আপনার ফোনের ব্যাটারি রক্ষা করতে কতগুলো বেস্ট টিপ্স,অবশ্যই দেখবেন কাজে আসবে।

আসসালামু আলাইকুম, তো কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশিই ভালো আছেন।আজকে পোস্টে আলোচনা করব কিভাবে আপনি আপনার স্মার্টফোনের ব্যাটারির স্বাস্থ্য ঠিক রাখবেন।আপনার ব্যাটারি যেন ঠিক থাকে আর কখনো নস্ট না হয় সে ব্যাপারে কতগুলো টিপ্স দেব, যা ফলো করলে আপনার ফোনের ব্যাটারি একদম সুস্থ থাকবে।তাহলে চলুন শুরু করা যাক।

 

  • কতগুলো টিপ্স আপনাকে এক্ষেত্রে ফলো করতে হবে।যেমন ধরুন,আপনি চার্জিং য়ে লাগিয়ে ফোন চালাতে পারবেন না।
  • কতগুলো এপ ইউজ করলে এমনিতেই ফোন গরম হয়ে যায়।বিশেষ করে সেসকল এপ যেগুলোর স্পেস ১৫০ এম বি এর অধিক।বিশেষ করে বিভিন্ন ধরনের গেম।যা অনেক সময় পর্যন্ত খেললে মোবাইলের ব্যাটারি অনেক গরম হয়ে যায়।কাজেই গেম খেলা যাবে,তবে দিনে ২ ঘন্টার বেশি নয়।কেননা সকল প্রকারের গেম আপনার ফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর।
  • আপনার ফোনের ব্যাটারির স্বাস্থ্য প্রতিদিন পরিক্ষা করতে একটী এপ ইন্সটল করলে পারেন।এপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
  • আপনার ফোনের ব্যাটারি রক্ষা করতে দিনে একটু পর পর চার্জ দিলেও ভালো।কিন্তু অনেক ক্ষন ধরে চার্জিংয়ে লাগিয়ে রাখবেন না।
  • আমরা অনেকেই রাতে ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে ফেলি।এতে চার্জ ১০০% হওয়ার পরও চার্জ হতে থাকে।অনেক ফোনে এমনো সিস্টেম থাকে যে ১০০% চার্জ হলেই চার্জিং অটোমেটিক বন্ধ হয়ে যাবে।কাজেই অইসব ফোন ব্যতীত অন্যান্য ফোনে সারা রাত চার্জে না লাগিয়ে রাখাই ভালো।
  • ফোন কখনো গরম হয়ে গেলে,ফোন চালানো অব্যাহত না রেখে আমাদের উচিত ফোনটাকে রেখে দেয়া।
  • কিছু কিছু এপ, যেমনঃ ফেসবুক,ক্ল্যাশ অফ ক্ল্যান্স,ফ্রি ফায়ার,ম্যাসেঞ্জার প্রভৃতি এপ অনেক চার্জ খরচ করে।অই সব এপ ইউজ করার পর স্লিপ মোডে রাখা উচিত।এতে ব্যাটারির উপর কোনো প্রভাব ফেলবে না।
  • এক ফোনের চার্জার দিয়ে অন্য ফোনের চার্জ দেয়া উচিত নয়।কেননা এক এক ফোনের চার্জার এক এক রকম ভোল্টেজ বিদ্যুৎ প্রদান করে,যা অই নির্দিস্ট ফোনের জন্য প্রযোজ্য।কাজেই অন্য মডেলের ফোনের জন্য তা প্রযোজ্য নাও হতে পারে।
  • ফার্স্ট চার্জার বা আপনার মনে হয় যে চার্জার দিয়ে ফোন দ্রুত চার্জ হয়,সেসব চার্জার দিয়ে চার্জ না দেয়াই ভালো।
  • অনেকক্ষণ চার্জিংয়ে লাগিয়ে রাখলে অই ফোনের ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে।কাজেই তা না করাই ভালো।  

মোট কথা আপনার ফোনের ব্যাটারির প্রতি আপনাদেরকে যত্নবান হতে হবে।কাজেই আমাদের কে সচেতন হতে হবে।ব্যাটারি ফোনের একটি অবিচ্ছেদ্য অংশ।কাজেই একে রক্ষা করা আমাদের উচিত।

তো আজ এপর্যন্ত।দেখা হবে অন্য আরেক পোস্টে।তো সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন।

 

সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।খোদা হাফেজ।                  

Related Posts