হ্যালো আসসালামুয়ালাইকুম আশাকরি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আরো একটি এন্ড্রয়েড এর টিউটোরিয়াল এ আপনাদের সকলকে স্বাগতম এন্ড্রয়েড এর জন্য অসাধারন একটি টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আজকের টিউনটি আপনাদের অনেক কাজে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি ।
আপনার আশেপাশের অনেক লোক ডিএসএলআর ক্যামেরা চীনে তারা ভিডিও করছে , এবং ইন্টারনেটে আপলোড করছে কিন্তু আপনার সামর্থ্য না থাকায় আপনি সেটা করতে পারছেন , এবং আপনার মনের ইচ্ছা যে আপনি একটি সুন্দর ডি এস এল আর ক্যামেরা এর মত করে আপনার মোবাইল দিয়ে ভিডিও শুট করবেন তাহলে কিভাবে করবেন । সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম । আশা করি আজকের টিউনটি আপনাদের ভালো লাগবে ।
বর্তমানে বিভিন্ন লোক ইউটিউবে ভিডিও আপলোড করে থাকে এবং আপনিও ভিডিও আপলোড করে থাকেন কিন্তু আপনার ডিএসএলআর ক্যামেরা না থাকার কারণে ভিডিওটা সুন্দর দেখায় না আসুন কিভাবে সুন্দরভাবে ভিডিও শুট করবেন এবং কিভাবে ডিএসএলআর এর মত করে ভিডিও শুট করবেন সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলি ।
তো বন্ধুরা আপনি যদি আপনার মোবাইল দিয়ে ডিএসএলআর এর মত করে ভিডিও শুট করতে চান তাহলে আপনাকে একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে আপনার এন্ড্রয়েড ফোনে এবং এন্ড্রয়েড ফোন সামান্য দামি হলেই চলবে ।
মনে রাখবেন একেবারে কম দামের অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার হয় তাহলে এটা হয়তো 100 পারসেন আপনার মোবাইল ফোনে কাজ করবে না ।
প্রথমেই এখান থেকে https://play.google.com/store/apps/details?id=net.sourceforge.opencamera সফটওয়্যারটি ডাউনলোড করুন ডাউনলোড করার জন্য লিংক কপি করুন এবং গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন ওপেন করার পর সেখানে ইউআরএল পেস্ট করুন এবং এন্টার করুন গুগল প্লে সার্ভিসেস হয়ে যাবে সেখান থেকে আপনি সফটওয়ারটি ডাউনলোড এবং ইন্সটল করে নিন ।
ডাউনলোড এবং ইন্সটল করা হয়ে গেলে জাস্ট ওপেন করুন ওপেন করার পর নিচের ইনস্ট্রাকশন অনুসরণ করুন ।
Apps Install করে ওপেন করুন এবং এখানে কিছু Setting করতে হবে যেমন নিচে picture টি দেখুন ।
picture ১
সফটওয়্যারটি ওপেন করা হয়ে গেলে আমাদের কিছু সেটিংস করে নিতে হবে তো সেটিংস গুলো আসন করে নেই ।
প্রথমেই সেটিংস এর গিয়ার আইকন এ ক্লিক করুন এবং ভিডিও সেটিংস সিলেক্ট করুন ।
ভিডিও রেজুলেশন 1920 * 1080 দিন ।
Video bitrate (approx) ৩০ mbps দিন ।
3. Video frame rate (approx) ২৪ দিন ।
4. Audio source,
• যদি আপনি অডিও টি মোবাইলের Default
Mic দিয়ে Record করতে চান তাহলে Camcorder সিলেক্ট করুন। আর যদি আপনি আলাদা Mic ব্যবহার করতে চান তাহলে External mic (if present) সিলেক্ট করুন ।
setting হয়ে গেলে Home পেজে
ফিরে আসুন ।
picture ২
Exposure Compensation একটি অপশন
রয়েছে যেটি আমরা Brightness বলে থাকি
সেটাকে আপনার ভিডিও অনুযায়ী Setup করে Lock করে দিন এতে করে আমরা স্বাভাবিক ভাবে অনেক সময় ভিডিও করতে নড়াচড়া করি । সে জন্য ভিডিও টি সঠিক ভাবে Professional হয়না । তাই lock থাকলে ভিডিও বানাতে নড়া- চড়া হলেও আপনার ভিডিও Configuration টি ভালো হবে ।