আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠকগণ। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি। বন্ধুত্বের ডায়লগ
বন্ধুত্ব মানব জীবনে সবচেয়ে মধুর সম্পর্ক।একজন মানুষ তার পরিবারের বাইরে সবথেকে বেশি সময় অতিবাহিত করে বন্ধুর সাথে। তাই আমাদের জীবনে একজন বন্ধুর গুরুত্ব অত্যাধিক। বন্ধুহীন মানুষ প্রাণহীন গাছের সম্পর্ক।
বন্ধুত্ব কখনো কালের গর্ভে হারিয়ে যায় না। বন্ধুত্ব টিকে থাকে বছরের পর বছর,কালের পর কাল। বন্ধুত্ব টিকিয়ে রাখতে হলে আপনার যে সবসময় আপনার বন্ধুর কাছে থাকতে হবে তা কিন্তু নয়। বরং আপনার বন্ধুর থেকে শতশত মাইল দূরে থেকেও আপনি আপনার বন্ধুর খোঁজ নিতে পারবেন।
বন্ধু হচ্ছে সবসময় একজন সমস্যা সমাধানক। বন্ধুত্ব এমন হওয়া উচিত যে কিনা আপনার চেহারা দেখে আপনার সমস্যা আন্দাজ করতে পারে ,যে কিনা শতশত মাইল দূরে থেকেও আপনার খোঁজ খবর রাখে। এর জন্য আমাদের সবসময় উচিত আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুদের সাথে সবসময় যোগাযোগ রাখা।
বর্তমান যুগ বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। বিজ্ঞানের এই জয়যাত্রায় ফলে আমাদের দূরের মানুষ হয়েছে আপন এবং কাছের মানুষ হয়েছে আরো আপন। আজকাল সোশ্যাল মিডিয়াতে থেকে আমরা আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুদের সাথে খুব সহজে কথোপকথন করতে পারছি।
মানুষ তার মনের কথাগুলো তার পরিবারের সাথে অতটা শেয়ার করতে পারেনা যতটা না তার বন্ধুর সাথে করতে পারে। কিন্তু অনেক সময় আমরা আমাদের ব্যস্ততা এবং ব্যক্তিজীবনে এতটা ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের পাশের বন্ধুটির খবর নেওয়ার সময় আমাদের হয়ে উঠেনা।
আমাদের আশেপাশে কত উঠতি বয়সী ছেলেমেয়ে শুধুমাত্র মনের কথাটি প্রকাশ করার অভাবে নিজ যন্ত্রনায় টিকে থাকতে না পেরে আত্নহত্যার পথ বেঁচে নিচ্ছে। তাই আমাদের উচিত যত বেস্ততায় থাকুক না কেন অন্তত আমাদের কাছের আমাদের পাশের আমাদের প্রিয় বন্ধুদের সাথে কথোকথন করা। তাদের সাথে দুরুত্ব মিটিয়ে মনের সব সমস্যা জানা। কথা গুলো মনোযোগ দিয়ে শুনা। তারা সমাধান চায় না বরং কথা গুলো কারো সাথে শেয়ার করে নিজের মন হালকা করতে চায়। আপনার আমার এ ছোট উদ্যোগের ফলে বেঁচে যেতে পারে অনেকের প্রাণ।
ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন