আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। বর্তমান সময়ে আমরা সবাই আমাদের এন্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্যবহারে অনেকটাই বেশি আগ্রহী। কিছু কিছু ক্ষেত্রে মোবাইলে ইন্টারনেট ব্যবহার কম্পিউটার কেও হার মানায়। কারণ বর্তমানে মোবাইল ফোন যতটা সহজলভ্য কম্পিউটার সবার কাছে ততটা সহজলভ্য নয়। যাইহোক উভয় ক্ষেত্রে আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি।
আর এই ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার ব্যবহার করি। গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স এই নাম দুটি ওয়েব ব্রাউজার জগতে বেশ জনপ্রিয় দুটি নাম।
গুগলের নিজস্ব ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ব্যাপকভাবে বিস্তৃত। তবে মজিলা ফায়ারফক্স কোন অংশেই কম যায় না। মজিলা ফায়ারফক্স কম্পিউটারে যে রকম ব্যবহার উপযোগী আমাদের এন্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও এটি ঠিক সেইরকম ব্যবহার উপযোগী।
আমরা সবাই মজিলা ফায়ারফক্স কে এর বিশেষ প্রিভেসি প্রটেকশন এর জন্য ব্যবহার করে থাকি। কারণ মজিলা ফায়ারফক্স অন্যান্য সকল ব্রাউজারের তুলনায় গ্রাহকদেরকে একটি বিশেষ প্রিভেসি প্রটেকশন প্রটোকল প্রদান করে থাকে।
অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোর ক্ষেত্রেও এর কোন ব্যতিক্রম নয়। আর আমরা হয়তো অনেকেই জানি না মোবাইলের সকল ওয়েব ব্রাউজারে কম্পিউটারে থাকা ওয়েব ব্রাউজার গুলোর মত এক্সটেনশন ব্যবহার করা যায় না।
যার এক্সটেনশন সম্পর্কে ভালোভাবে ধারণা রাখে তারা খুব সহজেই বুঝতে পারবে ওয়েব ব্রাউজার কে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এক্সটেনশন কিরকম ভূমিকা পালন করে থাকে। কম্পিউটারের গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করতে সক্ষম হলেও এন্ড্রয়েড ফোনে গুগল ক্রোম কোনমতেই এক্সটেনশন সাপোর্ট করে না। কিন্তু মজিলা ফায়ারফক্সের বেলায় তা সম্পূর্ণ ভিন্ন কথা।
এন্ড্রয়েড ফোনের খুব কম ওয়েব ব্রাউজার আছে যারা আলাদা আলাদাভাবে এক্সটেনশন ব্যবহার করতে সক্ষম। মজিলা ফায়ারফক্স তাদের মধ্যে অন্যতম একটি ওয়েব ব্রাউজার যাতে আপনারা খুব সহজেই এক্সটেনশন ব্যবহার করতে সক্ষম হবেন। মজিলা ফায়ারফক্স এর মধ্যে আমরা এক্সটেনশন গুলোকে Add-ons হিসেবে চিনি। কিন্তু কিভাবে আপনি এই এক্সটেনশন গুলোকে আপনার এন্ড্রয়েড ফোনের মোবাইল ব্রাউজারে ইন্সটল করে ব্যবহার করবেন আজকে সেই তথ্যই আপনাদেরকে দিতে চলেছি।
মজিল্লা ফায়ারফক্স অ্যান্ড্রয়েড ওয়েব ব্রাউজার এক্সটেনশন যোগ করার নিয়ম:
১. সর্বপ্রথম মজিলা ফায়ারফক্স ব্রাউজার প্রবেশ করুন।
২. মেনু অপশনটিতে ক্লিক করুন।
৩. তারপর Add-ons অপশনটিতে প্রবেশ করুন।
৪. সেখানে আপনি বিভিন্ন ধরনের এক্সটেনশন দেখতে পাবেন। যেকোনো এক্সটেনশন এর উপর ক্লিক করলেই আপনি সেই এক্সটেনশন এর কাজ সম্পর্কে বুঝতে পারবেন। এখন আপনার প্রয়োজনীয় কাজের জন্য যে এক্সটেনশনটি আপনি যোগ করতে চান সেটির পাশে থাকা(+) চিহ্নটি ক্লিক করুন।
৫. এক্সটেনশনটি আপনার ওয়েব ব্রাউজারে যুক্ত হয়ে গিয়েছে। এখন আপনি আপনার প্রাইভেট ব্রাউজিং অপশনটি ব্যবহার করে আপনার এক্সটেনশন কে কাজে লাগাতে পারবেন।
আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।