আসসালামু আলাইকুম /সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন আল্লাহর রহমতে।
আজকের বিষয়বস্তু হলো শিক্ষা তথা পড়ালেখা সম্পর্কে।
যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।
একটা জাতিকে উন্নত হতে হলে তার শিক্ষা গ্রহণ করা অবশ্যক। তাই শিক্ষার বা পড়াশোনা/পড়ালেখার কোন বিকল্প নেই। এ পৃথিবীতে জানার কোন শেষ নেই। যতকিছু জানবো আমরা সবই মনে করবো পড়া লেখা/শোনা।একটা মেধাবী শিক্ষিত জাতি পেতে হলে শিক্ষা গ্রহণ করা অবশ্যক।মেধাবী জাতি এমনি এমনি তৈরি হয় না। রেজাল্ট ভাল হলেই একজন মেধাবী তৈরি হয়ে যায় না।
মেধাবীরা অবশ্যই পড়ালেখা করে ও চর্চা করে।আসলে মেধাবী তারাই যারা মানুষের ন্যায় আচরণ করে।
আসলে মানুষের উপরটা দেখে বিচার করা যায় না সে কেমন!
তাই কথায় আছে, “Never Judge a book by its cover” -কখনো বিচার করো না উপরটা দেখে,ভেতরটা দেখে মানুষকে চেনার চেষ্টা করো।নেপোলিয়ন বলেছিলেন, “তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব।”
তাই একজন শিক্ষিত মায়ের দায়িত্ব তার সন্তানের উপর।এমনকি একজন শিক্ষিত মা ই পারে একটা শিক্ষিত জাতিকে গড়ে তুলতে।একটা অশিক্ষিত জাতি সমাজের জন্য যতটা ভয়ঙ্কর ততটা ভয়ঙ্কর একজন ভবিষ্যৎ জাতির ক্ষেত্রেও।
প্রসঙ্গত,
আমাদের আজকের বিষয় হচ্ছে “একাদশ-দ্বাদশ শ্রেণীর(এইচ.এস.সি} ইতিহাস প্রথম পত্র (প্রথম অধ্যায়) প্রশ্নত্তোর 2022 “
১ম অধ্যায়ঃ ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনঃইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা-
★জ্ঞানমূলকঃ-
১)প্রশ্নঃদেওয়ানি সনদের নামে কে বাংলার সম্পদ লূণ্ঠনের জন্য একচেটিয়া ক্ষমতা লাভ করে?
উঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
২)ভারতে ব্যবসা বাণিজ্যের জন্য কোন কোন ইউরোপীয় জাতির আগমণ ঘটে?
উঃভারতে ব্যবসা বাণিজ্যের জন্য পর্তুগীজ,ডাচ,দিনেমার,ইংরেজ ও ফরাসি প্রভৃতি ইউরোপীয় জাতির আগ্মন ঘটে।
৩)প্রশ্নঃ ভারতবর্ষের ন্যায় কোথা এতো প্রচুর ও সস্তা খাদ্যদব্য দেখা যায় নি- উক্তিটি কার?
উত্তরঃ মরোক্কের বিখ্যাত পর্যটক ইবনে বতুতার।
৪)প্রশ্নঃ রবার্ট ক্লাইভ কে ছিলেন?
উঃ রবার্ট ক্লাইভ ছিলেন ইংরেজ সেনাপতি।
৫)প্রশ্নঃ পর্তুগিজরা কত সালে হুগলিতে উপনিবেশ গড়ে তোলে?
উঃ১৫৭৯সালে
৬)প্রশ্নঃ ডুপ্লে কে ছিলেন?
উঃ ডুপ্লে ছিলেন ফরাসি সেনাপতি।
৭)প্রশ্নঃ ভাস্কো- দা-গামা কত সালে ভারতের কালিকট বন্দরে আসেন?
উঃ ১৪৯৮সালে
৮ ) ফরাসিরা সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে?
উঃ সুরাটে।
৯) ফরাসিরা সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে?
উঃ সুরাটে।
★অনুধাবনমূলকঃ
১)প্রশ্নঃদেওয়ানি বলতে কি বোঝায়?
আসলে দেওয়ানি বলতে রাজস্ব বিষয়ক দপ্তরকেই বোঝায়।
মূলত ১৭৬৫ সালে রবার্ট ক্লাইভ ভারতীয় উপমহাদেশে আগমন করে এলাহাবাদে একটি চুক্তি স্বাক্ষর করেন। বাৎসরিক ২৬ লাখ টাকার বিনিময়ে
নাজিমউদ্দৌলাকে বাংলার রাজস্ব আদায়ের দায়িত্ব কোম্পানির উপর ন্যস্ত করতে বাধ্য করেন।আর এভাবে কোম্পানি দেওয়ানি লাভ করে রাজস্ব বিভাগের পূর্ণ কর্তৃত্ব স্থাপন করে। যা দেওয়ানি নামে পরিচিত।
২)★★
প্রশ্নঃ অন্ধকূপ হত্যা বলতে কি বোঝায়?
উঃনবাব সিরাজ-উদ্দৌলার কলকাতা অভিযানের প্রারম্ভে হলওয়েলের কতিপয় ইংরেজ কর্মচারী ফোর্ট উইলিয়ামে বন্দি হন।তার ঐতিহাসিক হলওয়েলের বর্ণনা মতে জানা যায়,নবাব ১৪৬ জন ইংরেজ বন্দিকে ১৮`×১৪` আয়তন বিশিষ্ট এক ক্ষুদ্র অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রাখেন।
জুন মাসের প্রচন্ড গরমে এ ক্ষুদ্র পরিসরে ১৪৫ জন ইংরেজ বন্দির মধ্যে ১২৩ জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। হলওয়েল কতৃক প্রচারিত এ কাহিনি ”অন্ধকূপ হত্যা” নামে পরিচিত।
তবে আধুনিক ঐতিহাসিকগন মনে করেন এ ঘটনা কল্পিত কাহিনি মাত্র।
★★★
৩)উঃনবাব সিরাজ- উদ-দ্দৌলার প্রধান সেনাপতি ও আলীবর্দী খাঁর ভগ্নিপতি।
প্রশ্নঃ আলীনগর সন্ধি বলতে কি বোঝায়?
উঃ নবাব সিরাজ- উদ-দৌলা চারদিকে ষড়যন্ত্রের বেড়াজাল লক্ষ করে ইংরেজদের সাথে অপমান জনক সন্ধি করতে বাধ্য হন।আর এ সন্ধিই আলী নগর সন্ধি নামে পরিচিত।
★★★★
৪)প্রশ্নঃ ‘ছিয়ান্তরের মনন্তর ‘- বলতে কি বোঝায়?
উঃ বাংলায় ১৭৭০ সালে যে দুর্ভিক্ষ দেখা দেয় তা ‘ছিয়াত্তরের মনন্তর’ নামে পরিচিত। ১৭৭০ সালের পর পর দু’বছর অনাবৃষ্টি ও খরার ফলে এক প্রচন্ড দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেয়। যেখানে আস্ত মানুষ তথা মৃত মানুষকে ভক্ষণ করা হতো খাদ্য সংকটের কারণে।তাছাড়া তখন মানুষের মরে যাওয়াটা ছিল স্বাভাবিক।এছাড়াও ঐতিহাসিকরা মনে করেন যে “প্রথমে যারা মারা যায় শতে শতে, এরপরে হাজারে হাজারে,তারপর লাখে লাখে এবং অগণিত(যা হিসাব করা যায় না)।”
মূলত কোম্পানির দ্বৈত শাসনের কুপ্রভাবই হলো এ দুর্ভিক্ষের মূল কারণ।
★★★★★
৫)ডাচ বা ওলন্দাজ অধিবাসীর ভারতবর্ষে আগমন সম্পর্কে লিখ?
উঃহলেন্ডের অধিবাসীরা ডাচ বা ওলন্দাজ নামে পরিচিত। ডাচরা ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি ‘ গঠন করে ১৬০২ সালে ভারতবর্ষে আসে। কিন্তু বিদারার যুদ্ধে ইংরেজদের হাতে তাদের শোচনীয় ভাবে পরাজয় ঘটে।
ফলে ডাচদের বাণিজ্যিক সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যায় এবং ১৮০৫ সালে ভারতবর্ষ ত্যাগ করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া চলে যায়।
৬)উঃ দিনেমার নামে অবহিত করা হয় ‘ডেনমার্কের অধিবাসীদের ‘।
তারা বানিজ্য করার জন্য ‘ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠন করে এবং ভারতের তাঞ্জোর জেলার ত্রিবাঙ্কুরে ও বাংলার শ্রী-রামপূরে বানিজ্য কুঠি স্থাপন করে।১৮৪৫ সালে ইংরেজদের নিকট বানিজ্য কুঠি বিক্রয় করে ভারতবর্ষ ত্যাগ করে।যার ফলে দিনেমাররা সফলভাবে বানিজ্য করতে ব্যর্থ হয়।
★★★★★★
৭)প্রশ্নঃসম্রাট লুই ‘ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ‘ কত টাকা ঋণ প্রদান করে?
উঃ ৩০ লক্ষ টাকা।
প্রশ্নঃ ইংরেজ কর্মকর্তা জব চার্নকের দূরদর্শিতা -ব্যাখ্যা কর।
ইংরেজ কর্মকর্তা জব চার্নক ছিলেন অত্যন্ত দূরদর্শিতাসম্পন্ন মানুষ।
ভারতবর্ষে বানিজ্য বৃদ্ধির পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬৮৬ সাল থেকে রাজ্য স্থাপন ও শাসনের স্বপ্ন দেখতে শুরু করে। ফলে এ বছরই ইঙ্গ-মুঘল সংঘর্ষ হয় এবং ইংরেজরা বাংলা থেকে বিতাড়িত হয়।এ পরিস্থিতিতে জব চার্ণক ইঙ্গ-মুঘল আপোস-মীমাংসার চেষ্টা করে অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দেন।তবে তার দূরদর্শিতার ফলেই কলকাতা নগরীর পতন হয় ও সেখানে ফোর্ট উইলিয়াম দূর্গ প্রতিষ্ঠিত হয়।যা ইংরেজদের সফলতার সহায়ক ছিল।
★★★★★★★
৮)প্রশ্নঃ মীরজাফরকে বিশ্বাস ঘাতক বলা হয় কেন?
পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতকতা করার জন্য মীর জাফরকে বিশ্বাস ঘাতক বলা হয়।
বাংলায় ক্ষমতা দখলের উদ্দেশ্যে নানান কূটকৌশলের আশ্রয় নেন ও
পলাশীর যুদ্ধক্ষেত্রে তিনি বাংলা স্বাধীনতা রক্ষার মিথ্যা শপথ করেন।এমনকি নবাবের সৈন্যবাহিনীকে পরাজিত করার জন্য তিনি ইংরেজদের পক্ষ অবলম্বন করেন।যার কারণে তাকে বিশ্বাস ঘাতক বলা হয়।
★★★★★★★★
৯)প্রশ্নঃ পর্তুগিজদের কেন পতন হয়েছিল?
উঃ ★ভারতীয়দের জোরপূর্বক খ্রিস্টধর্মে দীক্ষিত করা।
★★আগমনের পর দূর্নীতিপরায়ণ হয়ে ওঠা।
★★★স্থানীয় ব্যবসায়ীদের নিকট হতে অধিক শুল্ক অাদায় ছাড়াও দাস ব্যবসায় লিপ্ত ও অপহরণ সহ বিভিন্ন অপরাধে লিপ্ত হলে মুঘল সম্রাট শাহজাহান হুগলি থেকে বিতাড়িত করলে তাদের পতন শুরু হয়।এছাড়া অর্থনৈতিকভাবে দূর্বল হওয়ার কারণে তাদের পতন অনিবার্য হয়ে ওঠে।