আসসালামুয়ালাইকুম বন্ধুরা,আশা করি আপ্নারা অনেক অনেক ভালো আছেন।
বন্ধুরা আমরা তো সবাই মোবাইল ব্যবহার করি আমরা মোবাইলের সাথে আর একটি জিনিস ব্যবহার করি সেটি হলো মেমোরিকাড যার ভেতরে আমাদের দৈনন্দিন জীবনের তথ্য রেখে দিই। আমরা মেমরিকাডের মাধ্যমে আমদের মোবাইলে গান শুনতে এবং দেখতে পাই। আর মেমরিকাড আমাদের কিনতে হয় টাকা খরচ করে। মেমরিকাডের বিভিন্ন আকারে হয়ে থাকে যেমন ‘১, ২, ৪,৮,১৬,৩২,৬৪ জিবি মেমরি কাডের আকার হয়ে থাকে, কিন্তু আজকের পোষ্টটি যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনি ১০০ জিবি মেমরি কাড একদম ফ্রিতে পেয়ে যাবেন।
১০০ জিবি মেমরিকাড নেওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে।
প্রথমে নিচের লিংকে ক্লিক করে ১০০ জিবি মেমরি ডাউনলোড করে নিন।
100GB Memory Card:https://play.google.com/store/apps/details?id=com.degoo.android
ডাউনলোড করার পর সবাই ইন্সটল করবেন।
ইন্সটল করার পর ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর আপনার সামনে একধরনের ইন্টারফেজ আসবে। আপনার কাছে যদি কোন পারমিশন চাই তাহলে আপনি permission Allow করে দিবেন। এবার আপনার সামনে একটি সাইন আপ পেজ আসবে। পারলে আপনি সাইন আপ করে নিবেন। আর যদি আপনি সাইন করতে না পারেন তাহত আপনার গুগোল একাউন্ট দিয়ে লগিন করে নিবেন।
এবার আপনি ১০০ জিবি মেমরি পেয়ে যাবেন। এই মেমরি আপনি ইন্টারনেট কানেকশন এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। যেমন আপনার কোন গোপনীয় তথ্য বা ডকুমেন্ট রাখার জন্য আপনার মোবাইলে উপযুক্ত জায়গা নেই তখন আপনি এই মেমরি ব্যবহার করতে পারেন।
ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর বিশেষ করে আপনাকে বেশি ধন্যবাদ যে এই পোষ্টটি মন দিয়ে পড়েছেন।