উত্তরঃ কাপড়ে মাড় দিতে হয়। মাড়ের ফলে কাপড়ের চাকচিক্য ও উজ্জল্য বৃদ্ধি পায়।
কাপড়ে মাড় প্রয়োগে ৫ টি নিয়মঃ
১. কাপড়ে মাড় প্রয়োগের পূর্বে মাড়কে ছাকনি দিয়ে ছেকে নিতে হবে।
২. গরম মাড় কাপড়ে কম ধরে এবং রঙিন কাপড় নষ্ট করে। এ জন্য মাড় ঠান্ডা করে ব্যবহার করতে হয়।
৩. ভারি কাপড় হাল্কা ও পাতলা কাপড়ে ঘন মাড় দিতে হয়।
৪. কাপড় উল্টো করে ভিজাতে হয়।
৫. সাদা ও নিল কাপড়ের ক্ষেত্রে নীল প্রয়োগ করে কাপড় ভিজিয়ে রাখলে নিলে ছোপ ছোপ দাগ পরে না ও কাপড়ের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়।