Anylancer থেকে অ্যাপস ডাউনলোড করে ইনকাম।

Anylancer.com থেকে অ্যাপস ডাউনলোড করে ইনকা, এই সাইটে কাজ করতে হলে আপনাকে অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে, কারণ সাইটটা এখন নতুন তাইকাজও কম দিচ্ছে, কিন্তু কাজ আস্তে আস্তে বাড়িয়ে দেবে তখন অনেক কাজ করতে পারবেন আর ইনকাম করতে পারবেন,তাই আর দেরি না করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনিও ইনকাম করতে পারেন অ্যাপস ডাউনলোড করে, কাজ করতে হলে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।

সাইড লিংকঃ https://anylancer.com/?ref=586

একাউন্ট সাইন আপ করার জন্য যা যা করা লাগবে।

১.প্রথমে দিবেন I am a worker

২.ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম ।

৩.আপনার মোবাইলে যে ইমেইল টা লগইন করা সেই ইমেইল টা দিবেন।

৪.আপনার ইউজার নেম দেবেন মানে আপনার নামের পিছনে কিছু সংখ্যা দিবেন।

৫.পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিবে।

৬.কান্ট্রি বাংলাদেশ দিবেন মানে যে যে রাষ্ট্র’ থেকে সাইন আপ করবেন সে সে রাষ্ট্রের নাম দিবেন।

৭.সবশেষে সিকিউরিটি কোড চাইবে সিকিউরিটি কোড টা সেই জায়গায় আছে দেখে দেখে বসিয়ে দিবেন।

৮.তারপর সাইনআপ অপশন এ ক্লিক করে অ্যাকাউন্টটা সাইনআপ করে নেবেন।

তারপর আপনি যে মেইল টা দিয়েছিলেন সে মিলে একটা কনফার্ম লিংক যাবে সেই লিংকে ক্লিক করে, একাউন্টা ভেরিফাই করে নিবেন।

তারপর কাজ হলো আপনি একটা অ্যাপ যখন ডাউনলোড করবেন তখন,ডাউনলোড শেষে মোবাইলের হোম পেজে এসে একটা অ্যাপস স্ক্রিনশট নিবেন, প্রুফ হিসাবে স্কিনশট টা দিতে হবে দিয়ে, তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন, এভাবে ইনকাম করতে পারবেন।

(সবাই ভাল থাকেন আল্লাহ হাফেজ)

Related Posts

2 Comments

মন্তব্য করুন