আসসালামুআলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন।বাসায় বসেই কম্পিউটার বেসিক শিক্ষা গ্রহণ করতে পারছেন।১ম পর্বে দেওয়া ছিল Home মেনুর পরিচিতি সম্পর্কে।এখানে ইনসার্ট নিয়ে আলোচনা করা হলো।
Insert Rebon Tab: এই রিবন টি ইনসার্ট মেনুর মতো। এখানে যে কমান্ড গ্রুপ গুলো আছে সেগুলো হলো:
#Pages কমান্ড গ্রুপ: কভার পেজ তৈরি, নতুন পেইজ তৈরি , পেজ ব্রেক ইত্যাদি টুলগুলো এখানে রয়েছে।
#Table কমান্ড গ্রুপ: Draw table, quick table, Insert table ইত্যাদি টেবিল তৈরি টুল গুলো এখানে রয়েছে।
#Illustration কমান্ড গ্রুপ: Picture, clip art , shapes , smart art , chart ইত্যাদি টুলগুলো এখানে দেওয়া আছে।
#Links কমান্ড গ্রুপ: ডকুমেন্ট তৈরির বিভিন্ন লিংক টুলগুলো যেমন Hyper Link, bookmark, cross-reference ইত্যাদি টুল এখানে আছে।
#Header & Footer কমান্ড গ্রুপ: ডকুমেন্টের header, footer ,page number ইত্যাদি যোগ করা হয় এই টুল এর সাহায্যে।
#Text কমান্ড গ্রুপ: বিভিন্ন ধরনের auto Text, date & time , text box, word art প্রভৃতি টুল এখানে রয়েছে।
#Symbol কমান্ড গ্রুপ: বিভিন্ন প্রকার সমীকরণ abongr সূত্র তৈরিতে এই টুল ব্যবহার করা হয়।
Page Layout Rebon Tab: এই রিবন tab টি page layout তৈরি সংযুক্ত যাবতীয় কাজের কমান্ড গুলো উপস্থাপন করে :
Themes কমান্ড গ্রুপ: নতুন ধরনের ফিচার সংযুক্ত করার colour , font , effects ইত্যাদি টুলগুলো ekhne রয়েছে।
#Page Setup কমান্ড গ্রুপ : margins, Orientation , Size, Columns, Brecks, Line Numbering, Hyphenation অর্থাৎ পেজ setup সংক্রান্ত সকল টুল এখানে বিদ্যমান।
#Page Background কমান্ড গ্রুপ: Mark ,Page color, page Borders ইত্যাদি টুলগুলো এখানে বিদ্যমান।
#Parragraph কমান্ড গ্রুপ: প্যারাগ্রাফ কমান্ড Parragraph , ইভেন্ট যেমন: Left, Right , Before , after ইত্যাদি টুল এখানে বিদ্যমান।
#Arranage কমান্ড গ্রুপ: Picture text, object ইত্যাদি Arrange করার সকল টুল এখানে বিদ্যমান।
Refference রিবন tab:
এখানকার অধিকাংশ কমান্ডগুলো নতুন ধরনের। সূচিপত্র, ফুটনোট , ক্যাপশন প্রভৃতি সংক্রান্ত কমান্ড টুল গুলো এখানে বিদ্যমান।এখানে যেই কমান্ড টুল গুলো রয়েছে তা নিয়ে আলোচনা করা হলো:
#Table of contents কমান্ড গ্রুপ: টেবিল কনটেন্ট অ্যাডজাস্ট করার জন্য ঞড়ড়ষ গুলো এখানে আছে।
#Footnotes কমান্ড গ্রুপ: ডকুমেন্ট এর footnotes এবং Endnotes যুক্ত করার সকল Tools এখানে আছে।
#Citation & Bibliography কমান্ড গ্রুপ: ডকুমেন্ট citation & Bibliography যুক্তকরণ যাবতীয় টুল এখানে রয়েছে।
#Caption কমান্ড গ্রুপ: ক্যাপশন যুক্ত করার জন্য যাবতীয় টুল রয়েছে এখানে।
#index command group: ডকুমেন্ট index যোগ করার জন্য টুলগুলো রয়েছে এখানে।
#Table & Authorities কমান্ড গ্রুপ: ডকুমেন্টের বানান চেক , কমেন্ট যোগকরণ , প্রটেকশন যুক্ত করণ প্রভৃতি টুল রয়েছে এখানে।
Mailing রিবন tab:
ডকুমেন্ট মেইল করার জন্য যাবতীয় কমান্ড গ্রুপ গুলো এখানে পাওয়া যায়।Envelops, Levels, Mail Merge সংক্রান্ত সকল কমান্ডগুলো তার আওতাভুক্ত।
Review রিবন tab:
এই রিবন tab এর ভিতরে Proofing এর যাবতীয় কাজ যেমন: বানান পরীক্ষা , Resharch, Thesaurus, compare ইত্যাদি করা যায়। এই রিবন Tab এর মধ্যে 6টি কমান্ড গ্রুপ আছে। সেগুলো হলো: 1)proofing 2)comments 3) Tracking 4)Changes 5) Compare 6)protect
Veiw রিবন tab:
এই রিবন tab টি word এর veiw রিবন tab এর মতো।এখানে মোট 5টি কমান্ড গ্রুপ রয়েছে।যেমন: 1)veiws 2)show 3)zoom 4) window 5) macros