টেকনোলজি রিলেটেড আজকে যেই টপিকটি নিয়ে আলোচনা হবে তা একটি ইন্টারেস্টিং গ্যাজেট নিয়ে।গ্যাজেটটি কেন ইন্টারেস্টিং এবং কেনই বা এটি আর্টিকেলে স্থান পেয়েছে আর কী বা এটার বৈশিষ্ট্য তা একটু পরই জেনে যাবেন।তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা।
গান শুনতে আমরা সবাই ভালোবাসি,কম বয়সী থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক, সবাই গান শুনতে ভালোবাসি। অনেকে ভালোবাসি কেবলই নিরব একটা ঘরে একলা বসে গান শুনতে,আবার এমন অনেকেই আছেন যে শুধু ঘরেই না বাইরেও কানে হেডফোন লাগিয়ে গান শোনেন।বাইরে অনেকে ব্লুটুথ বা হেডফোন লাগিয়ে গান শোনোন এতে অনেকটাই মর্ডান একটা ভাব পরিলক্ষিত হয়।আবার অনেকে নরমাল এয়ারফোনেও সারা রাস্তায় হাঁটে আর গান শুনে।যাইহোক যারা আউটডোরে হাঁটার সময়ে গান শুনতে পছন্দ করেন তাদের এই পোস্ট টা একটু হলোও পড়া দরকার, হয়তো অনেক ইন্টারেস্টিং কিছু জানতে পারবেন।।
ছবিটিতে কী দেখতে পাচ্ছেন?
শুধুই নরমাল একটা সানগ্লাস। এখন অনেকেরই হয়ত মনে প্রশ্ন আসবে যে আমি ছবি দিয়েছি সানগ্লাসের অথচ পোস্টে বলছি গান শোনার কথা,ইয়ারফোনের কথা।ব্যাপারটা এলোমোলো হয়ে গেল না?
গ্যাজেট বলেই আপনার মাথা এলোমেলো। অর্থাৎ গ্যাজেট এমন একটা যেটা দেখবেন একরকম, আর এটার কাজ আরেক রকম।ঠিক এই সানগ্লাসটির বেলাতেও তাই।এইটাকে নরমাল সানগ্লাস বললে অবশ্যই ভুল হবে।কারণ এটি নরমাল সানগ্লাস হলেও বিশেষ ফিচারসম্পন্ন।এই চশমাটি আপনি যে শুধু ফ্যাশনের জন্য ব্যবহার করবেন তা নয়,এটির দ্বারা আপনি গান ও শুনতে পারবেন!!অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো। অর্থাৎ একই সাথে আপনি ফ্যাশনও নিতে পারছেন আবার গানও শুনতে পারছেন।নরমাল ইয়ারফোনের তারের ঝামেলা হয়তো রাস্তায় কিছুটা অস্বস্তি বোধ করাবে,কিন্তু এই চশমা পড়লে তেমন কোন ঝামেলাতেই পড়তে হবে। আপনি সুন্দরমতো গান শুনতে পারবেন।
আর এই ফ্রেম দ্বারা আপনি HD Sound Quality পাবেন,ফলে গান শুনতেও স্বাচ্ছন্দ বোধ করবেন।এটি ওয়ারলেস প্রযুক্তি(ব্লুটুথ, ওয়াইফাই)দ্বারা আপনার ফোনে কানেক্টেড হবে।চশমাটিতে একটি বাটন আছে যেখানে ক্লিক করে ফোন কল রিসিভ করতে পারেন,গানও পরিবর্তন করতে পারেন।এটিতে Google Assistant ও রয়েছে।সুতরাং বুঝতেই পারছেন কতটা চমকপ্রদ এটি। Google Assistant এর মাধ্যমে আপনি যে গান শুনতে চান সেই গানের নাম উচ্চারণ করলে চশমাটি আপনাকে তাই শোনবে।শুধু তাই নয় কোন প্রশ্ন জিগ্যেস করলেও এর উত্তর জেনে যাবেন সহজেই,তবে এইক্ষেত্রে মোবাইলের ডাটা অন থাকা লাগবে। এছাড়া আপনি নরমাল ভাবে আপনার ফোনে থাকা গান স্বাছন্দ্যে শুনে নিতে পারেন।
এটি চার্জ হতে সময় লাগে ৯০ মিনিট। আর ফুল চার্জে খুব সম্ভবত তিন ঘন্টা সময় ধরে গান শুনতে পারেন বা আরও বেশী হতে পারে।আর এই চশমাটির ডিজাইনটিও খুব নজরকাড়া। এতে উন্নত মানেরই ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়েছে।
আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।কোথাও ভু্ল ত্রুটি করলে ক্ষমা করবেন।সবাইকে ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।