Adsence কে কাজে লাগিয়ে ইনকামের সুযোগ

Adsence কী?

Adsense হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনের (Advertisement) Program. এটি গুগল কর্তৃপক্ষ সয়ং নিজে পরিচালনা করছে।

Adsence দিয়ে মাসে কত টাকা ইনকাম করা যায়?

প্রতি মাসে এখান থেকে ১০০ ডলার থেকে ১০০০০ ডলার পযন্ত ইনকাম করা স্মভব।

প্রতি ডলার=৮৫ টাকা

একবার ভাবুন তো এখান থেকে পরিমাণ আয় করা যায়।

Adsence দিয়ে ইনকামের উপায়গুলোঃ

ব্লগিং 

  • নিজের একটি ব্লগিং সাইট খুলে সেখানে নিয়মিত লেখালেখি করে এড এর মাধ্যমে আয় করতে পারেন।
  1. প্রথমে blogger.com থেকে একটি ব্লগ তৈরি করুন।
  2. আপনার ব্লগের ডোমেইন সিলেক্ট করুন।
  3. আপনার সাইটের টেমপ্লেট আপলোড করুন।
  4. ব্লগার সেটিং ভাল করে করুন।
  5. ব্লগ গুগল সার্চ কনসোলে সাবমিট করুন।
  6. ব্লগে ইউনিক পোস্ট লিখুন।
  7. ব্লগের পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
  8. google adsense এর জন্য আবেদন করুন।
  9. এডসেন্স কোড আপনার ব্লগে জুড়ুন।
  10. এখন আপনি গুগল থেকে ব্লগের মাধ্যমে টাকা আয় করতে পারবেন।

ইউটিউব

ভিডিও কে না দেখতে পছন্দ করে। আজকাল ইন্টারনেট স্পিড অনেক ফাস্ট হওয়ার কারণে বেশির ভাগ মানুষ ইউটিউবে সময় দিচ্ছে কেউ বা ভিডিও তৈরি করছে আবার কেউবা ভিডিও আপলোড করছে।
ইউটিউব হচ্ছে বিশ্বের সবথেকে বড়ো ভিডিও শেয়ারিং সোশ্যাল সাইট। কেউ বা এখানে movie দেখে, কেউ বা দেখে সিরিয়াল আবার কেউ বা দেখে কাটুন। প্রায় সব ধরনের ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন। কিন্তু আপনি জানেন কি কারা এই ভিডিও আপলোড করে?
আপনার আমার মতো সাধারণ মানুষ এখানে ভিডিও আপলোড করছে। হয়তো আপনি দেখে থাকবেন কোন ভিডিও চলতে চলতে মাঝের মধ্যে বিজ্ঞাপন দেখায় এই বিজ্ঞাপন থেকেই যে ব্যাক্তি ভিডিও আপলোড করেছে সে google থেকে অনলাইন ইনকাম করে।
 
আপনিও মনে করলে এমন ভিডিও তৈরি ইউটিউবে আপলোড করতে পারবেন । আপনার ইউটিউব চ্যানেলে যখন ১০০০ হাজার সাবস্ক্রাইব আর ৪ হাজার ওয়ার্চ টাইম হয়ে যাবে তখন আপনি google adsense এর সাথে আপনার চ্যানেল মনিটাইজ করে গুগল থেকে অনলাইন ইনকাম করতে পারবেন।
  1. প্রথমে youtube.com থেকে একটি চ্যানেল তৈরি করুন।
  2. চ্যানেলের জন্য সুন্দর নাম রাখুন।
  3. YouTube কভার ফটো লাগান।
  4. চ্যানেলের জন্য সুন্দর logo তৈরি করুন।
  5. ইউটিউবে ভিডিও আপলোড করুন।
  6. ভিডিওতে customs thumbnail ব্যবহার করুন।
  7. ভিডিওতে title, tag, description দিন।
  8. সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করুন।
  9. ১০০০ হাজার সাবস্ক্রাইবার করুন।
  10. আপনার youtube channel গুগল এডসেন্সে জুড়ুন।
  11. যখনি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আপনার ভিডিওতে বিজ্ঞাপন আশা শুরু হয়ে যাবে।
  12. এখন আপনি গুগল থেকে ইউটিউবের মাধ্যমে টাকা আয় করতে পারবেন।

Related Posts