BCS পশ্নউত্তর ও সাধারণ জ্ঞান { পর্ব ৩}

আজকের বিষয় বাংলাদেশের স্বাধীনতা!!

১= কাদের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল
Ans : পাকিস্তানি হানাদার সেনাবাহিনী

২= মুক্তিবাহিনী মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল
Ans : 11টি

৩= বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কতদিন ধরে চলেছিল দীর্ঘ
Ans : নয় মাস

৪= বাংলায় স্বাধীনতার মহানায়ক
Ans : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

৫= বাংলাদেশ স্বাধীনতার মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন

Ans : কর্নেল আতাউল গনি ওসমানী

৬= স্বাধীনতা যুদ্ধে বীর বিক্রম উপাধি দেওয়া হয়
Ans : 175 জন কে

৭= স্বাধীনতা যুদ্ধে বিশিষ্ট উপাধি পায
Ans : সাতজন

৮= স্বাধীনতা যুদ্ধে বীরত্ব পুরষ্কার হলো
Ans : 4 টি

৯= অবশেষে কত সালে হানাদার সেনাবাহিনী আত্মসমর্পন করে
Ans : 1971 সালের 16 ডিসেম্বর বিকেল পাঁচটা 1 মিনিটে

১০= স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক উপাধি পায
Ans : ় 26 জন

১১= মুজিবনগর কোন ধরনের সরকার ছিল
Ans : অস্থায়ী সরকার

১২= যুদ্ধে কতজন লোক মারা গিয়েছিল
Ans : প্রায় ত্রিশ লাখের মত

১৩= জাতীয় পতাকা কি
Ans : স্বাধীন ও সার্বভৌম প্রতীক

১৪= বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইন করেন কে
Ans : কামরুল হাসান

১৫= শহীদ মিনারের স্থপতি
Ans : হামিদুজ্জামান খান

১৬= ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল
Ans : 1952 সালে একুশে ফেব্রুয়ারি

১৭= বাংলাদেশের জাতীয় পতাকার রং টা কি
Ans : ঘন সবুজের মাঝখানে উজ্জ্বল লালবৃত্ত

১৮= বাংলাদেশ জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত
Ans : 5:3

১৯= বিশ্বের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল
Ans : 10 এপ্রিল 1971

২০= পাকিস্তানি হানাদার দের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন কে
Ans : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

২১= শহীদ বুদ্ধিজীবী দিবস
Ans : 14 ডিসেম্বর

২২= জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন
Ans : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৩= যুদ্ধের সময়ের দেশের কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়
Ans : যশোর

২৪= দেশি সর্বশেষ্ঠ চিত্রশিল্পীর নাম হলো
Ans : জয়নুল আবেদীন

২৫= বাংলাদেশের সর্ব শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম

Ans : ডঃ কুদরাত-ই-খুদা

বিসিএস পরীক্ষার সাধারণ জ্ঞান এবং অন্যান্য বিষয়ে সকল ধরনের সাধারণ জ্ঞান যদি পড়তে চান তাহলে, এই সাইটের সাথেই থাকুন নিয়মিত এই সাইটে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান বিভিন্ন ধরনের টিপস শেয়ার করা হবে।
আপনার যদি এই উপরোক্ত বিষয়গুলো বা সাধারণ জ্ঞান যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন অথবা আপনার যদি কোন পছন্দের বিষয়ের উপরে সাধারণ জ্ঞান গুলো জানতে চান তাহলে কমেন্ট বক্সে সেটাও জানাবেন।
চেষ্টা করব আপনার উক্ত বিষয়ের উপরে লেখার। এই লিখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!!

Related Posts

9 Comments

মন্তব্য করুন