হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভাল আছেন।
আজকে আমি আপনাদের বলব আপনারা যারা ইউটিউবে কাজ করেন মানে ইউটিউব এ কনটেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য আজকের পোস্টটি।
কেননা আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আপনারা অনেকগুলো সেটিংস দেখতে পান আজকে আমি তারি মধ্যে থেকে ৪ টি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো সেই সেটিংসগুলো আপনাদের অবশ্যই অবশ্যই জানা দরকার।
তো বন্ধুরা, এই পোস্টটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়েন তাহলে আপনি নিশ্চয়ই পরে ভাববেন যে এই সেটিংস গুলো আমাদের জানা অবশ্যই প্রয়োজন কারণ খুবই খুবই গুরুত্বপূর্ণ ৪ টি সেটিংস।
তাই বন্ধুরা বার বার বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই পোস্টটি পড়তে থাকুন।
তো বন্ধুরা আপনারা হয়তো ক্লাসিক ভার্সনটি অথবা বেটা ভার্সন দিয়ে যেকোন একটার মাধ্যমে আপনারা ভিডিও আপলোড করে থাকেন।
তো বন্ধুরা আমি আপনাদের ক্লাসিক দিয়েই বলবো কারণ ক্লাসিক সহজ সবাই ক্লাসিক ব্যবহার করেই ভিডিও আপলোড করে থাকে তো বন্ধুরা ক্লাসিকে আপনার যখন ভিডিও আপলোড করেন তখন এডভান্স সেটিং এ যাবেন।
তো বন্ধুরা আরেকটি কথা আজকে আমি আপনাদের অ্যাডভান্স সেটিং এরই ৪ টি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো তো বন্ধুরা সর্বপ্রথম এডভান্স সেটিং এ যাওয়ার পর সর্বপ্রথমে অপশন দেখতে পারবেন allow comments সেখানে টিক মার্ক দেওয়া থাকবে সেটা যদি আপনি উঠিয়ে দেন তাহলে আপনার ওই ভিডিওতে কমেন্ট অপশন থাকবে না মানে ওই ভিডিওতে আর কেউ কমেন্ট করতে পারবে না তো বন্ধুরা এটাই ছিল ১ নাম্বার সেটিংস ।
এখন বলবো ২ নাম্বার সেটিংস ২ নাম্বার সেটিংস হলো আপনি দেখতে পারবেন user can only rating this video নামক একটি অপসন আছে সেই অপসনটি অন করা থাকবে আপনারা সেইটা অফ করে দিবেন।
অফ করে দিলে আপনার ভিডিও এর লাইক এবং ডিসলাইক কেও দেখতে পারবে না। মানে লাইক এবং ডিসলাইক হাইড হয়ে জাবে। তো বন্ধুরা এইটা ছিলো আমাদের ২ নাম্বার সেটিংস।
এখন বলবো ৩ নাম্বার সেটিংস এর কথা ৩ নাম্বার সেটিংস হচ্ছে ওইখানে আপনারা দেখতে পারবেন যে Allow embedding নামক একটি অপশন আছে সেই Allow embedding অপশনটি যদি আপনারা ঐখান থেকে অফ করে দেন তাহলে আপনি যখন ফেসবুকে আপনার ভিডিওর লিংকটি শেয়ার করবেন তখন আপনার ভিডিওটি বড় thamnail আকারে শো করবে ফেসবুকে। তো বন্ধুরা এটা ছিল আমাদের ৩ নাম্বার সেটিং।
এখন আপনাদের বলবো ৪ নাম্বার সেটিংস এর কথা তো বন্ধুরা এই সেটিংস টি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস আপনারা দেখতে পারবেন video language নামক একটি অপশন আছে সেই video language আপনাদের ইংলিশ করা থাকবে ওইখান থেকে আপনাদের ভিডিও এর ভাষাটা সিলেক্ট করতে হবে মানে বাংলা ভাষা হলে বাংলা ইংলিশ ভাষা হলে সিলেক্ট করতে হবে যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে।
এটাই ছিল আমার ৪ নাম্বার সেটিংস।
তো বন্ধুরা সর্বশেষে আপনারা কি করবেন নিচে থেকে save changes একটি অপসন আছে সেই save changes এর উপর ক্লিক করে দিবেন তাহলে আপনাদের এইগুলা সেভ হয়ে যাবে।
তো বন্ধুরা আশা করি আজকের এই ৪ টি সেটিংস আপনাদের খুবই ভালো লেগেছে এবং জারা ইউটিউবে কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটিংস।
তো বন্ধুরা আজকে এপর্যন্ত আসসালামুয়ালাইকুম।