আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক পাঠিকা করো না আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছে।আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভাল থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি সবসময়।
বন্ধু সারাজীবন এর কাছের থাকার এক সম্পর্কের নাম। আত্নার এক সম্পর্কের নাম হলো বন্ধুত্ত।বন্ধুহীন মানুষ কখনো বন্ধুত্তের গুরুত্ব বুঝে না।বন্ধু সারাজীবন পাশে থাকার এক সম্পর্কের নাম।বন্ধুত্ত এমন এক সম্পর্কের নাম যা চাইলেও আপনি ভুলে থাকতে পারবেন না। খুব ভাগ্যবান তারা যারা এমন কিছু বন্ধুর দেখা পায় যারা কিনা তাদের যেকোনো পরিস্থিতিতে সবসময় পাশে থাকে, তাদের কাছে থাকে। তাদেরকে কখনো একা ছেড়ে যায় না।
মানুষের জীবন খুবই ক্ষুদ্র।এই ক্ষুদ্র জীবনে আমরা আমাদের কাজে,আমাদের পথচলায় এমন কিছু মানুষের সন্ধান পাই যারা কিনা সবসময় আমাদের পরিবারের মত আমাদের পাশে থাকে ছায়ার মত আগলে রাখে। আমিও সেই ভাগ্যবানদের একজন।স্কুলে কলেজে পড়ার সুবাদের এমন কিছু বন্ধু এসেছে যাদের কিনা এখন অবধি মন থেকে মুছে ফেলতে পারি নি।
স্কুলে যখন ভর্তি হই তখন স্কুল ছিল একদম অচেনা।ধীরে ধীরে সেই স্কুল হয়ে উঠেছে আমাদের প্রাণকেন্দ্র।কারণ স্কুলের শুরুতে বন্ধু না পেলেও স্কুলের পড়াকালীন পেয়ে গেছি আপন কিছু বন্ধু। খুব ভালোই যাচ্ছিলো আমাদের সেই প্রাণচঞ্চল দিনগুলো। ধীরে ধীরে সময় যতই ঘনিয়ে আসছে আমাদের সকলের বন্ধুত্ত গভীর হচ্ছে।কিন্তু সকল ভালো জিনিস সব সময় আপনি নিজের কাছে বেধে রাখতে পারবেন।তা কোন প্রিয় জিনিস হউক কিংনা প্রিয় কোন মানুষ।
আমাদের চার বান্ধবীর গ্রুপ ছিলো। অষ্টম শ্রেণিতে উঠার পর একজন চলে গেলে তার নিন শহরে,আরেকজন চলে গেলো আরেক স্কুলে আমরা দুইজন রয়ে গেলাম এক স্কুলে।প্রথম প্রথম তাদের সাথে যোগাযোগ থাকলেও ধীরে ধীরে সেই যোগাযোগ কমে যেতে লাগলো।
কল দিলেও অপর প্রান্ত থেকে ধরা হতো না।খুব খারাপ লাগতে লাগলো, খুব একা একা লাগতো। প্রিয় মানুষ ধুরে চলে গেলে সেই কষ্ট হয়তো ভুলা যায় কিন্তু বন্ধুত্তের বিচ্ছেদ কখনোই ভুলে থাকা সম্ভব না। আজও সেই হাসিমাখা দিনগুলোর কথা মনে পড়ে।আজও হারিয়ে যেতে মন চায় শৈশবে।কিন্তু চাইলেই কি আর সবকিছু পাওয়া সম্ভব।
ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন