❤আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহর❤
আশা করি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।আপনাদের সবাই কে স্বাগতম জানাচ্ছি আরো একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষনীয় পোস্টে।সবাই সম্পূর্ণ পোস্ট টা পড়বেন।আশা করি পোস্ট টি সবার ভালো লাগবে। এখন মূল কথায় আসি।
আজ আমি অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আলোচনা করব। উড়ছে বাংলাদেশ দেখছে বিশ্ব।বিশ্বকাপ ক্রিকেট এ দারুণ ফর্মে আছে বাংলাদেশ। এখন পযন্ত একটি ম্যাচ ও হারে নি বাংলাদেশ। এ যেন অন্য রকম বাংলাদেশ। পরপর জয় তুলে নিচ্ছে এক এর পর এক।শুধু পাকিস্তান এর সাথে বৃষ্টিতে ম্যাচ ড্র থাকে। আর সবগুলো ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ।বাংলাদেশ পরাজিত করে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড কে।এবং পাকিস্তান এর সাথে ড্র নিয়ে নিজেদের গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ।
নিজেদের ৪ র্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলত নামে বাংলাদেশ। প্রথম এ ব্যাট করতে নেমে ৩ ফিফটি তে ভালো একটা লাড়াকু পুঁজি পায় বাংলাদেশ।পুরো ৫০ ওবার ব্যাট করে ৫ টি উইকেট হারিয়ে ২৬১ রান করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার হয়ে কোন বোলার ই ভালো করতে পারেনি।পিকো ২ টি ও টাইন তুলে নেয় একটি উইকেট। বাংলাদেশ এর হয়ে তানজিদ, শাহাদাত, তৌহিদ করেন ৫০ উর্দু করে রান করে। এসব মিলেয়ে ২৬১ রান এর পুঁজি পায় বাংলাদেশ।জবাবে ২৬২ রান এর টার্গেট এ ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পরে দক্ষিণ আফ্রিকা।১০০ রান এর মতো করতেই হারিয়ে ফেলে টপ অর্ডার এর ৫ জন ব্যাটসম্যান। বাউফোর্ট একাই লড়তে থাকে বাংলাদেশের বিপক্ষে। অপর পাশে আশা যাওয়ার মিছিলে থাকে বাকি ব্যাটসম্যানরা।
**চূরান্ত স্কোরকার্ড
সম্পূর্ণ স্কোর কার্ডঃ-👇👇👇
বাংলাদেশ :- ২৬১/৫
দক্ষিণ আফ্রিকা:-১৫৭/১০
১.ব্যাটিং স্কোর বাংলাদেশঃ-👇👇
রান বল
তানজিদ :- ৮০ ৮৪
শাহাদাত :- ৭৪ ৭৬
২.বোলিং স্কোর আফ্রিকা -👇👇
রান ওবার উইকে.
পিকো :-৪১ ১০ ২
টাইন :-৪৬ ৯ ১
৩.ব্যাটিং স্কোর দক্ষিণ আফ্রিকাঃ-
রান বল
বাউফোর্ট :- ৬০ ৯১
জোনথার্ন :- ৩৫ ৩৯
৪.বোলিং স্কোর বাংলাদেশঃ-👇👇
রান ওবার আউট
রাকিবু :- ১৯ ৯.২ ৫
সাকিব :- ৪১ ৭ ২
- আশা করি পোস্ট টি সবার ভালো লেগেছে। পোস্ট টি তে যদি কোন ভুল থেকে থাকে। অথবা লিখায় কোন ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আপনাদের যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় বা কোন কিছু জানার থাকে কমেন্ট করবেন। অবস্যই আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবার জন্য। এবং আরো ভালো ও গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের সাথে থাকবেন।কথা হবে পরবর্তী কোন এক পোস্টে।আল্লাহ হাফেজ।