সুপ্রিয় সাথীগন,
কই আপনারা? ভালো আছেন তো সবাই? এখন তো রাত হয়েছে অনেক চোখে মুখে ঘুম নেই। সাথে পান করছি গরমাগরম রং চা। তার উপর বাহিরে বৃষ্টির দুড়ুম গুড়ুম করছে।সাদা মাটা ঝিলিক।
আচ্ছা, বোধ হয় আজকের রাতটা গভীর হলেও ভালো ঘুম হবে। তাই কোনো চিন্তা চেতনা নাই আমার মধ্যে। এবার চেতনা জাগায় আপনাদের মাঝে। আমি যে সাইটটির সম্পর্কে আপনাদের সামনে বসে আছি নাম তার “আমারটিউব ডট কম”
ইহা আর্নিং পয়েন্ট এর পাশাপাশি বিজনেজ ভাইরালিং এর কাজ করা যায়। আর্নিংয়ের ক্ষেত্রে ইউটিউবের ভিডিও সাবস্ক্রাইব,বেল বাটন অন,ভিডিও দেখা এবং পয়েন্ট আর্নিং করা প্রধান কাজ। তাছাড়াও আরো আছে ফেসবুক পেইজ,টুইটার আইডি, ওয়েবসাইট লাইক এবং ফলো আপ ক্লিক করে পয়েন্ট আর্ন করা। পয়েন্ট আর্ন করে একটা নির্দিষ্ট সময়ে আপনি পয়েন্ট কনভার্টেড টাকা তুলতে পারবেন। তাছাড়াও আপনি এখানে এন্ড্রয়েডের প্রতিটি অ্যাপসের লিংক দিলে আপনি সংশ্লিষ্ট অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে পয়েন্ট আয় করতে পারবেন।
এখানে আরো সুযোগ সুবিধা রয়েছে। পেইড ভার্সন অন করার মাধ্যমে পয়েন্ট এবং কাজ ডাবল এবং বেশি বেশি করে আয় করার সুযোগ আছে। এছাড়াও এক্সট্রা পয়েন্ট ক্রয় করে আপনার বিজনেজ ভাইরালিং এর কাজে লাগাতে পারেন একদম সহজেই। বিজনেস ভাইরালিং কাজে আপনি আপনার বিজনেজ ও গ্রুপ পেইজ, নিজের তৈরি
ওয়েবসাইট,নিজের ইনস্টিগ্র্যাম লাইক এবং ফলোয়ার বাড়াতে পারেন। এই সুবর্ন সুযোগ এর আগেও কি দেখেছেন কোথাও? আশাকরি দেখতেও পারেন তবে পুরোপুরি নয়।
আমি আজ আপনাদের সুবিধার জন্যে এ টু জেড সব বিষয়াদিসমুহ আলোচনা করবো।আমি যেহেতু এত রাতে আপনাদের সুবিধার্থের কাজ করে যাচ্ছি আশাকরি আপনারাও আমার সময়টুকু টাকে অবশ্য গুরুত্বসহকারে রাখবেন।
চলুন, শুরু করি।
আপনারা শুরুতেই নিচের লিংকটিতে ক্লিক করে আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করে নিন।যে মোবাইল নাম্বারে রেজিষ্ট্রেশন করেছেন সেই নাম্বারে একটা পাসওয়ার্ড মেসেজ আসবে।ওটাই হলো আপনার লগিন পাসওয়ার্ড। ভ্যালিড রেফারেলের মাধ্যমে একাউন্ট করে লগিন করলে ১০০ পয়েন্ট বোনাস পাবেন।
রেজিস্ট্রেশন লিংকঃ
http://amrtube.com/reg.php?ref=108168
পয়েন্ট আর্নিং এর জন্যে যা যা করতে হবেঃ-
★ ইউটিউব চ্যানেল লিস্টে সাবস্ক্রাইব, বেল বাটন অল অন করে পয়েন্ট আর্নিং করতে হয়।প্রতি সাবস্ক্রাইবের জন্য ৫০ পয়েন্ট পাবেন।
★ইউটিউব ভিডিও লাইক করে ৫০ পয়েন্ট পাবেন।
★ ভিডিও ওয়াচ সম্পূর্ন দেখে ৩০০ পয়েন্ট করে পাবেন।
★ এভাবেই করে আপনি ওয়েব সাইট,ফেসবুক পেইজ,টুইটার, ইনস্টিগ্র্যাম ফলো এবং লাইক ক্লিক করে পয়েন্ট আর্নিং করতে পারেন।
★ এন্ড্রয়েড অ্যাপসের লিংক এড করলে আপনি ওই অ্যাপস যদি প্লে স্টোর হতে ডাউনলোড করলে তাহলে আপনি এখান থেকে ২০০ পয়েন্ট আর্নিং করতে পারবেন।
রেফারেল ইনকামঃ
প্রতি ভ্যালিড রেফারে আপনি ৫০০ পয়েন্ট পেতে পারেন। সকল সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার রেফারেল আইডি দিয়ে রেফার করতে পারেন।
Buy ক্লিক করে পয়েন্ট ক্রয় করার নিয়মঃ
৫০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকার মধ্যে আপনি ১২৫০০ পয়েন্ট থেকে ২,৫০,০০০ পয়েন্ট ক্রয় করতে পারেন।
সরাসরি বিকাশ,রকেট,নগদ,পারফেক্ট মানি বাটন ক্লিক – সাবমিট করে পয়েন্ট ক্রয় করে নিতে পারেন।
পেইড ভার্সন চালু করার নিয়মঃ
বিকাশ এর মাধ্যমে পেইড ভার্সন চালু করতে আপনার ফোন থেকে যা যা করতে হবে-
★ *247# ডায়াল করবেন।
★ তারপর 1 চাপুন (Send money) তারপর send দিন
★ তারপর আমারটিউবের বিকাশ নাম্বারঃ 01794680797 দিন।
★ তারপর মূল্যঃ 300 টাকা দিন।
★ তারপর আপনার রেফারেন্স আইডিঃ
p108168 দিন। এটার ক্ষেত্রে আপনার আইডির নাম্বারের সাথে ছোট হাতের p বসিয়ে দিবেন।
★ সর্বশেষ আপনার বিকাশ এর পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন।
★১০ মিনিট এর মধ্যে আপনার একাউন্ট পেইড ভার্সন হয়ে যাবে
বিঃদ্রঃ রেফারেন্স নাম্বার টি হলো আপনার একাউন্ট নাম্বার তাই রেফারেন্স নাম্বার দিতে হবে।
ক্যাশআউটঃ
প্রতি ৫০০০ পয়েন্ট ১০ টাকা হলে উইথড্র করে নিতে পারেন মুবাইল রিচার্জে।
২৫০০০ পয়েন্ট ৫০ টাকা হলে আপনি তুলে নিতে পারেন বিকাশ,রকেট,নগদ,বিটকয়েন,পারফেক্ট মানি, পয়েন্ট ট্রান্সফার এর মাধ্যমে।
★★★ভ্যালিড রেফারেলের মাধ্যমে একাউন্ট করে লগিন করলে ১০০ পয়েন্ট বোনাস পাবেন।
রেজিস্ট্রেশন লিংকঃ
http://amrtube.com/reg.php?ref=108168
বিজনেজ ভাইরালিংঃ
ধরুন,আপনার ফেসবুক পেইজের লাইক এবং ফলোয়ার বাড়াতে চান।তাহলে আপনি ফেসবুক অপশনে গিয়ে “মাই পেইজে” বাটনে ক্লিক করে খালি বক্সে আপনার ফেসবুক পেইজের লিংক এড দিবেন।এড কমপ্লিশন হলে আপনার পেইজ বুস্ট চালু হবে এবং প্রতি লাইকের জন্য ৪০/৭০ পয়েন্ট করে আপনার একাউন্ট হতে কাটা হবে।এভাবে আপনি পেইজের লাইক- ফলোয়াড় বাড়াতে পারেন।
ঠিক একই ভাবে ওয়েব সাইট,ইউটিউব চ্যানেল,ইনস্টিগ্রাম আইডি,টুইট আইডি লাইক, কমেন্ট, ফলোয়ার বাড়ানোর সুযোগ রয়েছে।
আজ আর নয়। সবাই ভালো মতো পড়ুন এবং আয়ের রাস্তা বাড়ান। আশাকরি,সকলের প্রতি আমার পোস্টটি মন্গলবার্তা বয়ে আনবে।
সকলের প্রতি আমার সালাম/আদাব রইলো।