আচ্ছালামুয়ালাইকুম ভিওয়ারস। আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভাল আছেন.
আমাদের এন্ড্রয়েড মোবাইলে এমন কিছু সিস্টেম আছে যা আমরা অনেকেই জানিনা. আপনি যদি এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানা খুবই প্রয়োজন. এন্ড্রয়েড মোবাইল কেমন খারাপ কাজে আসে তেমনি ভালো কাজে আসে. আপনি চাইলে এন্ড্রয়েড মোবাইল দিয়ে অনেক কিছুই করতে পারেন যা মোবাইল ছাড়া কখনোই সম্ভব না. ভালো এবং খারাপ দুইটাই আপনার হাতে. তাই আজকে এন্ড্রয়েড মোবাইলের একটি ভালো এবং খুব প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলবো. এটা আপনাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারী একটা ট্রিক্স.
বন্ধুরা অনেক সময় দেখা যায় আপনাদের মোবাইলের কোনো গুরুত্বপূর্ণ নাম্বার ডিলিট হয়ে গেছে কিন্তু আপনি সেই নাম্বারটা এখনো খুঁজে পাচ্ছেন না. যে কারণে আপনি খুব বিপদে পড়েছেন, আবার দেখা যায় যে আপনার অনেক পুরনো একটা বন্ধুর নাম্বার আপনার মোবাইলে ছিল কিন্তু যেকোনোভাবে নাম্বারটা ডিলিট হয়ে গেছে এখন আপনি আপনার বন্ধুর সাথে যোগাযোগ করতে পারছেন না এই নাম্বারের জন্য এবং আপনার বন্ধু কোথায় থাকে সেটাও আপনি জানেন না তো বন্ধুরা এরকম অনেক সময় দেখা যায় যে কোন ডক্টরের নাম্বার আপনার মোবাইলে সেভ আছে প্রয়োজনের সময় সেই নাম্বারটা পাবেন না হয়তো নাম্বারটা যেকোনোভাবে ডিলিট হয়ে গেছে. বন্ধুরা আজকের এই ট্রিক্স এর মাধ্যমে আপনারা আপনার মোবাইল থেকে যে কোন ডিলিট হওয়া নাম্বার মুহুর্তের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, তার জন্য বন্ধুরা আপনাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে আপনার মোবাইলে, আপনারা প্লে স্টোরে চলে যাবেন সেখানে সার্চ করবেন deleted contacts অ্যান্ড্রয়েড এর লোগো দেওয়া একটা অ্যাপস চলে আসবে প্রথমে সে অ্যাপসটা ওপেন করবেন তারপর কন্টাক্ট পারমিশন দিয়ে দিবেন দেওয়ার পর আপনার মোবাইলের কন্টাক্ট গুলো শো করবে সাথে দেখতে পাবেন ডিলিটেড নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করার পর দেখবেন আপনার মোবাইলে যত নাম্বার ছিল সব শো করতেছে. তারপর উপরে দেখতে পাবেন থ্রি ডট একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন তারপর রেস্টোর এ ক্লিক করবেন তারপর আপনার মোবাইলের সমস্ত নাম্বার চলে আসবে.
অ্যান্ড্রয়েড মোবাইলে Phone storage থেকে এসডি কার্ডে Apps ট্রান্সফার করার উপায়
আপনি যখন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে একটি নতুন অ্যাপ ইনস্টল করার চেষ্টা করেন এবং "Not Enough Space" সতর্কতা পপ আপ দেয়,...