সমকোণী এিভুজের সুক্ষ কোণদয় সমান হলে ত্রিভুজটির বাহু গুলোর অনুপাত কত হবে?
উত্তরঃ সমকোণী ত্রিভুজে সুক্ষকোণের সমান হলে প্রত্যেকটি সুক্ষকোণের পরিমাপ ৪৫° হয়।
সুতরাং ত্রিভুজটির কোণগুলোর পরিমাপ হবে 45°,45°,90° হয়। ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য হবে কোণের সমানুপাতিক।
সুতরাং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত হবে 1:1:2