আমাদের পৃথিবীতে যা কিছু আছে সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু জ্ঞানসম্পদের কখনো শেষ হবে না কারণ, জ্ঞান চিরন্তর, জ্ঞান বিতরণ করলে কমে না, বরং আরো বৃদ্ধি পায় সেইজন্য জ্ঞানচর্চা অসিমঅর্থের জন্য মানুষ উদয়াস্ত পনিশ্রম করে চলেচে অর্থ এমন এক সম্পদ যা দিয়ে আমরা আমাদের সমাজ জীবনে ব্যক্তির অবস্থান নির্ণয় করে থাকি কিন্তু এ সম্পদ যা মানুষের বাহিরের দিকটা প্রকাশ করে থাকে অর্থসম্পদ যতই শক্তির অধিকারী হোক না কেন তার কোন স্থায়িত্ব নেয় এককালের সম্পশালী জমিদারও একসময় সিঃস্ব হয়ে পড়েন একজন জ্ঞানী ব্যক্তি সময়ের ব্যপ্ত পরিসরে অধিকতর জ্ঞানী হতে থাকেন থাই বলা যাই যে, ধনী ব্যক্তির ধনসম্পদ এক সময় শেষে হয়ে যাবে কিন্তু জ্ঞান ক্রমেই বৃদ্ধি পেতে থাকে তাই অর্থসম্পদে নয়, জ্ঞানসম্পদের সমৃদ্ধ ব্যক্তিগণই দেশ ও জাতির প্রকৃত সম্পদ থাই মহাজনেরা বলেছেন “অর্থ সম্পদের মাপকাঠিতে নয়, বরং জ্ঞানসম্পদের মাপকাঠিতে মানুষের মূল্যায়ন করা উচিৎ”
Bangladesh vs New Zealand | 2nd T20i 2021 | National Stadium, Dhaka-🔴LIVE
Bangladesh vs New Zealand 2nd T20i 🔴LIVECricket Score, 2nd T20I, Shere Bangla National Stadium, Dhaka