আসসালামু আলাইকুম
২০১৯ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ৩১শে ডিসেম্বর প্রকাশ হবে।
⭐⭐এজন্য পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথেই সবাই ইন্টারনেটে তা দেখতে চায়।
🌟🌟কিন্তু ইন্টারনেটে পরীক্ষার ফলাফল উন্মুক্ত করে দেয়া হয় দুপুর ২টার পরে। এর আগে এসএমএসের মাধ্যমে মোবাইল ফোনে রেজাল্ট দেখার অপশনটি উন্মুক্ত করে দেয়া হয় দুপুর ১২টার পরে।
⭐⭐মার্কশিট সহ পরীক্ষার ফলাফল দেখা যায় বিকেল ৪টার পর।
⭐⭐সুতরাং বলা যায় জেএসসি রেজাল্ট দেখা যাবে তিনটি পদ্ধতিতে।
👉১)নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে
👉২) মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে
👉৩) অনলাইনে
আজকে আমি দুই টি পদ্ধতিতে দেখিয়ে দিবো
তো শুরু করা যাক।
👉👉প্রথম লিংক নিচে দেওয়া হলো:
http://www.educationboardresults.gov.bd/
👉👉পদ্ধতি-২ মোবাইলে এস এম এস এর মাধ্যমে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি
➳👉👉মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে
JSC===== JSCবোর্ডের নামের প্রথম ৩
অক্ষর রোল নাম্বার সাল আর পাঠিয়ে দাও
16222 নাম্বারে।
উদাহরণ: JSC Din 641322 2018
JDC===== JDCবোডের নামের ৩ অক্ষর রোল নাম্বার সাল আর
পাঠিয়ে দাও 16222 নাম্বারে।
উদাহরণ: JDC Din 641322 2018
চার্জ: ২ টাকা প্রতি SMS (সম্পূরক শুল্ক, ভ্যাট ও প্রযোজ্য)
ধন্যবাদ
Subscribe our YouTube Channel