আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই দোয়া করি আল্লাহর কাছে সবসময়।বিজ্ঞান বিষয়ের কুইজে আসার মতো কিছু প্রশ্ন এবং উত্তর ।
পদার্থ বিজ্ঞান :
১.যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে? উত্তরঃরাশি।
২.বাদুর অন্ধকারে কিভাবে পথ চলে? উত্তরঃশব্দের প্রতিধ্বনি ব্যবহার করে।
৩.চন্দ্র ও সূর্যের মধ্যে যে আকর্ষণ তাকে কি বলে? উত্তরঃমহাকর্ষ বলে।
৪.কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন ঐ বস্তুটিকে কেমন দেখা যায়? উত্তরঃকালো।
৫.পদার্থের পরিমাপের SI একক কি?উত্তরঃমৌল।
৬.কোন পদার্থের মোট পরিমাণকে কি বলে? উত্তরঃভর।
৭.পৃথিবীতে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কি বলে? উত্তরঃমহাকর্ষ বল বলে।
৮.বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? উত্তরঃমেরু অঞ্চলে।
৯.মস্তিষ্কের কোন অংশ দর্শনের অনুভুতি জাগায়? উত্তরঃরেটিনা।
১০.ডাক্তাররা মানুষের পাকস্থলীর ভিতরের অংশ দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করেন?উত্তরঃঅপটিক্যাল ফাইবার।
১১.বিদুৎ প্রবাহের একক কি? উত্তরঃঅ্যাম্পিয়ার।
১২.রোধের এস আই একক কি?উত্তরঃওহম।
১৩.ফিউজ তার কিসের সংকর বা মিশ্রণ?উত্তরঃটিন ও সিসা।
১৪.নিউটনের গতি সূত্র কয়টি?উত্তরঃ৩ টি।
১৫.বায়ুর বাঁধা এক ধরনের কি?উত্তরঃঘষর্ণ বল।
১৬.পাখি উড়া পর্যবেক্ষণ করে কে উড়োজাহাজের মডেল তৈরি করেছিলেন?উত্তরঃলি অনার্দো দা ভিঞ্চি।
১৭.ক্যালকুলাস আবিষ্কার করেন কে?উত্তরঃআইনস্টাইন নিউটন ।
১৮.দীপন ক্ষমতা কোন ধরনের রাশি?উত্তরঃমৌলিক রাশি।
১৯.বলের মাত্রা কি? উত্তরঃ mLT-2।
২০.কোথায় বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ থাকে না?উত্তর:পৃথিবীর কেন্দ্রে।
রসায়ন :
১.কোন শব্দ থেকে chemistry শব্দের উৎপত্তি?উত্তরঃকিমি শব্দ থেকে।
২.আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে?উত্তরঃঅ্যান্টনি ল্যাভেসিয়ে কে।
৩.প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি?উত্তরঃ মিথেন।
৪.1 atm চাপে বরফের গলনাঙ্ক কত?উত্তরঃ0°।
৫.নিশাদল কোন ধরনের পদার্থ? উত্তরঃউধ্বপাতিত পদার্থ।
৬.পটাশিয়ামের ল্যাটিন নাম কি?উত্তরঃকেলিয়াম
৭.ক্লোরিন অনুর সংকেত লিখ?উত্তরঃCl2
৮.কোনো পরমাণুর ভর সংখ্যা কি?উত্তরঃপ্রোটন ও নিউটনের মোট সংখ্যাকে বলে।
৯.বিজ্ঞানী নীলস বোর কত খ্রিষ্টাব্দে বোর পরমাণুর মডেল প্রদান করেন? উত্তরঃ১৯১৩ সালে।
১০.তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম ৯৯ এর লাইফটাইম কত?উত্তরঃ৬ ঘন্টা।
১১.লেবুতে কোন এসিড থাকে?উত্তরঃসাইট্রিক এসিড ।
১২.জারন কি?উত্তরঃইলেকট্রন ত্যাগ করাকে জারন বলে।
১৩.পাকস্থলী থেকে কোন ধরনের এসিড নিঃসৃত হয়?উত্তরঃHcl ।
১৪.ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সম্পৃক্ত দ্রবণকে কী বলে?উত্তরঃচুনের পানি/লাইম ওয়াটার।
১৫.এসিড ও ক্ষারের বিক্রিয়াকে কি বলে? উত্তরঃপ্রশমন বিক্রিয়া।
১৬.এসিড নীল লিটমাসকে কি করে?উত্তরঃলাল করে।
১৭.H2SO4 অনুতে কয়টি পরমাণু আছে?উত্তরঃ৭টি।
১৮.খাবার সোডার সংকেত কি?উত্তরঃNaHCo3।
১৯.CaO এর বানিজ্যিক নাম কি?উত্তরঃচুন।
২০.দইয়ে কোন এসিড থাকে?উত্তরঃল্যাকটিক এসিড।
জীব বিজ্ঞান:
১.লাইকেন কি ?উত্তর:ছত্রাক ও শৈবালের সহবস্থান।
২.স্নায়ুতন্ত্রের একককে কি বলে?উত্তর:নিউরন।
৩.জীবদেহের গঠনের একককে কি বলে?উত্তর:কোষ।
৪.কোন পর্বের প্রাণীদের নিডোব্লাস্ট কোষ থাকে?উত্তর:নিডারিয়া ।
৫.প্লাটিহেলমিনথিস পর্বের প্রণীদের রেচন অঙ্গের নাম কি?উত্তর:শিকা কোষ ।
৬.জীবদেহের হরমোনের বিষয়ে আলোচনা করা হয় কোন শাখায়?উত্তর:এন্ড্রোকাইনোলজি ।
৭.ক্যারোলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী? উত্তর:সুডিশ ।
৮.মিয়োসিস কোথায় ঘটে?উত্তর:জনন মাতৃকোষে ।
৯.অন্ত্র কত প্রকার?উত্তর:২ প্রকার ।
১০ মাইটোকন্ড্রিয়ার জনক কে?উত্তর:বেনডা ।
১১.মাইটোসিসের প্রথম ধাপের নাম কি?উত্তর:প্রোফেজ ।
১২.হ্রাসমুলক বিভাজনের আরেক নাম কি?উত্তর:মিয়োসিস কোষ বিভাজন।
১৩.অনেক সময় ATP কে কী বলে?উত্তর:শক্তি মুদ্রা ।
১৪.বায়ুতে CO2 গ্যানের পরিমাণ কত?উত্তর:০.০০৩৩ ভাগ ।
১৫.উদ্ভিদের ম্যাক্রো উপাদান কয়টি?উত্তর:৬টি ।
১৬.কোন উপাদান দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ করে থাকে?উত্তর :আমিষ ।
১৭.কোন ভিটামিনের অভাবে রাতখানা রোগ হয়?উত্তর:ভিটামিন (এ)
১৮.মানব দেহে কত জোড়া সেক্স ক্রোমোজোম থাকে?উত্তর:১ জোড়া ।
১৯.বংশগতির জনক কে?উত্তর:গ্রেগর জোহান মেন্ডেল ।
২০.পাথরকুচি কিসের মাধ্যমে বংশবৃদ্ধি করে?উত্তর:পাতার মাধ্যমে ।
আজ এই পর্যন্তই সামনের পর্ব নিয়ে অন্য কোন বিষয় নিয়ে হাজির হব ইনশাহআল্লাহ । ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্রাথর ডট কমের সাথেই থাকুন। বাহিরে গেলে মাস্ক ব্যবহার করুন ,নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন করুন আল্লাহ হাফেজ ।