অনেকেই লেখালেখি করতে ভালোবাসে৷ অনেকেই আবার লেখালেখিকে তার পেশা হিসেবে নিয়েছে৷ সাধারণত সবাই কম্পিউটারেই তাদের লেখালেখির কাজ করে থাকে৷ কিন্তু অনেকেরই নিজেস্ব কম্পিউটার থাকে না অনেকেই কম্পিউটার ব্যবহার করতে পারে না৷ যার ফলে অন্যকে টাকা দিয়ে লেখালেখির কাজগুলো করাতে হয়৷ আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার অ্যান্ড্রোয়েড ফোনের মাধ্যমেই সেসকল কাজ করতে পারেন৷ তাই আজ আপনাদেরকে লেখালেখি করার জন্য সেরা ৫টি অ্যাপ সম্পর্কে বলবো৷
১৷ WPS Office
আপনার ফোনে WPS Office থাকা আর আপনার কাছে মাইক্রোসফ্ট অফিস থাকা একই কথা৷ এই অ্যাপটির মাধ্যমে আপনি ডমুমেন্ট তৈরি করতে পারবেন, এক্সেলের কাজ করতে পারবেন, পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবেন৷ তাছাড়া আপনি আপনার তৈরিকৃত ফাইলটিকে পিডিএফ হিসেবে সংরক্ষণ করতে পারবেন৷ আপনি তাইলে যেকোনো ডকুমেন্ট স্ক্যানও করতে পারবেন৷ আমি এই লেখাটি WPS Office এর মাধ্যমেই লিখছি৷ তাড়াছা আপনি চাইলে বিভিন্ন ধরনের টেমপ্লেট ডাউনলোড করে ব্যবহীর করতে পাকবেন৷ এই অ্যাপটার দুটো অপশন আছে এক হলো ফ্রি আর অন্যটা হচ্ছে প্রিমিয়াম যা ক্রয় করতে হয়৷ আপনার কীজের সব কিছু ফ্রি অপশনেই পেয়ে যাবেন৷
২৷ Microsoft Word
সেরা লেখালেখি অ্যাপগুলোর মধ্যে মাইক্রোসফ্ট ওয়ার্ড অন্যতম৷ এর মাধ্যমে আপনি সেই সকল কাজ করতে পারবেন যা আপনি কম্পিউটারের মাইক্রোসফ্ট ওয়ার্ডে করতে পারতেন৷ এই অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ৷ আপনি চাইলে আপনার কম্পিউটার এর সাথে এটা কানেক্ট করতে পারবেন৷ যার ফলে আপনাকে কাজ করার জন্য আপনার ল্যাপ্টপ কে সাথে নিয়ে যেতে হবে না৷ এটা স্ক্যানার ও আছে যার সাহায্যে আপনি যেকোনো ডকুমেন্ট আপনার ফোন কেমেরার মাধ্যমে স্ক্যান করে নিতে পারবেন এবং ডকুমেন্ট আকারে সংরক্ষণও করতে পারবেন৷
৩৷ iA Writer
এই অ্যাপটি দীর্ঘদিন আইওএস এবং ওএসএক্স ডিভাইসগুলোতে জনপ্রিয় ইডিটরের জায়গা দখল করে ছিল৷ এটি অ্যান্ড্রোয়েডে যাত্রা শুরু করে ২০১৫ সালে এবং খুব কম সময়েই বিপুল জনপ্রিয় হয়ে উঠে৷ এর ফিচারগুলোর মধ্যে অন্যতম কিছু ফিচার হচ্ছে- সম্পূর্ণ মার্কডাউন ব্যববার করা যায়, ড্রপবক্স এবং গুগল ড্রাইভ থেকে ফাইল এক্সপোর্ট-ইনপোর্ট করা যায়৷ তাছাড়া বিভিন্ন ফর্মেটে ফাইল সংরক্ষণ করা যায়৷
৪৷ Inkredible
সৃজনশীল লেখকদের জন্য এই অ্যাপটি খুবই উপকারি৷ যারা মনে করেন যে টাইপ করার চেয়ে হাতের লেখার থেকে ভালো কিছুই নেই তাদের জন্যই এই অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার নিজের হাতেই লিখতে পারবেন টাইপ করতে হবে না৷ এর মাধ্যমে লেখকরা একটা বড় স্ক্রিন পায় যাতে তারা সহজেই লিখতে পারে৷ এটা ব্যবহার করতেও অনেক সহজ৷
৫৷ ColorNote Notepad Notes
নাম দেখে বুঝে গিয়েছেন যে এটা একটি নোট রাইটিং অ্যাপ৷যারা ছোট ছোট নোট লিখেন তাদেরকে এটা খুব সাহায্য করবে৷ এটার মাধ্যমে আপনি অ্যপ ওপেন না করেই লিখতে পারবেন৷ তাছাড়া অন্য সব নোট রাইটিং অ্যাপের তুলনায় এটির ফিচার বেশি ভালো৷
ভিডিও কথা বলতে চান? তাহলে এখনি এই এপ্লিকেশন টি ডাউনলোড করুন।
আসসালামুয়ালাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা?আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এবং আপনারা সবাই অনেক সুস্থ্য আছেন। আপনাদের সুস্থ্যতা...