আসসালামুআলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন।সবাই সবার অবস্থানে ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি সবসময়।
আজকাল অনলাইনে ইনকাম এর বিষয় টা অনেকটা চাহিদাসম্পন্ন হয়ে দাঁড়াচ্ছে। ইউটিউব কিংবা গুগলে প্রতিনিয়ত অনলাইনে ইনকাম নিয়ে প্রচুর যেমন সার্চ হচ্ছে তেমন প্রতিনিয়ত অনেকে অনলাইনে ইনকাম নিয়ে ইউটিউব ভিডিও বানাচ্ছে আর অন্যদিকে গুগলে পোস্ট করছে ব্লগ কিংবা ওয়েবসাইট এর মাধ্যমে।
কিন্তু আসলে কি এতসব ভিডিও কিংবা পোস্ট এর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব?
উত্তর টা হচ্ছে সম্ভব।অনলাইন থেকে টাকা ইনকাম সম্ভব।কিন্তু যেমন সম্ভব সেটা অনেক কষ্টের।আপনাকে পরিশ্রম করে অনলাইন থেকে আয়ের কথা চিন্তা করতে হবে।আর বিশেষ কিছু জ্ঞান আপনার মাঝে থাকতে হবে অবশ্যই।
তবে এই যে প্রতিনিয়ত অনেক ইউটিউবার ইউটিউবে ভিডিও আপলোড করছে যে অনলাইন থেকে প্রতিদিন ইনকাম করুন ৫০০টাকা,১০০০টাকা এগুলো বেশিরভাগ ফেক হয়।কারণ তারা বেশিরভাগ অ্যাপ থেকে ইনকাম নিয়ে রিভিউ করে থেকে।এতে তাদের ভিউজ আসে ভালো।
নরমালি আপনার যদি একটি ব্লগ সাইট থেকে তাহলে সেখানে আপনি হয়তো অনলাইন ইনকাম নিয়ে কোনো একটা আর্টিকেল লিখতে পারেন কিন্তু দেখা যাচ্ছে আপনি সেই অনলাইন ইনকামের কাজটি করছেন না।
আপনাকে অবশ্যই বুঝতে হবে যে সত্যি যদি কোনো অ্যাপ থেকে প্রতিদিন ৫০০-১০০০টাকা ইনকাম করা যেতো তাহলে তো অবশ্যই সবাই সব কাজ ছেড়ে অবশ্যই কাজটির পিছনে পড়ে থাকতো।তারা বেশিরভাগ ক্লাকবেট করে থাকে অডিয়েন্স দের ইমপ্রেস করতে কিংবা ভিডিওতে ক্লিক করতে।
এখন কথা আসছে যে অনেকে তো অ্যাপে হয়তো এখন কাজ করছেন তবে এগুলো কি সত্যি ফেক?
আমি বলছি না সব অ্যাপ ফেক।নরমালি একটা নতুন অ্যাপ যখন প্লে স্টোরে আসবে ইনকাম সম্পর্কিত তখন কিন্তু শুরুতে তাদের পেমেন্ট করার চিন্তাধারা থাকতে পারে।
এমন অ্যাপ যদি পান তাহলে অবশ্যই আগে জেনে নিবেন যে অ্যাপটি কখন এসেছে প্লে-স্টোর।আর সত্যি কি পেমেন্ট করছে কিনা।কিছু কিছু অ্যাপ আছে যেগুলো পেমেন্ট করে কিন্তু সবসময়ের জন্য কিন্তু অ্যাপটি পেমেন্ট করবে এমন কোনো নিশ্চয়তা নেই।কারণ অ্যাপ এর কাজ আপনি অ্যাপের মাধ্যমেই করবেন।এখানে তারা পেমেন্ট করা বন্ধ করে দিলে আপনি কিছুই করতে পারবেন না।
কিছু টাকা হাত খরচ হিসেবে পাওয়ার জন্য আপনি অ্যাপে কাজ করতে পারেন যেগুলো সত্যি পেমেন্ট করে থাকে।কিন্তু আপনি যদি অধিকসময় অনলাইন থেকে আয় করতে চান তাহলে আপনাকে অন্য পথ বেছে নিতে হবে।যেমন ধরুন: ব্লগিং করা, ইউটিউবিং করা, গ্রাফিক্স ডিজাইন,ফ্রিলান্সিং এর নানান কাজ,আউটসোর্সিং বিষয়গুলো।
এগুলোর মাধ্যমে আপনি চাইলে অধিক সময় কাজ করে মোটামুটি মাস এর শেষে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।কারণ আপনারা অনেকে জেনে থাকবেন ফ্রিলান্সিং করে অনেকে মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করেছে।সুতরাং চাইলেও আপনি পারেন।
এজন্য আপনার তেমন কোনো দক্ষতা থাকার দরকার নেই। শুধু অনলাইনে কারো সাথে লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে কাজ করবেন।আর বুদ্ধির সাথে সবকিছু করবেন তাহলে আপনার ইনকাম হবে ১০০%।
আর ফেসবুকে কিংবা অন্যান্য অনেক সাইটে এড ফি দিয়ে অনেকে কাজের বিজ্ঞাপন দিয়ে থাকে পোস্টের মাধ্যম এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন।
তাহলে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে অনলাইনের মত মার্কেটপ্লেসে কি সত্যি ইনকাম সম্ভব নাকি আর কিভাবে বিস্তারিত।তাহলে নিজের ক্যারিয়ার নিয়ে আজ থেকে কাজ করতে শুরু করে দিন।