আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
আমিও ভালো আছি।
আজকে আমার পোস্ট টি মুলত ৮ম শ্রেনির বাংলা অ্যাসাইমেন্ট এর প্রশ্ন ও উত্তর ভিত্তিকক।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-
১। ‘পড়ে পাওয়া” গল্পটি
রিনা ও মলি স্কুলে নতুন বই আনতে গিয়েছে। বই | ভালাে করে পাঠ করবে |
নিয়ে বের হওয়ার সময় তারা স্কুলের মাঠে একটি এবং গল্পের বাদল, বিধু |
দামি মােবাইল ফোন পেল। তা তাদের সহপাঠী সিধু, তিনুরা সততা ও সাথে
রনির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে। তারা বুদ্ধিমত্তার দ্বারা যেভাবে
সিদ্ধান্ত নেয় যে, ফোনের প্রকৃত মালিককে এটি ফেরত বাক্সটি প্রকৃত মালিককে সৃজনশীলতা
দেবে। কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রকৃত মালিককে ফেরত দিয়েছিল, সেই
ফেরত দিতে পারে, সেই ধাপসমূহের বর্ণনা|
অভিজ্ঞতার আলােকে
অ্যাসাইনমেন্টটি তৈরি
করবে।
৮ম শ্রেণির এ্যাসাইনমেন্ট ১ম সপ্তাহ। 2021 |বাংলা | উত্তর
মােবাইল ফোনটি প্রকৃত মালিক কে ফেরত দেওয়ার
প্রক্রিয়া :
রিনা ও মলি স্কুলে নতুন বই আনতে গিয়েছে। বই
নিয়ে বের হওয়ার সময় তারা স্কুলের মাঠে একটি দামি
মােবাইল ফোন পেল। তারা তাদের সহপাঠী রনির সাথে
বিষয়টি নিয়ে আলােচনা করে। তারা সিদ্ধান্ত নেয় যে,
ফোনের প্রকৃত মালিক কে এটি ফেরত দেবে।
যে প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রকৃত মালিক কে ফেরত
দিতে পারে ‘পড়ে পাওয়া’ গল্পের আলােকে সে
ধাপসমূহের বর্ণনা করা হলাে।
১. সর্বপ্রথম সকলকে একত্রে আলােচনা করতে হবে
এবং ভাবতে হবে যে কিভাবে সমস্যাটির সমাধান করা
যাবে । সকলে মিলে একটি সুন্দর পরিকল্পনা তৈরি
করতে হবে।
যে প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রকৃত মালিক কে ফেরত
দিতে পারে ‘পড়ে পাওয়া’ গল্পের আলােকে সে
ধাপসমূহের বর্ণনা করা হলাে।
১. সর্বপ্রথম সকলকে একত্রে আলােচনা করতে হবে
এবং ভাবতে হবে যে কিভাবে সমস্যাটির সমাধান করা
যাবে । সকলে মিলে একটি সুন্দর পরিকল্পনা তৈরি
করতে হবে।
২. একটি মােবাইল পাওয়া গেছে কথাটি বড় বড় করে
কাগজে লিখে পােস্টার তৈরি করতে হবে। লিখিত
পােস্টারগুলাে স্কুলের আশেপাশে বিভিন্ন দেওয়ালে
লাগাতে হবে বিশেষ করে, স্কুল গেটের সামনে, অফিস
কক্ষের সামনে, শিক্ষক মিলনায়তনের সামনে এবং
ক্লাস রুম গুলাের সামনে লাগাতে হবে।
৩. সঠিক ব্যক্তির হাতে যেন মােবাইলটি পৌঁছায় তার
জন্য সঠিকভাবে যাচাই-বাছাই করে নিতে হবে । যে
কেউ মােবাইলটি নেওয়ার চেষ্টা করতে পারে। তাই
কোন ব্যক্তি মােবাইলের খোঁজ করলে বা মােবাইলটি
তার দাবি করলে তাকে ভালাে করে মােবাইলটি
সম্পর্কে জিজ্ঞেস করতে হবে বিশেষ করে
মােবাইলটির রং, ডিজাইন, মডেল ইত্যাদি সম্পর্কে।
৫. প্রকৃত মালিকের হাতে যে মােবাইলটি পৌঁছেছে এবং
তিনি যে তার হারানাে মােবাইল ফোনটি তার হাতে
বুঝে পেয়েছেন সে ব্যাপারে লিখিত আকারে প্রমাণ
রাখতে হবে। এতে করে পরবর্তীতে কোন ধরনের
সমস্যা সৃষ্টি হবে না ।
আর এভাবেই উপরের ধাপগুলাে অনুসরণ করে তারা
তিন জন মিলে সহজেই মােবাইলের প্রকৃত মালিক কে
তার মােবাইলটি ফেরত দিতে পারবে।
সবাইকে ধন্যবাদ।
★*★