হেল ফ্রেন্ড কেমন আছেন।আশা করি ভালো ।আপনাদের ওনেকেই হয়ত আছেন ।যারা একজন ইউটিউবার হওয়ার সপ্ন দেখেন।কিন্তু কিভাবে একজন সফল ইউটিউবার হবেন তা জানেন না ?তাহলে চলুন যেনে নেওয়া যাক একজন সফল ইউটিউবার হওয়ার উপায়।সফল ইউটিউবার হতে হলে আপনাকে আবশ্যই কিছু জিনিস মেনে চলতে হবে । ১.আপনি সততার সাথে ইউটিবে কাজ করবেন। ২.নিজের পরিশ্রম ও বুদ্ধি দিয়ে ইউটিউবে কাজ করবেন। ৩.ইউটিবে যারা সফল হইয়েছে তাদের ভিডিও কেন এত ভাইরাল সেই বিষয় গুলি খেয়াল করবেন।এবং সেই মানের ভিডিও তৌ্রি করার চেস্টা করবেন। আপনি সততার সাথে ইউটিউবে কাজ করবেন ।এখন আপনার মনে প্রশ্ন আসতে পাড়ে আমি কি ভিডিও আপলোড করব ? আমি আপনাদের বলব ইউটিউবে সকল ধরনের ভিডিও আপলোড করা হয় ।তবে আপনি ভিডিও আপলোড করবেন সেই বিষয়ে যেই বিষয় এ আপনি দক্ষ ।যেমন ধরুন আপনি ভালো গান গাইতে পারেন,বা আপনি ছবি আকতে পাড়েন,বা আপনি ভালো উপস্থাপনা করতে পারেন ইত্যদি।আপনি যদি ক্যমেরার সামনে কিছু পারেন তাহলে ভালো না করতে পারলেও সমস্যা নেই।আপনি চাইলে একজন গেমার হতে পারেন।আপনি হয়ত জানেন না ইউটিউবে একজন গেমার এর মূল্য কত ? আপনি গেম খেলে সেই ভিডিও আপলড করে ইউটিউবিং করতে পারেন।আর এর মাধো্মে আপনি যেই বিষয় এই ভালো সেই বিষয় ভিডিও আপলোড করে সেই বিষয়ে আপনি প্রফেসন গড়ে তুলতে পারবেন।ফ্রেন্ড আর দেরি কেন শুরু করুন আপনার সপ্ন বাস্তবায়ন করতে কাজ।এতে আপনি সফল ইউটিউবার হওয়ার পাশাপাশি একজন সফল ক্যরিয়ার গড়ে তুলতে পারবেন।আপনার ব্রাইড ফিউচার আপনার আপেক্ষায় ।আর দেরি কেন ।আজ আমার ফ্রেন্ড আনেকেই ইউটিউবিং করে মাসে ১ লক্ষ টাকা আয় করে ।তাদের সফলতার পিছনে এক কঠিন গল্প ।ওদের পেরেন্টস রেলেটিব রা সব সময় বলত ।এতে শুধু সময় নস্ট এতে জীবন নস্ট ।ওরা ওদের পেরেন্টস ও রিলেটিদর কাছে ছিল আবহেলার পাএ।কেননা ওরা ইউটিউবিং করত নিজেদের যৌগতার উপর ।কিন্তু এটা ছিল তাদের কাছে শুধু সমইয় আপয়।কিন্তু দেখুন ওদের বড় ভাই বোন যদিও ডাক্তার ইঞ্জিনিয়ার ।তারপরেও আজ ওরা আর্থিক ভাবে নামে ওদের ভাই বোনদের চেয়ে অনেক উপরে।ফ্রেন্ড আজকে ওদের আয় ইউটিউব থেকে এক লক্ষ এর বেশি।ফ্রেন্ড এই হলো একজন সফল ইউটিউবারের সফলতার রাস্তার গল্প।ও সফল হয়ে যাওয়ার পরের গল্প সো ফ্রেন্ড আমাদের এই কথা গুলি মনে রেখে এগুতে হবে।তাহলে আপনিও হতে পারববেন একজন সফল ব্যক্তি।আল্লাহ হাফেজ ফ্রেন্ড।
গেম খেলে ইনকাম পেমেন্ট ১০০% কোনো ঝামেলা ছাড়াই
আসসালামু আলাইকুম বন্ধুরা আসা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আপনারা যারা স্টুডেন্ট বা বেকার সবসময় গেম খেলতে পছন্দ করেন বা...