আজকাল আমাদের প্রায় অনেকের মাঝে একটি কঠিন রোগ দেখা যাচ্ছে আর তা হলো থাইরয়েড | থাইরয়েড রোগটির একটি বড় সমস্যা হলো এই রোগটিতে অনেকেই দিনের পর দিন ভুগতে থাকে কিন্তু কেউই বুজতে পারেনা যে তারা থাইরয়েড রোগে আক্রান্ত |
থাইরয়েড রোগটির কিছু কমন সমস্যা আছে আর সেগুলোর মধ্যে প্রধান কিছু সমস্যা হচ্ছে যদি আপনি দেখেন হটাৎ করেই ঘুম কমে গেছে | আপনি অনেক ক্লান্ত টাও আপনি ঘুমাতে পারছেন না আবার ঠিক এর উল্টো টাও হতে পারে ধরুন আপনি রাতে পরিপূর্ণ ভাবে ঘুমানোর পরেও সারা দিন আপনার ক্লান্ত লাগছে ঘুম পাচ্ছে তাহলে দেড়ি না করে আপনার থাইরয়েড পরীক্ষা করুন |
আবার আপনার হার্টবিট যদি বেশি হয় অকারণে আপনার বুক ধড়ফড় করে এমনকি আপনি যখন বিশ্রাম নিচ্ছেন ওই সময় ও হার্টবিট বেশি তাহলে আপনি থাইরয়েড রোগে আক্রান্ত কিনা পরীক্ষা করানো উচিত |
হটাৎ যদি আপনার ওজন বেড়ে যায় অথবা কমে যাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন |
আপনার যদি কোষ্টকাঠিন্য সমস্যা দেখা দে থামলে বুজতে হবে আপনি থাইরয়েড রোগে আক্রান্ত |
যদি হটাৎ হটাৎ এমন হয় যে আপনি খুব অসুস্থ অনুভব করছেন হটাৎ হটাৎ গরম লাগছে ঘাম হচ্ছে তাহলে আপনি বুঝবেন আপনার থাইরয়েড পরীক্ষা করতে হবে |
যদি হটাৎ করে আপনার চুল পাতলা হয়ে যায় | চুল পড়তে থাকে তাহলে আপনার থাইরয়েড পরীক্ষা করানো উচিত |
যদি এই ধরণের লক্ষণগুলো দেখেন তাহলে দেড়ি না করে থাইরয়েড পরীক্ষা করুন | থাইরয়েডের ঔষধ মূলত সারাজীবন খেতে হয় | পরীক্ষা করার পর যদি আপনার থাইরয়েড ধরা পড়ে তাহলে দেড়ি না করে ডাক্তাররের পরামর্শে ঔষধ সেবন করুন |