প্লেস্টোরের কয়েকটি উপকারী এপ্স নিয়ে কিছু কথাঃ
আমরা সব সময় অনলাইনে বিচরন করতে ভালোবাসি। আর অনলাইনে বিচরন করা মানে আমাদের দৈনন্দিন চাহিদা মেটানো অনলাইন থেকে। অনলাইন থেকে আমাদের চাহিদা পূরনের একটা বিরাট উৎস হল গুগল প্লেস্টোর।
গুগল প্লেস্টোরে পাওয়া যায় না এমন জিনিস নেই। আমাদের নিত্য ব্যবহার্য এন্ড্রয়েড মোবাইলের জন্য নানা ফিচার, সফটওয়্যার, এপ্স, মুভি এপ্স, ফিকচার এপ্স, ডিজাইন এপ্স থেকে শুরি হেন এপ্স নেই যা আমরা(ইউজার-রা) ব্যবহার করিনা। আমরা ইন্টারনেটের অনেক কিছু না বুঝলেও শুধুমাত্র প্লেস্টোরের এপ্স এর কল্যাণে আমরা এখন যথেষ্ট প্রফেশনাল হয়েছি। তো আজ আমি প্লেস্টোরের এমনি কয়েকটি খুবই বহুল ব্যবহৃত এপ্স এর সাথে পরিচয় করিয়ে দেব। আশা করি সবার ভালো লাগবে।
তো চলুন শুরু করা যাকঃ
সর্ব প্রথমে যে এপ্সটি্র সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি সেটা হলো বর্তমান সময়ের কোটি কোটি মানুষের হাতের কাছের এপ্স সে সম্পর্কে। কি খুবই আগ্রহ হচ্ছে কোন সেই এপ্স? হ্যাঁ সেটি হচ্ছে বর্তমান সময়ের সকলের অতি পরিচিত এবং খুব কাছের এপ্স নাম হলঃ ফেসবুক( )
হা হা হা, সবার খুব পরিচিত এবং নিত্য ব্যবহৃত। তাই না? সবার প্রতিদিন একবার না হয় একবার ফেসবুক ব্যব হার ক রা চায়ই চায়। প্রতিদিন একবার না একবার ফেসবুক ব্যবহার না করলে যেন দিনই শেষ হয় না। হ্যাঁ বন্ধুরা ফেসবুক এখন মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়েছে। ছাত্র-ছাত্রী,যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা, চাকুরীজীবী, গৃহীনি, বস, সাগরেদ, ব্যবসায়ী, ধনী-গরীব কে না ব্যবহার করে ফেসবুক।
ছোট্ট একটা ৪২ এমবি-র মত এপ্স যা সমগ্র বিশ্ববাসীকে আপন করে নিয়েছে- যা কেউ অস্বীকার করতে পারে না। এর রয়েছে ১০০এম রিভিউ এবং র্যাংক ১২+ আর ডাউনলোড ৫বি+
এর বহুমূখী ব্যবহার সুবিধা তার ইউজারদের সব সময় আকর্ষণ করে। তাই তো সকালে ঘুম থেকে উঠে এক বার এন্ড্রয়েড মোবাইলে হাত বুলিয়ে ফেসবুকে না ঢুকে পারে না। ফেসবুকে সুবিধা কি নেই? ছবি দেখা, ভিডিও দেখা, টেক্স লেখা, চ্যাট করা, ছবি আপলোড করা, ভিডিও কল, অডিও কল, মেসেজ করে,লাইভ চ্যাট সব ধরনের কাজ করা সম্ভব এই এপ্স এ। তাই তো সবার মন জয় করে নিয়েছে।
ফেসবুকে অনেক কিছু করা সম্ভব। ব্যবসা,বিনোদন, নিজের মধুর স্মৃতি তুলে ধরা ও সংরক্ষণ করা, বন্ধু জোগাড় করা, মন খারাপ হলে বিভিন্ন বিনোদন মূলক সাইটে ভিজিট করে সময় কাটানো কি না করা যায় ফেসবুকে। তাই যতই দিন যাচ্ছে ফেসবুক মানুষের অন্তরে স্থান করে নিচ্ছে। ফেসবুকের ব্যবহারের ও উপকারের কথা মূখে বর্ণনা করে শেষ করা যাবে না। মজার ব্যাপার হল এমন একটা এপ্স এর সৃষ্টিকর্তা মার্ক জুকারবার্ক কিন্তু তার ব্যক্তিগত জীবনের অপ্রাপ্তি থেকে এই এপ্সটি সৃষ্টি করেছেন শুধু তার প্রাক্তন প্রেয়সীকে শিক্ষা দেবার অভিপ্রায়ে।
কি মজার বিষয় তাই না বন্ধুরা? তো চলুন আমরাও মার্ক জুকারবার্কের মত এমনি এপ্স বানিয়ে সবাইকে তাক লাগায়।
আমরা ইন্টারনেট ব্যবহার করি নিজের দৈনন্দিন চাহিদা মেটাতে। আর ইন্টারনেট ব্যবহার করা মানে গুগল আর গুগল ক্রোম এর সাথে আমাদের নিত্য বসবাস। এখন আমি এই জায়ান্ট সাইট গুগলের একটি অঙ্গসংগঠন গুগল ক্রোম বিষয়ে কিছু কথা তুলে ধরছি। আমরা ইন্টারনেটে আমাদের নিত্য প্রয়োজনীয় বিষয় বা তথ্য গুলো খুঁজে পেতে সার্চ করি। ইন্টারনেটে তথ্য সার্চ করতে আমাদের সাহায্য করে সার্চ ইঞ্জিন গুগল আর ব্রাউজার গুগল ক্রোম। ওয়েব সাইটের তথ্য গুলো খুঁজে পেতে সাহায্য করে সার্চ ইঞ্জিন গুলো। যেমনঃ গুগল, বিং, ইয়াহু ইত্যাদি সার্চ ইঞ্জিন।
আর ইন্টারনেট ব্রাউজ করতে সাহায্য করে ব্রাউজার গুলো। যেমনঃ গুগল ক্রোম, মজিলা ফায়ার ফক্স, ইউসি ব্রাউজার,অপেরা মিনি, ব্রেভ ব্রাউজার ইত্যাদি হল ইন্টারনেট ব্রাউজার।
আমি আজ শুধু গুগল ক্রোম ব্রাউজার বিষয়ে জানাবো। আমরা ইন্টারনেটে বিচরন করলে যার সাথে বেশি পরিচিত হই সেটা হল গুগল আর গুগল ক্রোম। গুগল ক্রোম গুগলের তৈরি ওয়েব ব্রাউজার। ক্রোম ব্রাউজার ২০০৮ সালে ব্যবহৃত হয় সর্ব প্রথম। গুগল ক্রোম ব্রাউজারের অনেক গুলো এক্সটেনশন আছে। Google Chrome ৩৪ এমবি বিশিষ্ট এপ্স, এর রয়েছে ২১এম রিভিউ এবং র্যাংক ৩+ আর ডাউন লোড হয়েছে প্রায় ৫বি+। আমরা সাধারণত ব্রাউজার বলতে ক্রোমকেই বেশি চিনি। কারণ গুগলের অঙ্গ সংগঠন বা গুগল দ্বারা তৈরি বলে ক্রোম ব্রাউজারের আলাদা একটা ঐতিহ্য আর মর্যাদা আছে।প্রত্যক টি এপ্স এরই বিভিন্ন ভার্ষন থাকে। গুগল ক্রোমের নর্মেল ভার্ষন ও বিটা ভার্ষন এবং মোবাইল ভার্ষন আছে।
ইউটিউব আর একটি খুবই অতি পরিচিত এপ্স। ইন্টারনেটে বিচরন করেন অথচ ইউটিউবের নাম শুনেন নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কারণ আমরা গুগলে যেমন আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে সার্চ ঠিক তেমনি আমরা কোন কিছু দেখতে আমরা ইউটিউবে সার্চ করি। তাই গুগলের সাথে সাথে ইউটিউবে ও আমাদের সমান বিচরন। আমরা টেক্সট জাতীয় বিষয় গুলো সহজে বুঝতে পারি না, কিন্তু ইউটিউবে সার্চ করে সহজে সে বিষয় গুলো বুঝে নিতে পারি। তাই ইউটিউবের ও আলাদা একটা মর্যাদা আছে। আমরা ইউটিউবে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও পায়। প্রতিনিয়ত ভিডিও কন্টেন্ট মেকার রা ভিডিও আপলোড করে যাচ্ছে। তাই ইউটিউবে ভিডিও র অভাব কখনো হয় না। যে ধ রনের ভিডিও খোঁজা হোক না কেন ইউটিউবে তা থাকবেই।
এর উপযোগীতা সব সময় বর্ধিত আকারে বেড়ে চলেছে। ইউটিউবের ২০২০ সালের বর্তমান ভার্ষনের পরিমাণ ২৬ এমবি। ইউটিউব একটি ভিডিও আদান প্রদান ওয়েব সাইট। এর মালিক অ্যালফাবেট ইনকর্পোরেটেড আর প্রতিষ্ঠাতা গ্ণ হলেনঃ স্টিভ চেম, চাদ হার্লি আর জাওয়েদ করিম। প্রতিষ্ঠাঃ ১৪ ফেব্রুয়ারী ২০০৫।
নিত্য নতুন এপ্স বর্তমানে সৃষ্টি করা হচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনকে অনেক টাই সহজ করছে এই এপ্স গুলো। এই এপ্স গুলো ব্যবহার করে আমরা ব্রাউজিং বিষয় টাকে সহজ করছি। তাই ইন্টারনেট ভূবনে এপ্স এর ভূমিকা গুরুত্বপূর্ণ।
প্রিয় বন্ধুরা অতি সাধারণ বিষয় তুলে ধরলাম। ভালো থাকবেন।