আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাবৃন্দ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি সব সময়।
সময়ের সাথে সাথে মানুষ এর পেশাজীবনে এসেছে ভিন্নতা। নিত্যধারার কাজ থেকে থেকে নিজের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত আজ সবাই। প্রযুক্তি মানুষের জীবনযাত্রা এমনভাবে পাল্টে দিয়েছে যে ,আজকাল মানুষ আয়ের ক্ষেত্রে প্রযুক্তিকে বেছে নিচ্ছে। আমরা অনেকেই জানি যে, আজকাল অনেক ধরণের এপ্লিকেশন রয়েছে যেখান থেকে টাকা আয় করা সম্ভব। কিন্তু কোন ধরণের এপ্লিকেশন থেকে টাকা আয় করা সম্ভব সে সম্পর্কে আমরা কয়জন ই বা জানি। তাই আজ আমি এমন একটি এপ্লিকেশনের কথা আপনাদের সামনের তুলে ধরব যার মাধ্যমে আপনি বদলাতে পারেন নিজের ভাগ্য।
Bd এপ্লিকেশন কি?
আমি আজ আলোচনা করব যে, এপ্লিকেশনটির নাম তা হলো bdlike। মূলত অনলাইয়ের টাকা আয়ের ক্ষেত্রে আপনি যদি এপ্লিকেশন খুঁজে থাকেন তাহলে এটি হলো তার মধ্যে অন্যতম। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেইসবুক ,ইউটিউব ,ইনস্টাগ্রাম ইত্যাদির বিভিন্ন পোস্ট এর প্রচার এবং প্রসারণে কাজ করে থাকে bdlike .বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের হর্তা কর্তারা এই নিয়ে চুক্তি করে থাকে এই এপ্লিকেশনের মাধ্যেম।এটি একটি এন্ড্রয়েড এপ্লিকেশন। এই এপ্লিকেশনে কাজ করতে হবে আপনাকে সবার আগে এপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়ে নিজের একটি একাউন্ট খুলতে হবে।এপ্লিকেশন লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.dandan.webtoapp
Bdlike এপ্লিকেশনের কাজের ধরণ:
মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহকে কেন্দ্র করে কাজ পরিচালিত হয় এই এপ্লিকেশনটিতে। এই এপ্লিকেশনের কাজের ধরন নির্ভর করে থাকে সামাজিক যোগাযোগে মাধ্যমের উপর। চলুন তাহলে ধারণা নেই এই এপ্লিকেশনের কাজের ধরণের উপর:bdlike এপ্লিকেশনে সাধারণত ৩ ধরেনর কাজ করা হয়। তা হল:
Youtuber কাজ।
Facebook এর কাজ।
Instagram এর কাজ।
Youtube এর কাজ:
Bdlike এপ্লিকেশনে কাজ মূলত একটি youtube কাজ হল তাদের নির্দিষ্ট করে দেওয়া চ্যানেলে গিয়ে সেই চ্যানেলক সাবস্ক্রাইব করে, লাইক,কমেন্ট করে সেটার স্ক্রিনশট দিতে হবে।এভাবে আপনার কাজের ধরণের উপর পেমেন্ট নির্ধারণ করা হবে।
Facebook এর কাজ:
মূলত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম Bdlike এর দেওয়া কোন নির্দিষ্ট কোন চ্যানেল কিংবা আইডির ফেসবুকে ভিডিও সেকশনে গিয়ে কোন ভিডিওতে ক্লিক করে সেই ভিডিও ভিউ করে, সেই চ্যানেলে ফলো দিয়ে লাইক কমেন্ট করার পর সেই স্ক্রিনশট জমা দিতে হবে তাদের কাছে।
Instagram এর কাজ:
মূলত একটি Instagram একাউন্টে গিয়ে Bdlike এর দেওয়া নির্দিষ্ট কিছু একাউন্ট এ তাদের ফলোয়ার হয়ে কন্টেন্টের উপর লাইক , কমেন্ট, শেয়ার এর সাথে ফলো দিয়ে তার স্ক্রিনশট জমা দিতে হবে কর্তৃপক্ষের কাছে।
আশা করি আজকের পোস্টের মাধ্যমে আপনাদের Bdlike এপ্লিকেশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি।এই সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট বক্সে।ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।মাস্ক পড়ুন
সুস্থ থাকুন