আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন..? বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যাবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। ফেসবুক শুধু আড্ডা দেওয়ার মাধ্যম নয়। আপনি চাইলে ফেসবুক মাধ্যমে মার্কেটিং করে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনি যাতে ফেসবুক এ ভালো ফলাফল পান তার জন্য কিছু টিপস শেয়ার করব। আশা করি পোস্ট টি পরে আপনাদের লস হবে না।
ফেসবুক মার্কেটিং করতে হলে আমাদের এড চালাতে হয়। কিন্তু অনেক সময় এড চালিয়ে আমরা ভালো ফলাফল লাভ করতে পারি না।ফাও ফাও আমাদের ডলার গুলো খরচ হয়। কিন্তু কিছু নিয়ম ফলো করলে আমরা ফেসবুক থেকে ভালো ফলাফল লাভ করতে পারি।
টিপস..১
মনে করেন আপনি ফেসবুক এ পাঞ্জাবি সেল করবেন। এখন আপনি যখন এড চালাবেন সেখানে আপনি জেন্ডার এ পুরুষ সিলেক্ট করে দিবেন। কারন মহিলার পাঞ্জাবি কিনবে না। আবার শাড়ি সেল করলে তখন জেন্ডার এ মহিলা সিলেক্ট করে দিবেন।তাহলে আপনি ভালো ফলাফল পাবেন।এমন কিছু যদি সেল করেন যা উভয় এর প্রয়োজন তাহলে অল সিলেক্ট করতে পারেন।
টিপস..২
এবার অন্য একটা উদাহরণ দেওয়া যাক। মনে করেন আপনি কসমেটিকস সেল করবেন। আপনি জেন্ডার এ মহিলা দিলেন। কিন্তু বয়স কিছু সিলেক্ট করলেন না। এক্ষেত্রে আপনার ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা কম।সাধারণ ১৫-৩০ বছর বয়সী মহিলা বা মেয়েরা কসমেটিকস বেশি কিনবে। আপনি যদি বয়স ুর যায়গায় ১৫-২৫ দিন তাহলে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
টিপস..৩
আপনি যদি আপনার কম্পানি কিংবা কোন প্রতিস্থান প্রমোট করতে চান তাহলে নির্দিষ্ট এলাকা সিলেক্ট করে দিবেন। মনে করেন আপনি আপনার হোটেল প্রমোট করবেন তখন আপনার হোটেল যদি খুলনা হয় আপনি লোকেশন এ খুলনা দিবেন। কারন দূর এলাকা থেকে আপনার হোটেল এ ক্ষেতে আসবে না।
আপনারা যদি উপরের টিপস গুলো ফলো করেন আশা করি ফেসবুক এ ভালো ফলাফল লাভ করতে পারবেন। পোস্ট টি কেমন হয়েছে কমেন্ট এ জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ