বিতর্ক পাার্ট ১
আসালামুয়ালাইকুম৷ কেমন আছেন সবাই?ইনশাল্লা ভালোই আছেন৷ আমিও ভালো আছি আল্লাহ রহমতে৷
আজ আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি টপিক নিয়ে আলোচনা করব৷ সেটা হচ্ছে বিতর্ক৷ আমরা তো অনেকেই শুনেছি বা দেখেছি বিতর্ক প্রতিযোগিতা৷ কখন কি ভেবেছেন আসলে বিতর্ক কি কেনই বা করা হয়৷
সমস্যা নেই বন্ধুরা আজকে আমরা বিতর্ক নিয়ে আলোচনা করব৷প্রথমেই জানব বিতর্ক কি?পরবর্তি পার্টে আরো বিস্তারিত জানবো৷ তাহলে চলুন শুরু করা যাক…
বিতর্ক: বিতর্ক হচ্ছে এক ধরনের বক্তৃতা৷ কোনো বিষয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণের জন্য ঐ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে, পক্ষ ও প্রতিপক্ষ যুক্তিতর্ক,তথ্য ও তত্বসহ বক্তৃতার প্রমাণাদি উথাপন করে থাকে৷
বিতর্ক সবসময় দ্বিপাক্ষিক৷ নির্ধারিত বিষয় বা প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে একক বা দলে বিভক্ত হয়ে যুক্তিতর্ক উথাপন ও তা খন্ডনের মাধ্যমে পর্যায় ভাবে বক্তব্য বিশ্লেষণ করা৷
বিতর্কে যা থাকে: বিতর্ক শোনার জন্য শ্রোতা, বিচারের জন্য বিচারক এবং সার্বিক অনুষ্টান পরিচালনার জন্য একজন সভাপতি থাকে৷
বক্তাগন পর্যায় ভাবে একে একে উঠে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে জোরাল যুক্তি প্রদর্শধ করেন৷ দলভিত্তিক বিতর্ক অনুষ্টানে একজন দলনেতা থাকে৷ বক্তাদের উত্থাপিত যুক্তিতর্কের উপসঃহার টানার দায়িত্ব থাকে দলনেতার উপর৷
বন্ধুরা মনে রাকবে বিতর্ক একটি উৎকৃষ্ট মানের শিল্প৷এর ভেতর দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নাগরিক জীবনের সহায়ক বিষয়বস্তুর গুরুত্বপুর্ণ আলোচনা, যুক্তি প্রয়োগ ও প্রতিযুক্তি উত্থাপনের জ্ঞানের প্রসার ঘটে৷
এটি কোনো সামাজিক আচরণ প্রশিক্ষনের কর্যকর অনুষ্টানও হতে পারে৷ গনতান্তিক মূল্যবোধের ক্ষেত্রে যে পরমত সহিনষুতা, বিতর্ক অনুষ্টান দেখে ভবিষ্যৎ নাগরিকরা অনায়াসেই সে শিক্ষা গ্রহণ করতে পারে৷
তাহলে বন্ধুরা বুজতেই পারতেছেন এটি আসলে কি এবং আমাদের সামাজের জন্য কতটা গুরুত্বপুর্ণ৷ আশা করি আপনাদের কিছুটা হলেও বুজাইতে পারছি৷
আমি পরবর্তি পার্টে আলোচনা করবো বিতর্ক প্রদানকালে বিতর্কিককে যে সব বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত এই টপিক এর উপর৷
ততক্ষনে নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন৷দেখা হচ্ছে পরবর্তি পর্বরে৷ আল্লাহ হাফেজ…