আরবিতে নিতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
আসসালামু আলাইকুম।
টাইটেল দেখে জেনে গেছেন যে আজকের টিউন সম্পর্কে।
আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে আমি আপনদের কাছে আরবি উপস্থিত করতে পারিনী। কারন এই ওয়েবসাইটে বাংলা ভাষা ছাড়া সকল ভাষাই নিশিদ্দ্ব।
###তবে কোনো চিন্তা নেই আপনারা জারা আরবিতে নিতে চান তাহারা এখানে ক্লিক করুন।
আরবির অনুবাদ নিচে দেওয়া হলো।
১/ নিকৃষ্ট বস্তু থেকে উত্কৃষ্ট জীবের সৃষ্টি :
আল্লাহর সৃষ্টির মধ্যে সৃষ্টি হলো মানুষ। মানুষ আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব। তার মধ্যে রয়েছে বিবেক, বুদ্ধি, চিন্তা, চেতনা, কর্মক্ষমতা, বাকশক্তি ইত্যাদি। অথচ মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। পৃথিবীতে যত ধরনের উপাদান রয়েছে, তন্মধ্যে মাটি সর্বনিকৃষ্ট উপাদান।
এগুলো আল্লাহ তায়ালার নিদর্শন।
২/ নারী-পুরুষের বিভাজন :
মহান আল্লাহর অনুপম কুদরতের আরেকটি নিদর্শন হলো, তিনি মানুষকে নারী-পুরুষ দুই ভাগে বিবক্তি করেছেন। নারী হলো পুরুষের সঙ্গিনী। একই উপাদান থেকে, একই স্থানে, একই খাদ্য থেকে উৎপন্ন সন্তানদের মধ্যে তিনি নারী-পুরুষ দুটি পৃথক সত্তা সৃষ্টি করেছেন। (সুরা : আর-রুম, আয়াত : ২১)
৩/ নভোমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি :
বিশাল আকাশ ও বিস্তৃত ভূমির একক স্রষ্টা মহান আল্লাহ। এটি তাঁর কুদরতের আরেকটি অনুপম নিদর্শন। (সুরা : ক্বাফ, আয়াত : ৬-৭)
৪/ ভাষা ও বর্ণের ভিন্নতা :
বিভিন্ন শ্রেণির মানুষের বিভিন্ন ভাষা, বিভিন্ন বর্ণনাভঙ্গি আল্লাহ তাআলার কুদরতের অপূর্ব নিদর্শন। (সুরা : আর-রাহমান, আয়াত : ১-৪)
৫/ নিদ্রার ব্যবস্থা :
নিদ্রা মানুষের একটি অন্যতম নিয়ামত। এটি আল্লাহর কুদরতের বড় নিদর্শন। (সুরা : নাবা, আয়াত : ৯-১২)
৬/ বিদ্যুতের চমক প্রদর্শন :
মহান আল্লাহ মানুষকে বিদ্যুতের চমক দেখান। এতে মানুষ দুটি বিষয় নিয়ে ভাবে। একটি হলো, এটা পতিত হওয়ার ও জীবনহানি হওয়ার ভয়। আরেকটি হলো বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির ফলে শুষ্ক ও মৃতপ্রায় জমিন পুনর্জীবন লাভ করে। এটা আল্লাহর নিদর্শন।(সুরা : আর-রুম, আয়াত : ২৪)
৭/ আমি কি পৃথিবীকে বাসযোগ্য করি নাই? পাহাড়গুলোকে পেড়েকস্বরূপ করি নাই? -সূরা নাবা : ৬-১৬
৮/ কোন্ জিনিষ দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে? … মানুষ তার খাদ্য নিয়ে ভেবে দেখুক? -সূরা আবাসা : ১৮-৩২
৯/ বাতাস সৃষ্টি :
আল্লাহর কুদরতের আরেকটি অনুপম নিদর্শন হলো বাতাস সৃষ্টি। এ বাতাসের মাধ্যমে মানুষকে তাঁর অনুগ্রহ আস্বাদন করান। এটা আল্লাহ তায়ালার নিদর্শন। (সুরা : বাকারা, আয়াত : ১৬৪)
১০/ জীবিকার ব্যবস্থা :
মহান আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ এবং জমিনের মাধ্যমে সব সৃষ্টির জীবিকার সুব্যবস্থা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘তুমি জিজ্ঞেস করো, কে তোমাদের আসমান ও জমিন থেকে জীবিকা দান করেন কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? কে জীবিতকে মৃতের ভেতর থেকে বের করেন এবং কে মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন? তখন তারা ’ বলবে নিশ্চয় আল্লাহ (সুরা : ইউনুস, আয়াত : ৩১)
আশা করি পোস্ট টি সবার ভালো লেগেছে। পোস্টটি
তে যদি কোন ভুল থেকে থাকে। অথবা লিখায় কোন ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের যদি কোন কিছু বুঝতে সমস্যা হয়, বা কোন কিছু জানার থাকে কমেন্ট করবেন। অবস্যই আমরা কমেন্টে আপনার করা প্রশ্নর উওর জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
এবং আপনারা কি রকম পোস্ট পেতে চান?
তা অবশ্যই কমেন্টে জানাবে।
আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রোপে জয়েন্ট হতে পারেন। এখানে ক্লিক করুন
তো বন্দু-গন আজকের মতো এই পযন্ত দেখা হবে পরবর্তি পোস্ট-তে। সেই পযন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।
(আল্লাহ হফেজ)