সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কেমন আছেন আপনারা সকলে? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং কোভিদ-১৯ এর কারণে যে যার অবস্থানে খুবই সতর্ক আসেন।
সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা হয়তোবা থামনেল এবং টাইটেল লেখা দেখে বুঝে গেছেন যে, আমার আজকের পোস্ট টপিক কি নিয়ে।
***আপনারা বলতে পারেন যে, ভাইয়া FM Redio (এফ এম রেডিও) এটাতো আমাদের সকলের ফোনে আছে, তাহলে আবার নতুন করে কি??
আমি প্রথমে বলবো FM Redio (এফ এম রেডিও) সবার মোবাইল ফোনে আছে আপনার মোবাইল ফোনেও আছে এবং আমার মোবাইল ফোনে ও আছে।
তাই বলে কি আমরা সকলে FM Redio (এফ এম রেডিও) এর সকল সেন্টার খুজে পাই? পাইনা, আবার অনেক সময় FM Redio (এফ এম রেডিও) এর সাথে কানেক্ট হবার জন্য, মাথার উপরে ধরা লাগে আবার কোনো সময় হেডফোন ব্যাবহার করার প্রয়োজন হয়, আবার অনেক সময় জায়গা পরির্বন করতে হয় তাইনা?
এতে করে আমাদের সকলেরই খারাপ লাগে আর ক্রিকেট খেলা শুনার সময় যদি ফেরফের আওয়াজ করে, এতে করে কার খারাপ না লাগে?
আমার ও বিষণ খারাপ লাগে, যদি গুরুত্বপূর্ণ সময়টুকু মিস হয়ে যায়।।
**সু’প্রিয় দশর্ক মন্ডলী, আমি আপনাদের মাঝে এটা শেয়ার করি এইজন্য যে, এখন আবার বাংলাদেশের বিপিএল ক্রিকেট খেলা চলতেছে। কিন্তুুক এখন আবার নতুন টিভি চ্যানেল তৈরি হবার কারনে GTV, ইত্যাদি। এগুলোতে সরাসরি খেলা প্রচার করা হয়না।
FM Redio (এফ এম রেডিও) তে জামেলা হয় তখনই যখন FM Redio (এফ এম রেডিও) এর সাথে এবং আমার সাথে কানেক্ট না হয়।।।
এই সমস্যা গুলোর সমাধান নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।
আমি আজ দেখাবো খুব সহজে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে FM Redio (এফ এম রেডিও) এর সকল চ্যানেল গুলো খুজে শুনতে পারবেন আরো একটি মজার খবর আপনারা চাইলে
FM Redio (এফ এম রেডিও) এর চ্যানেলে কানেক্ট হবার পর, যেকোনো জায়গায় রেখে আপনি FM Redio (এফ এম রেডিও) শুনতে পারবেন।
আবার আপনি যদি চান যে আপনার পকেটে রেখে FM Redio (এফ এম রেডিও) শুনতে পারবেন।।
**তো এবার চলুন আপনাদের সাথে FM Redio (এফ এম রেডিও) এর সাথে পরিচয় পরিচয় করিয়ে দেই।।
এর জন্য আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইল ফোন এর স্কিনে, এরপর চলে যাবেন প্লে-স্টরে আসার পর (Bangla Radio) লিখে খোজ করবেন। খোজ করার সাথে ৩ নাম্বারে আপনারা এপ্লিকেশনটি দেখতে পারবেন।
তারপর আপনারা এটাকে ডাউনলোড করে নিবেন।
ডাউনলোড হয়ে গেলে আপনারা এপ্লিকেশনটি ওপেন করে নিবেন।
ওপেন করার সাথে সাথে আপনারা বাংলাদেশির সকল চ্যানেল গুলো দেখতে পারবেন।
তবে এখান থেকে আপনারা যে কোনো চ্যানেল ব্যাবহার করেননা কেন এতে করে আপনাদের ইন্টারনেট এর প্রয়োজন হবে।
*** আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো আপনার যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমরা সমাধান করার চেষ্টা করব।
আর যদি এই পোস্ট-টি আপনাদের বিন্দু পরিমান উপকার হয়ে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।
***হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন মাক্স পড়ুন এবং নিরাপদ থাকুন সামাজিক ডিসটেন্স বজায় রাখুন।
লেখক: মুহাম্মাদ সজিব মৃধা
(আল্লাহ হাফেজ)