আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন..?? অ্যাফিলিয়েট মার্কেটিং. অনলাইন এ কাজ করতে চান যারা কমবেশি এই শব্দটা শুনেছেন।অ্যাফিলিয়েট মার্কেটিং মানে অন্যর পন্য শেয়ার করে আয় করা। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ এর একটি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আলোচনা করব।
অ্যাফিলিয়েট মার্কেটিং এ জয়েন হওয়ার জন্য সবার প্রথম এ যেকোনো একটা ব্রাউজার এ গিয়ে Bd shop লিখে সার্চ করবেন। তারপর বিডি শপ এ হোম পেজ এ গিয়ে ৩ ডড আইকন এ ক্লিক করবেন।👇👇
তারপর আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনি প্রথম এ Account তারপর sing up এ ক্লিক করবেন। 👇👇
আমার এখানে My Account দেখাচ্ছে কারন আমার একাউন্ট আছে। সাইন আপ এ ক্লিক করার পর আপনি ইমেইল এবং কঠিন একটা পাসওয়ার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করে নিবেন। তারপর আপনার একাউন্ট এ গিয়ে মাই একাউন্ট অপশন পাবেন সবার উপরে ওখানে ক্লিক করবেন। তারপর আবার অনেক গুলো অপশন দেখতে পাবেন। এখানে আপনি Affiliate program এ ক্লিক করবেন। তারপর আপনি সাধারণ ট্রাফিক সোর্স, পেমেন্ট মেথড ও মোবাইল নাম্বার দিয়ে সেভ এ ক্লিক করবেন। আপনি ফেসবুক পেজ, ইউটিউব ও ওয়েবসাইট সহ সকল মাধ্যমে এ সেল করতে পারবেন।আপনার একাউন্ট করা কমপ্লিট। এখন আপনার কাজ হচ্ছে লিংক জেনারেট করা আর পন্য সেল করা।
সবার প্রথম আপনি যে পন্য টি সেল করতে চান তারা লিংক টি কপি করে নিবেন। তারপর আপনার একাউন্ট এ গিয়ে অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ যাবেন। অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ যাওয়ার পর আপনি promote নামে একটি অপশন দেখতে পাবেন। ওখানে ক্লিক করার পর আপনি Get link এ ক্লিক করবেন। তারপর পন্যর লিংক টি দিবেন আর কিসের মাধ্যমে এ সেল করতে চান তার লিংক টা দিয়ে জেনারেট লিংজ এ ক্লিক করবেন। তাহলে আপনার সামনে নতুন একটি লিংক দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিংক।
কেউ যদি আপনার লিংক এ ক্লিক করে এসে পন্য কিনে আপনি তার কমিশন পেয়ে যাবেন। এক মাসের মধ্যে সে যেই পন্য টি কিনুক না কেন আপনি তার কমিশন পাবেন।
আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন। কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট এ জানাবেন। ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তী পোস্ট এ। আল্লাহ হাফেজ..