বিদ্যুৎ পরিবাহী এবং অপরিবাহী পদার্থের নাম লিখ।
উত্তরঃ বিদ্যুৎ পরিবাহী পদার্থঃতামা,সস্তা,সোনা, লোহা, এলমুনিয়াম,টিন প্রভৃতি ইত্যাদি। বিদ্যুৎ অপরিবাহী পদার্থঃকাঠ,রাবার,মাইকো,চিনামাটি ও কাচ প্রভৃতি।
বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কি?
উত্তরঃ তামা বিদ্যুৎ সুপরিবাহি,দামে সস্তা,সহজলভ্য, সহজে কাটা যায় কিংবা জোড়া দেওয়া যায়।এলমুনিয়াম বিদ্যুৎ সুপরিবাহী।
কিন্তু তাতে এলমুনিয়াম অক্সাইড তৈরি হয়। যা পরবর্তীতে বিদ্যুৎ পরিবহনে বাধা দেয়।রূপা ও বিদ্যুৎ সুপরিবাহী কিন্তু অনেক দামী।স্টিল অনেক শক্তিশালী কিন্তু ওর বিদ্যুৎ পরিবাহীতা কম।
তাই সবদিক বিবেচনা করলে স্টিলের তারে তামার তার ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক। এই কারণে বিদ্যুৎ পরিবহনে তামা ব্যবহার করা হয়।