আজকে আমি আপনাদের বলব আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অনেকেই দেখতে চান যে আপনি কোন মাসে কত সাবস্ক্রাইবার পেলেন।
তাই আজকে আমি আপনাদের বলবো আপনি আপনার চ্যানেলে কোন মাসে কত সাবস্ক্রাইবার পেলেন সেই বিষয়টা আজকে আমি আপনাদের দেখাবো এবং বলবো।
তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পোস্ট পরতে থাকুন।
বন্ধুরা এটি করার জন্য আপনাদের সর্বপ্রথম একটি এপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে youtube studio সরাসরি অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ডাউনলোড করার পর ওপেন করার পর আপনাদের ইউটিউব একাউন্ট দিয়ে লগইন করবেন।
তারপর একদম কোনায় দেখতে পারবেন তিন দাগ দেওয়া আইকন আছে সেই আইকনের উপর ক্লিক করে দিবেন তারপর Analytics এর উপর ক্লিক করে দিবেন তারপর একটু নিচে যাবেন সেখান থেকে Subscribers এর উপর ক্লিক করে দিবেন।
তারপর দেখতে পারবেন ওপরে দেখতে পারবেন last 28 days সিলেক্ট করা আছে।
আপনি যে মাসের সাবস্ক্রাইবার টা দেখতে চাচ্ছেন সেই মাসটা সিলেক্ট করে দিবেন।
তাহলে দেখতে পারবেন আপনাদের মোট এই মাসে কত হয়েছে সেটা একদম ভালো ভাবে দেখতে পারবেন। কোন কিছু বুঝতে সমস্যা হলে নিচের ছবিগুলো লক্ষ্য করুন ↓ ↓ ↓
তো বন্ধুরা এভাবে মূলত আপনি আপনার চ্যানেলে কোন মাসে কত সাবস্ক্রাইবার আসছে সেইটা দেখতে পারবেন।
তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসলামুআলাইকুম।
কোন মাসে কত সাবস্ক্রাইবার হল দেখুন, মাত্র ১ মিনিটে দেখে নিন আপনার চ্যানেলে কোন মাসে কত সাবস্ক্রাইবার আসছে