আসসালামুয়াইলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন।
আমরা সবাই জানি বর্তমান মোবাইল ব্যাংকিং এর বিশ্বস্ত লেনদেন Bkash এর মাধ্যমে করা যায়।
কিন্তু আমরা সবাই জানিনা আমরা যে টাকা লেনদেন করি তার মাধ্যমে যে টাকা কেটে নেওয়া হয় তার হিসাব বের করতে।
আজকে আমি আপনাদের জানিয়ে দেব Bkash এর লেনদেন কত টাকা কেটে নেয় তার হিসাব।
তো আর কথা না বলে শুরু কর যাক।
আপনাদের সুবিধার্থে আমি Bkash এর লেনদেন এ যে টাকা খরচ হবে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি।
Bkash Calculate Link:https://www.bkash.com/bn/support/tariff-limits/tariff
এখন দেখাব কিসে কিসে আপনার লেনদেনে টাকা কেটে নেওয়া হবে।
*New Account Create (Free)
* Cash In (Free)
*Send Money (Personal) [5 Taka Needed]
*Cash Out From Agent [1000 Taka =18.50 Needed]
*Cash Out From ATM [10000 Taka = 150 Needed]
*Payment (marcent) [Free]
*Cheak Balance (Free)
*Request Statement (Free)
*Change Mobile Menu Pin (Free)
*International Remitence (Free)
*Mobile Rechargem(free)
*Bank To Bkash (free)
*Card To Bkash (Free)
*Send Money From App (first 5 bar Free Per Month. Next Time Caharge Avialabale)
*Cash Out From App (1000 Taka =17.50 Needed)
*উপরে দেখিয়ে দেওয়া হয়েছে আপনার কি জন্য Bkash থেকে টাকা কেটে নেওয়া হবে।
Thank Y0u All Viewers….. Please Share This Post.