এ রোগটি যত তাড়াতাড়ি সেরে ফেলা যায় ততই আমাদের ভালো।তবে রোগটা নিয়ে আমাদের কিছু প্রচলিত কথা আছে সেগুলো বর্জন করতে হবে অনেকে মনে করেন জন্ডিস হয়েছে তাই এখন বেশি বেশি ফলের রস ও পানি খেতে হবে এবং হলুদ মরিচ খাওয়া যাবে না।এটা সম্পুর্ন ভুল,আমি বলবো জন্ডিস হলে রোগীকে হলুদ,মরিচ,তরিতরকারি,মাছ-মাংস ইত্যাদি স্বাভাবিক খাবার খেতে দিন।ফল ডাবের পানি,আখের রস ইত্যাদি খাওয়াবেন না।ঘন ঘন গোসল করাবেন না।জনমনে আরও কুসংস্কার রয়েছে যেমনঃনাকে নস্যি দেয়া কিংবা লতাপাতা খাওয়ানো এসব চিকিৎসার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই।নাকে নস্যি দেয়ার ফলে অনেকে মারাত্মক সংকটাপন্ন অবস্থায় পরেছেন এরকম অনেক নজির আছে।জন্ডিস হওয়ার ১ থেকে ২ সপ্তাহের মধ্যে যদি রোগের লক্ষন ভালো না হয়,তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহন করবেন।জন্ডিস হওয়ার পর কেউ অস্হিরতা অস্বাভাবিক আচরণ করলে বা অজ্ঞান হলে,এটা মারাত্মক জরুরি অবস্থা।তাকে অতি দ্রিত হাসপাতালে ভর্তি করতে হবে।
অনেকেই জানেনা লাউয়ের উপকারিতা
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন. আজকে আপনাদের সামনে একটি নিত্য প্রয়োজনীয় ফলের উপকারিতা সম্পর্কে বলবো. লাউ...