আসসালামু আলাইকুম বন্ধু রা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম। একটি ঞান মূলক আরটিকেল।
আজকের আমি আপনাদের মাঝে নিয়ে এলাম বাংলাদেশের ৫ টি পাখির জীবন বৈচিত্র ও বৈজ্ঞানিক নাম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বলে শুরু করলাম আজকের আর্টিকেল।আজকের আর্টিকেল থেকে আপনার যদি একটু পরিমাণ জ্ঞান অর্জন হয় তাহলে কমেন্ট করে জানান। ভালো লাগলে বড় কোন গ্রুপে শেয়ার করুন। অন্যরাও এর মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারে। চলুন শুরু করা যাক।
প্রথমে আমরা আমাদের জাতীয় পাখি দোয়েল নিয়ে আলোচনা করব
১.। দোয়েল আমাদের জাতীয় পাখি।
এক নজরে দোয়েল পাখি।
সুন্দর গান গাই এরা দেখতে অনেক মিষ্টি স্বভাবের পাখি দোয়েল।
ইংরেজি নাম।- Orientat Magpie Robin
বৈজ্ঞানিক নাম -Copsychus Saularis
শরীরের মাপ -২০ সেমি
দোয়েল পাখির খাদ্য – পোকা পতঙ্গ।
এরা সাধারনত বাসা করে কোটরে -খোড়লে।
দোয়েল পাখিকে বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়। রাজধানীতে অনেক দেখা যায়। সময় বাসায় থাকতে পছন্দ করে এবং ডিম ছানা তোলে।
২।শ্যামা পাখি
এক নজরে শ্যামা পাখি।
শ্যামা পাখি দোয়েলের জাত ভাই। দেখতে পুরোপুরি দোয়েল পাখির মতই।
ইংরেজি নাম -White Rumped Sharma
বৈজ্ঞানিক নাম -Copsychus malabaricus
মাপ ২৫ সেমি
মূল খাদ্য পোকা পতঙ্গ
বাসা বাঁধে গাছের ডালপালা। তবে এরা সুপারির পাতা ও বাঁশের কঞ্চি প্রিয় বেশি এদের জন্য বাসার করার জন্য
৩।দাঁড় কাক
এক নজরে দাঁড় কাক
ইংরেজি নাম -Large Billed Crow
বৈজ্ঞানিক নাম -Corvus Macrorhynhos
মাপ -৪৮ সেমি
মূল খাদ্য -মাংস রুটি ফল ভাত।
বাসা করে -গাছের ডালে
বিশেষ তথ্য -ঢাকা শহরে অনেক দাড়ঁ কাকের দেখা মেলে।
৪।টিয়া পাখি
একনজরে টিয়া পাখির বর্ণনা।
ইংরেজি নাম -Rose -Ringed Parakeet
বৈজ্ঞানিক নাম -Psittacula krameri
মাপ -৪২ সে মি
মূল খাদ্য হলো -ফল-মূল
বাসা করে। কোটরে ও খোড়লে।
বিশেষ তথ্য – ঢাকা শহরে অনেক পূর্ণ টিয়া দেখা যায় সাধারণত ঢাকা শহরের রাস্তার পাশে বড় বড় গাছি এর বাসা করে। এদের দেখতে অনেক সুন্দর লাগে। এরা ডিম পাড়ে ও ছানা তোলে।
৫।ময়না পাখি
একনজরে ময়না পাখির বৈশিষ্ট্য
ইংরেজি নাম -Hill Myna
বিজ্ঞানিক নাম – Gracula religiosa
এদের মাপ ২৯ সে মি
খাদ্য হলো -ফল
বাসা করে গাছের খোড়লে।
এরা হলো পাহাড়ি এলাকার পাখি। পরাশর এদের সব জায়গায় দেখতে পাওয়া যায় না।
আজকের আর্টিকেলে যদি আপনাদের কোন উপকার হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানান।আপনাদের যদি ভালো লাগে তাহলে এটির আরও 2 পর্ব করবো আমি