আসসালামুআলাইকুম কেমন আছেন আপনারা সবাই ? আশা করি সবাই অনেক ভাল আছেন।
বরাবরের মতই আরো একটি নতুন আর্টিকেল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। বর্তমান দিনে আপনি যদি ইউটিউবে কাজ করে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার চ্যানেল সিলেক্ট করে নিতে হবে আর সেটা অবশ্যই লাভজনক কিছু একটা হতে হবে।
কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে একটা ভুল করে থাকি, সেটা হলো বড় ইউটিউবাররা যেসব চ্যানেলে কাজ করে সফল হয় সেরকম চ্যানেল আমরা বানিয়ে ফেলি। কিন্তু এতে প্রতিযোগিতার একটি বিষয় থাকে।
কারণ আপনার চ্যানেল এর মতই যদি আরও চ্যানেল থাকে তাহলে তাদের ভিডিও ভাইরাল না হয়ে কেনো আপনার টা হবে। বিশেষ কিছু না থাকলে আপনার চ্যানেল কখনো রেঙ্ক করবে না। তাই নিচে কয়েকটি সেরা লাভজনক ইউটিউব চ্যানেল এর আইডিয়া দেওয়া হলো।
১. মোটিভেশনাল ভিডিও : ইউটিউব প্রতিনিয়ত মোটিভেশনাল ভিডিও নিয়ে অনেক সার্চ হয়। আর আপনি যদি মোটিভেট করার মতো কোনো গুণের অধিকারী হন কিংবা কাওকে উৎসাহ দেওয়ার মতো কথা বলতে পারেন তাহলে এটি আপনার জন্য সেরা লাভের একটি বিষয় হবে।
এরজন্য আপনাকে অবশ্যই ভালো কথা বলতে জানতে হবে। কারণ মোটিভেশনাল এর মানেই হলো মানুষকে মোটিভেট করা।
২. প্রডাক্ট রিভিউ : বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেগুলো মানুষ কেনার আগে সেগুলো সম্পর্কে জানতে চায়, জিনিসটা কেমন, দাম কত বিস্তারিত। সেটা হতে পারে মোবাইল, লেপটপ, কম্পিউটার ইত্যাদি।
এরজন্য আপনার তেমন কষ্ট করতে হবে না।কোনো নতুন প্রোডাক্ট বাজারে আসলেই সেটা নিয়ে একটি রিভিউ করবেন।
৩.অনলাইন ইনকাম : অনলাইন ইনকাম করা নিয়ে অনেকে জানতে আগ্রহী থাকে। যার কারণে প্রত্যেকদিন অনলাইন ইনকাম নিয়ে অনেক সার্চ হয়। তাই আপনি ব্লগিং, এফিলিয়েট , অ্যাপ থেকে ইত্যাদি বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও বানাবেন।
এতে খুব সহজেই আপনার ভিডিও ভাইরাল হবে।কারণ অনলাইনে আয় করতে প্রচুর মানুষ আগ্রহী।
৪. Unboxing : আপনি যদি যেকোনো জিনিষ আনবক্সিং করে ভিডিও বানাতে পারেন তাহলে সেটা প্রচুর মানুষ দেখবে।
কারণ নরমালি ধরুন একটি নতুন মোবাইল বাজারে এসেছে, এখন আমরা হয়তো ছবিতে দেখেছি যে মোবাইলটি কেমন, কিন্তু প্যাকেট খুলে তো আর দেখিনি, আর তাই এটা দেখতেই আপনার ভিডিও সবাই দেখতে চাইবে।
৫.বিভিন্ন টিপস এন্ড টিউটোরিয়াল : আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়ের উপর আপনি টিউটরিয়াল বানিয়ে সবাইকে শেখাতে পারেন।
আপনার যদি ভালো দক্ষতা থাকে তাহলে আপনি টিউটরিয়াল ভিডিও বানিয়ে প্রচুর লাভ করতে পারবেন।
৬.ফানি ভিডিও : মজার ভিডিও, ফানি ভিডিও,হাসির ভিডিও এককথায় যে ভিডিও গুলো দেখার মাধ্যমে মানুষ একটু হাসতে পারবে।এমন ভিডিও যদি আপনি বানাতে পারেন তাহলে আপনার চ্যানেল ভালোই চলবে। ইনকাম ভালো করতে পারবেন।
৭. সাস্থ্য সম্পর্কে : আপনি চাইলে সাস্থ্য সম্পর্কে কোনো চ্যানেল বানাতে পারেন।কারণ প্রতিনিয়ত স্বাস্থ্য নিয়েও ভালো পরিমাণে সার্চ হয় ইউটিউবে।
তাই আপনি সাস্থ্য নিয়ে বিভিন্ন টিপস এর একটি চ্যানেল বানাতে পারেন।
৮.interesting video : একটু অন্যরকম অদ্ভুত ভিডিও দেখা মাত্রই সবাই সেটিকে ক্লিক করে।আর ইউটিউবে এসব ভিডিও সহজেই ভাইরাল হয়।
তাই আপনি অদ্ভুত রকমের কিছু ভিডিও বানাতে পারলে ভালোই ইউটিউবিং করতে পারবেন।
টেকনোলজি নিয়ে বলছি না কারণ বর্তমানে টেকনোলজি নিয়ে অসংখ্য ইউটিউব চ্যানেল রয়েছে, যার কারণে সহজে আপনি টেকনোলজি নিয়ে ভিডিও বানিয়ে লাভ করতে পারবেন না। উপরের বিষয় নিয়ে চ্যানেল বানিয়ে কাজ শুরু করে দিন। আসা করি খুব তাড়াতাড়ি লাভবান হবেন। তবে অবশ্যই কনটেন্ট ভালো হতে হবে সাথে কনটেন্ট এর কোয়ালিটি, নাহলে আপনার ভিডিও কেও দেখতে চাইবে না।