সুপ্রিয় বন্ধুগণ,
যারা Written, Spoken এবং English Grammar পরিপূর্ণভাবে শিখতে চান এবং অপরকে শিখাতে চান তাদের জন্য প্রথম সুখবর হচ্ছে- Khan Method A Complete Book of Written, Spoken & English Grammar-এই বইটির উপর ১০০০-এর অধিক ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। অর্থাৎ বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ৮৯৬ পৃষ্ঠা । এই ৮৯৬ পৃষ্ঠার বইটির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি পৃষ্ঠার প্রতিটি বাক্যকে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে ভিডিও লেকচার তৈরি করা হয়েছে।
এই বইটিতে ৩য় শ্রেণি থেকে ডিগ্রী, অনার্স, মাস্টার্স, যেকোন চাকরির পরীক্ষা, যেকোন ভর্তি পরীক্ষা এবং বিসিএস পরীক্ষা পর্যন্ত যত ধরনের ইংরেজি গ্রামার রয়েছে ঠিক তত ধরনের গ্রামার এবং রিটেন ও স্পােকেনের বিভিন্ন নিয়ম রয়েছে। এদের সকল কিছুই শিখার, মনে রাখার এবং পড়ানাের সুবিধার্থে ধারাবাহিকভাবে সাজিয়ে লেখা হয়েছে। যারা সত্যিই শিখতে চান এবং অপরকে শিখাতে চান তাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। কেবল একবার দেখাতেই বুঝতে পারবেন এবং আয়ত্ত করতে পারবেন, ইনশাআল্লাহ।
যারা ভিডিও লেকচার নিতে চান, তারা অল্প মূল্যে পেনড্রাইভের মাধ্যমে নিতে পারবেন। তবে
নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নিবেন। তাই আমাদের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল
ভিজিট করে দেখে নিবেন ।
২য় সুখবর হচ্ছে- Khan Method A Creative Design of Vocabulary & Writing Skill-এই বইটির উপর ৫০০-এর অধিক ভিডিও লেকচার
তৈরি করা হয়েছে। অর্থাৎ বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ৩২০ পৃষ্ঠা।
Creative Design VOCABULARY
1. Vocabulary শেখার জন্য ৭৭৭টি শব্দ শেখার অভিনব কৌশল। WRITING SKILL দেয়া হয়েছে। যাদের মাধ্যমে অল্প সময়েই হাজার হাজার শব্দ আয়ত্ত করতে পারবেন ।
2. Verb-শেখার জন্য একটি Verb-কে ১৪৩ ভাবে বাক্যাংশের মাধ্যমে পড়ার কৌশল দেখানাে হয়েছে ।
3. Sentence-এর Subject এবং Object-বড় করার জন্য ২৮৩টি বাক্যাংশ দেয়া হয়েছে।
এখানে বলা যায় তৃতীয় শ্রেণি থেকে ডিগ্রী-
অনার্স পর্যন্ত সকল প্রকার Grammar, Fill in the Gaps, Passage, Letter, Paragraph,
Composition এবং আমাদের বাস্তব জীবনে ইংরেজি শিখতে ও কথা বলতে যত ধরনের বাক্যাংশ প্রয়ােজন হয় তা প্রায় সকল ধরনের বাক্যাংশই এই বইতে দেয়া হয়েছে।
৩য় সুখবর হচ্ছে- ৩য় শ্রেণি থেকে SSC ও HSC- পর্যন্ত ইংরেজির সকল বইয়ের ভিডিও লেকচার
তৈরি করা হচ্ছে।
৪র্থ সুখবর হচ্ছে- ৫ম শ্রেণির সকল বিষয়ের সাজেশনের উপর এবং ৮ম শ্রেণির শুধু ইংরেজি ও গণিতের উপর ভিডিও লেকচার তৈরি করা হচ্ছে।
ইনশাআল্লাহ, সবাইকে শতভাগ নিশ্চয়তা দেয়া যাচ্ছে যে, লেখক নিজেই ভিডিও লেকচার তৈরি করে দিচ্ছেন এবং এর ভিডিও লেকচার একবার দেখাতেই শিখে ফেলতে পারবেন ।
YouTube: Khan Method Video Lecture
সুলভ মূল্যে বই ও ভিডিও লেকচার পেতে সরাসরি যােগাযােগ করুন:
০১৭৪০ ৯৮৮ ২২২ (লেখক ও প্রকাশক)