Asus এর মাল্টিটাস্কিং ল্যাপটপ ZenBook Pro Duo

ডুয়াল ডিসপ্লের সাথে আসুস নিয়ে আসলো তাদের ‘জেনবুক প্রো ডুয়ো’। ল্যাপটপ জগতে একাধিক স্ক্রিনের ল্যাপটপ এর আগেও আমরা দেখে অভ্যস্ত। কিন্তু আসুস এবার সে ধারণাটা একটু ভিন্ন ভাবে উপস্থাপন করলো। তারা এবার সকলের সামনে উপস্থাপন করলো ভিন্ন লুকিং এর এই ZenBook Pro Duo ল্যাপটপটি। Asus মূলত কন্টেন্ট ক্রিয়েটিং, গেমিং, মিউজিক ইত্যাদি মাল্টিটাস্কিং কাজ গুলোকে টার্গেট করে এই ল্যাপটপটি রিলিজ করেছে। তো চলুন জেনে নেয়া যাক কি কি মশলা রয়েছে এই ভিন্ন লুকিং এর ল্যাপটপটিতে।

ডুয়াল ডিসপ্লে

ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে দুইটি ডিসপ্লে। 15.6 inch এর মূল পর্দাটি 4K ও OLED প্যানেল সম্পন্ন ডিসপ্লে। 3840 x 2160 রেজুলেশনের মেইন আলট্রা এইচডি ডিসপ্লের পাশাপাশি রয়েছে 3840 x 1110 রেজুলেশন সম্পন্ন টাচস্ক্রিন ডিসপ্লে (দুইটি ডিসপ্লেই ফুল টাচস্ক্রিন ডিসপ্লে)। ডিসপ্লে দুইটি কালারফুল ও উন্নত মানের ডিসপ্লে। এই ল্যাপটপটি বিভিন্ন ধরনের মাল্টিটাস্ক কাজের জন্য ল্যাপটপটি অসাধারণ একটি ল্যাপটপ। আপনি যদি দুর্দান্ত মাল্টিটাস্ক উপভোগ করতে চান তাহলে ল্যাপটপটি অনায়াসে ব্যবহার করতে পারেন।

সিপিইউ

ল্যাপটপটিতে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Core i9-9980HK প্রসেসর, যার বেজ স্পীড 2.4GHz (up to 5GHz). ল্যাপটপটির ভেতরের আটটি হাইপার থ্রেডেড কোর এর গতিকে আরো বাড়াতে সক্ষম।

গ্রাফিক্স কার্ড

ZenBook Pro Duo তে ব্যবহার করা হয়েছে Nvidia GeForce RTX 2060 গ্রাফিক্স কার্ড। যা বেশ উন্নত মানের একটি গ্রাফিক্স কার্ড। ল্যাপটপটিতে বিভিন্ন ধরনের গ্রাফিক্সের কাজ বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই করা যাবে। সেই সাথে পাবেন বেশ ভালো মানের গেমিং পারফর্মেন্স।

র‍্যাম ও স্টোরেজ

ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে 32GB DDR4 এর 2666 মেগাহার্টজ সম্পন্ন র‍্যাম। যা বেশ হাইস্পিড সম্পন্ন। আর সাথে থাকছে 1TB (টেরাবাইট) PCIe SSD (এসএসডি), যা দিয়ে খুব দ্রুত যেকোনো অ্যাপ্লিকেশন চালনা করা সম্ভব।

ল্যাপটপটির সম্পূর্ণ স্পেসিফিকেশন

সিপিইউঃ 2.4GHz Intel Core i9-9980HK (octa-core, 16MB cache, up to 5GHz)
গ্রাফিক্সঃ Nvidia GeForce RTX 2060
র‍্যামঃ 32GB DDR4 (2,666MHz)
স্ক্রিনঃ 15.6-inch, OLED Ultra HD (3,840 x 2,160), 14-inch Ultra HD (3,840 x 1,110) touch display
স্টোরেজঃ 1TB PCIe SSD
পোর্ট সমূহঃ 1 x Thunderbolt 3 (USB-C), 2 x USB-C 3.1, HDMI 2.0, headset jack
কানেক্টিভিটিঃ Intel Wi-Fi 6 with Gig+ performance (802.11ax), Bluetooth 5
ক্যামেরাঃ IR webcam with Windows Hello support
ওজনঃ 5.51 pounds (2.5kg)
সাইজঃ 14.13 x 9.68 x 0.94 inches (35.9 x 24.6 x 2.4cm; W x D x H)

ল্যাপটপটির দাম

সর্বোচ্চ কনফিগারেশনের Asus ZenBook Pro Duo ল্যাপটপটি পাওয়া যাবে দুই লাখ আশি হাজার টাকায়। আর ZenBook Duo সিরিজ শুরু এক লাখ পাঁচ হাজার টাকা থেকে।

Related Posts

14 Comments

মন্তব্য করুন