আসসালামু আলাইকুম।তো কেমন আছেন আপনারা?আশাকরি অনেক বেশি ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।প্রতিদিন আমি আমার আইডি থেকে নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হই।ঠিক আজও আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ব্লগ নিয়ে।ব্লগটি সবসময়ের মতো এবারো অনেকে ইন্টারেস্টিং হতে চলবে।কাজেই সম্পুর্ন ব্লগটি পড়বেন সে কামনায় করছি।তো আজকে আমাদের নির্দিষ্ট একটি বিষয় আলোচনার মূখপাত্র হয়ে দাড়িয়েছে।তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক।
আজকে আমি আলোচনা করব কিভাবে আমরা জিমেইল একাউন্ট তৈরী করব।আপনি যে সাইটেই সাইন আপ বা রেজিষ্ট্রেশন করেন না কেন।একটা জিমেইল একাউন্ট চাই।কাজেই জিমেইল একাউন্টের প্রয়োজনীয়তা অনেক।আপনি যোগাযোগের জন্য জিমেইল একাউন্ট কাজে লাগাতে পারেন।কাজেই দেরী না করে চলুম শুরু করি কিভাবে জিমেইল একাউন্ট খুলবো।
প্রথমে এখানে ক্লিক করুন।এতে যেখানে গিয়ে সাইন আপ করবেন সেখানে আপনাকে ডিরেক্ট নিয়ে যাওয়া হবে।তারপর আপনি Create a google account ক্লিক করুন।এরপর কিছুক্ষন ওয়েট করেন।তারপর সেখানে গেলে আপনাকে সাইন ইন করতে বলবে।আপনি সাইন ইন না করে নিচে বাম্পাশে Create Account একটা অপশন দেখবেন।সেখানে ক্লিক করবেন।তারপর For Myself সিলেক্ট করবেন।এর পর সাইন আপ হওয়া স্টার্ট হবে।আপনাকে প্রথমে নাম লিখতে বলবে।First name এ প্রথম নাম ও Last name এ ডাকনাম দিবেন।তারপর আপনাকে জন্মসাল দিতে বলবে, তারপর জেন্ডার দিতে বলবে।সবকিছু ঠিকঠাক দেয়া হলে আপনাকে একটি জিমেইল ঠিকানা সিলেক্ট করতে বলা হবে।এক্ষেত্রে যেটি ভালো হয় সেটি সিলেক্ট করতে হবে।তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে।পাসওয়ার্ড ঠিক করে এরপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনাকে সবকিছু ঠিক করে নিতে হবে।সিকিঊরিটি রিজনে অবশ্যই ফোন নম্বর ভেরিফাই করা হতে পারে।তো এতটুকুই।এভাবে আমরা চাইলে একটি জিমেইল একাউন্ট খুলতে পারি।জিমেইল একাউন্ট সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে প্লে সার্ভিসের সাথে এবং অন্যান্য টার্ম ও পলিসির সাথে এগ্রি থাকতে হবে।তো এভাবেই সম্পুর্ন একাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।এভাবেই আমরা জিমেইল একাউন্ট বানাতে পারব।তারপর Settings এ গিয়ে Account অপশনে গিয়ে Google এ গিয়ে account add করতে হবে।তারপর আপনার জিমেইল একাউন্টের এড্রেস ও জিমেইল পাসওয়ার্ড দিয়ে এড করে দিবেন।শেষ হয়ে গেল সবকিছু করা।
অবশ্যই পড়বেনঃ
#অনালাইন আয়ের বাংলাদেশি বেস্ট সাইট।Grathor.com
তো আজ এ পর্যন্ত।দেখা হবে অন্য আরেকটি পোস্টে।সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন।আর হ্যা, নিশ্চয়ই করোনা ভাইরাসের ভয়াভহতার ব্যাপারে অবগত আছেন।কাজেই ঘরে থাকুন,সুস্থ থাকুন।সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।খোদা হাফেজ।