Ad-Doge থেকে মাসে হাজার টাকা পর্যন্ত ইনকাম!!!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে “Ad-doge” নামক একটি সাইট থেকে মাসে কয়েক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

“Ad-Doge” কীঃ এটি হচ্ছে একটি আর্নিং ওয়েবসাইট। এটি একটি অত্যন্ত ট্রাস্টেড সাইট। এটি মূলত একটি পিটিসি সাইট। কিন্তু এই ওয়েবসাইটে অন্যান্য মাধ্যমেও টাকা ইনকাম করা যায়। এটি অনেক সময় পর্যন্ত এদের ব্যবহারকারীদের টাকা দিয়ে আসছে। আমি নিজেই এই ওয়েবসাইট থেকে মোট ২৫ বার উইথড্র দিয়েছি। নিচে আমি বলতেছি এখানে আপনি কিভাবে একাউন্ট খুলবেন ও কোন কোন উপায়ে কত টাকা ইনকাম করবেন।

কিভাবে একাউন্ট খুলবেনঃ
একাউন্ট খোলার জন্য আপনাকে ad-doge.com এই ওয়েবসাইটে যে হবে। আমি নিচে লিংক দিয়ে দিব আনে।
সাইন আপ করুন!!!
উপরের দেওয়া লিংকে ক্লিক করার পর আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। তারপর আপনি “register” লেখা একটি অপশন দেখবেন সেটিতে ক্লিক করুন। তারপর আপনাকে সাইন আপ পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি আপনার ইউজার নেইম, ইমেইল, পাসওয়ার্ড, জন্মসাল ও ফোন নাম্বার দিন। তারপর ক্যাপচাটি ফিল করে “Register” বাটনে ক্লিক করুন। তারপর আপনার দেওয়া ইমেইল আ্যড্রেসে একটি ভেরিফিকেশন লিংক যাবে সেটিতে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট খোলা হয়ে গিয়েছে।

ইনকামের উপায়ঃ
এই ওয়েবসাইট থেকে ইনকাম করার অনেক উপায় আছে। উপায়গুলো কি কি এবং কত টাকা করে পাবেন তা নিচে দিচ্ছিঃ

১. Faucet : এই ওয়েবসাইট থেকে ইনকামের এটিই সবচেয়ে ভালো উপায়। আপনি প্রতি ৫ মিনিট পরপর এটি ক্লেইম করতে পারবেন। প্রত্যেক ক্লেইমের জন্য আপনি ০.০০১$ করে পাবেন। বর্তমানে কিছু সমস্যার জন্য এই অপশনটি অফ আছে। আবার কয়েকদিন পর খুলে দেওয়া হবে।

২. CPA/GPT Offer : এক্ষেত্রে আপনাকে ছোট ছোট বিভিন্ন টাস্ক দেওয়া হবে যেমন একটি ওয়েবসাইটে সাইন আপ, একটি রিভিউ লেখা, এই ওয়েবসাইটটি সম্পর্কে একটি ভিডিও তৈরি ইত্যাদি।
বর্তমানে এই ওয়েবসাইটিতে ৩৪টি অফার আছে। এক একটি অফারে প্রায় ০.২৫$-০.৫০$ পর্যন্ত পেতে পারেন।

৩. PTC : PTC এর অর্থ হলো Paid to click অর্থাৎ এই ওয়েবসাইটের আ্যডভার্টাইজাররা বিভিন্ন আ্যড দেয়। সেই আ্যডগুলোতে ক্লিক করলে আপনাকে টাকা দেয়া হবে। আপনি একটি ১০ সেকেন্ডের আ্যডের জন্য ০.০০১$, ৩০ সেকেন্ডের আ্যডের জন্য ০.০০১৫$ ও ৬০ সেকেন্ডের আ্যডের জন্য ০.০০৩$ পাবেন।

৪. Hourly Bonus : এটি কিছুটা Faucet এর মতোই। আপনি প্রতি ঘণ্টায় ১বার এটি ক্লেইম করতে পারবেন। আপনি এখান থেকে প্রতি ক্লেইমে ০.০০১$-১০$ পর্যন্ত পেতে পারেন।

৫. Shortlink : আপনি এখান থেকে শর্টলিংক দেখেও ইনকান করতে পারবেন। আপনি এখান থেকে শর্টলিংকের মানের উপর ভিত্তি করে প্রতি শর্টলিংকের জন্য ০.০০০৫$-০.০০১৫$ পর্যন্ত পেতে পারেন।

৬. Youtube Video : আপনি এখান থেকে চাইলে ইউটিউব ভিডিও দেখেও ইনকাম করতে পারবেন।আপনি একটি ইউটিউব ভিডিও ৩০ সেকেন্ড বা তার বেশি দেখলে আপনাকে ০.০০১$ দেওয়া হবে।

৭. Twitter Follow : আপনি এখানে টুইটারে বিভিন্ন ব্যক্তিকে ফলো করেও ইনকাম করতে পারবেন। কিন্তু তার জন্য প্রথমে আপনাকে আপনার টুইটার একাউন্টটি এখানে কানেক্ট করতে হবে। আপনি প্রত্যেকটি ফলোর জন্য ০.০০১$ করে পাবেন।

৮. PTP : PTP অর্থ হচ্ছে Paid to Promoteপ্রমতে অর্থাৎ এরা আপনাকে একটি লিংক দিবে সেই লিংকটি কেউ ভিজিট করলে আপনি টাকা পাবেন। এরা বর্তমানে প্রতি ১০০০ টি ভিজিটের জন্য ০.২৫$ দেয়। অর্থাৎ প্রত্যেকটার জন্য ০.০০০২৫$।

৯. Survey : আপনি এখান থেকে সার্ভে করেও ইনকাম করতে পারেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে বেশি একটা সার্ভে পাওয়া যায়না। আপনি হয়ত সপ্তাহে বা মাসে দুই একটি সার্ভে পেতে পারেন।

১০. Offerwall : আপনি এখান থেকে ওফার ওয়াল৷ কমপ্লিট করেও ইনকাম করতে পারেন। ওফার ওয়াল হচ্ছে আপনাকে বিভিন্ন টাস্ক দেওয়া হবে আর সেই টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। কিন্তু বর্তমানে বাংলাদেশে বেশি একটা সার্ভে পাওয়া যায়না। আপনি হয়ত সপ্তাহে বা মাসে দুই একটি সার্ভে পেতে পারেন।

১১. Daily Bonus : আপনি যদি একদিনের মধ্যে ৫টি পিটিসি আ্যড, ৫টি ওফার ওয়াল টাস্ক, ৫টি ভিডিও, ২টি শর্টলিংক কমপ্লিট করতে পারেন তাহলে আপনি ০.০১$ পাবেন।

উইথড্রঃ
উইথড্র দেওয়ার আগে আপনি আপনার একাউন্টের প্রোফাইলে গিয়ে আপনার পেমেন্ট মেথডের একাউন্ট নাম্বারগুলো দিয়ে দিবেন। উইথড্র দেওয়ার জন্য আপনি আপনার ড্যাশবোর্ডে যাবেন। তারপর “Withdraw” লেখা অপশনে ক্লিক করবেন। প্রত্যেকটি মেথডের মিনিমাম আ্যমাউন্ট ও ফি আমি নিচে বলে দিচ্ছি।

১. Payeer : এই মেথডে মিনিমাম উইথড্র দেওয়ার আ্যমাউন্ট হচ্ছে ১$ ও সর্বোচ্চ আ্যমাউন্ট হচ্চে ১০$। আপনাকে Payeer এ উইথড্র দেওয়ার জন্য ৫% ফি দিতে হবে।

২. Perfect Money : এই মেথডে মিনিমাম উইথড্র দেওয়ার আ্যমাউন্ট হচ্ছে ১$ ও সর্বোচ্চ আ্যমাউন্ট হচ্চে ১০$। আপনাকে Perfect Money এ উইথড্র দেওয়ার জন্য ৫% ফি দিতে হবে।

৩. FaucetPay : এই মেথডে মিনিমাম উইথড্র দেওয়ার আ্যমাউন্ট হচ্ছে ১$ ও সর্বোচ্চ আ্যমাউন্ট হচ্চে ১০$। আপনাকে FaucetPay এ উইথড্র দেওয়ার জন্য ১% ফি দিতে হবে।

৪. ExpressCryoto :এই মেথডে মিনিমাম উইথড্র দেওয়ার আ্যমাউন্ট হচ্ছে ১$ ও সর্বোচ্চ আ্যমাউন্ট হচ্চে ১০$। আপনাকে ExpressCrypto এ উইথড্র দেওয়ার জন্য ১% ফি দিতে হবে।

এই ওয়েবসাইটটি আমার সবচেয়ে প্রিয় আর্নিং ওয়েবসাইটগুলোর মধ্যে একটি। এখান থেকে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন আর পেমেন্ট নিয়ে নিশ্চিন্তে থাকুন।

তো আজকের জন্য এতটুকুই আবার কয়েকদিন পর আপনাদের সামনে হাজির হব নতুন কোন একটা টপিক নিয়ে৷ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের জন্য বিদায় জানাচ্ছি। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি এই পোস্টটি আপনার ভালো লেগেছে এবং নিশ্চয়ই পোস্টটি আপনাদের বন্ধু – বান্ধবের সঙ্গে শেয়ার করবেন।

আমার আগের পোস্ট

Related Posts

13 Comments

মন্তব্য করুন