উত্তরঃ শিশুদের বিভাজন করার অর্থ হলো শিশুদের মধ্যে বিভাজন তৈরি করা। এতে করে শিশুদের মস্তিষ্কে বিরুপ প্রভাব পড়বে। শিক্ষার যথাযথ সুযোগ লাভ করা একটি শিশুর মৌলিক অধিকার। অধিকাংশ দেশে সামাজিক দায় দায়িত্বের অংশরুপে এবং অভিভাবকদের দিক নির্দেশনায় কিংবা রাষ্ট্রের বাধ্যতামূলক শিক্ষানীতির আলোকে শিশুরা বিদ্যালয়ে যায়।
ছোট শিশুরা কিন্টারগার্ডেনের প্লে গ্রুপে আনন্দের ছলে শিক্ষা গ্রহণ করে শিক্ষাকে আলোকিত ও আনন্দময় করে তুলে।কিন্তু অনুন্নত দেশে বেশির ভাগ শিশু বাবা মার সাথে নানান ধরণের উপার্জন কারী কাজে জড়িয়ে পড়ে।আমাদের দেশের বিভিন্ন বৈশিষ্ট্যের শিশু রয়েছে।
যাদের মধ্যে প্রতিবন্ধি শিশুও রয়েছে।তাই তাদের শিশুকালকে বৈষম্য না করে সবাইকে ভালো শিক্ষায় নিজেকে গড়ে তুলতে হবে।যাতে দেশের কোন শিশু বৈশিষ্ট্যগুলো দিকেগুলো ফুটে না ঊঠে।তবে তার বয়স অনুযায়ী বিভাজন করা যেতে পারে।এতে কোন বিরুপ প্রভাব পড়বে না।