেই ভালো স্টুডেন্ট হওয়া সম্ভব। তাহলে দেরি না করে এখন থেকে এই উপায় গুলো মেনে পড়াশোনা শুরু করে দিন। একদিন আপনি সফল হবেন।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।