আসসালামুয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন। আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো থাকারি কথা কারন,গ্ৰাথর ডটকম এর সাথে থাকলে সবাই ভালোই থাকে। কারন এখানে থেকে আমরা সবসময় নতুন কিছু শিখতে ও জানতে পারি। তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে Amberit app এ খুব সহজেই রিচার্জ করতে পারবেন। এবং কম টাকায় বেশি কথা বলতে পারবেন। তো বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আজকের মুল টপিক।
বন্ধুরা আজ আমি আপনাদের বলবো কীভাবে আপনারা Amberbit app এ আপনার বিকাশ থেকে রিচার্জ করবেন। কম টাকায় বেশি কথা বলতে Amberbit app কিন্তু অনেক ভালো app এটা। আমরা অনেকেই জানি। আমরা অনেকেই এই app দিয়ে কথা বলি। তো চলুন আর বেশি কথা বাড়াবো না। শুধু করি আজকের মুল টপিক।
১. প্রথমে আপনি আপনার বিকাশ app open করুন। অবশ্যই আপনাকে বিকাশ app দিয়ে রিচার্জ করতে হবে তাছাড়া হবে না। তারপর পে বিল options select করুন।
২. তারপর আপনার সামনে অনেক গুলো options দেখতে পারবেন। সেখানে দেখতে পারবেন Amberbit লেখা ওখানে ক্লিক করুন।
৩. তারপর আপনি আপনার Amberbit app এর আইডি নাম্বার এবং একটি কন্টাক্ট নাম্বার দেন। তারপর নিচে দেখবেন তীর চিহ্ন ওখানে ক্লিক করুন
৪.তারপর আপনি কতো টাকা রিচার্জ করতে চান। সেটা বসিয়ে দিন। তারপর তীর চিহ্ন রয়েছে ওখানে ক্লিক করুন।
৫.তারপর আপনি আপনার পিন নম্বর দিয়ে confirm করুন। তারপর আপনার কাজ শেষ।
সুপ্রিয় পাঠক, আশা করি পোস্ট টি আপনাদের ভালো লাগবে। যদি পোস্ট টি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর পোস্ট টি সবার মাঝে শেয়ার করে দিবেন। আর সবসময় আমাদের সাথেই থাকুন। পোস্ট টি পড়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই
ধন্যবাদ আপনাদের সবাইকে